RRB Exam General Knowledge

(Q) ভাটনগর পুরস্কার ২০২১ মোট কতজন গবেষক পেয়েছেন?

Ans : ১১জন।

(Q) বিশু কোন রাজ্যের উৎসব?

Ans : কেরালা।

(Q) স্কুল চলো অভিযান কোন রাজ্য সরকার চালু করেছে?

Ans : উত্তরপ্রদেশ।

(Q) ২০২২ সালে কোন প্যারা অ্যাথলিটকে পদ্মভূষণ দেওয়া হয়েছে?

Ans : দেবেন্দ্র ঝাঝারিয়া।

(Q) এয়ার ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন?

Ans : নটরাজন চন্দ্রশেখরণ।

(Q) ভারতের প্রথম জনগণনা কবে হয়?

Ans : ১৮৭২ সালে।

(Q) আত্মঘাতী থলি কাকে বলা হয়?

Ans : লাইসোজোমকে।

(Q) আমাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আমরা কার দারস্থ হতে পারি?

Ans : সুপ্রিম কোর্টের।

(Q) ঋকবেদে মোট কতগুলি সূক্ত বা স্তোত্র রয়েছে?

Ans : ১০২৮টি।

(Q) ADSL এর পরো নাম কি?

Ans : Asymmetric digital subscriber line

(Q) শেভারয় পাহাড় কোথায় অবস্থিত?

Ans : পূর্বঘাট পর্বতমালায়।

(Q) ৭৩তম ও ৭৪তম সংবিধান সংশোধনী কোন সালে হয়েছিল?

Ans : ১৯৯২ সালে।

(Q) ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি?

Ans : জিম করবেট ন্যাশনাল পার্ক।

(Q) কমনয়েলথ গেমস ২০২২ কোথায় অনুষ্ঠিত হয়?

Ans : বার্মিংহাম, ইংল্যান্ড।

(Q) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল?

Ans : ১৯৫১-৫৬ সাল।

(Q) বনস নদী কোন নদীর শাখা নদী?

Ans : চম্বল নদী।

(Q) ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে?

Ans : হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।

(Q) ভারতের সবথেকে বড় প্রাইভেট ব্যাঙ্ক কোনটি?

Ans : HDFC ব্যাঙ্ক।

(Q) বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে?

Ans : বৈদ্যুতিক চৌম্বকীয় প্রভাব।

(Q) বাওম্যানস ক্যাপসুল কোথায় অবস্থিত?

Ans : বৃক্ক।

(Q) মহারাষ্ট্র, গুজরাট ও কর্ণাটকের পশ্চিমাঞ্চলে কোন মৃত্তিকা দেখতে পাওয়া যায়?

Ans : কৃষ্ণ মৃত্তিকা।

(Q) সংসদীয় বিষয়ক মন্ত্রী কে হয়েছেন?

Ans : প্রহলাদ যোশী।

(Q) হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়?

Ans : নাগাল্যান্ড।

(Q) হিরাকুদ বাঁধ গড়ে উঠেছে কোন নদীর উপর?

Ans : মহানদী।

(Q) মৌলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

Ans : ১৯৯৮ সালে।

(Q) বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়?

Ans : কোশী নদীকে।

(Q) কোন উৎসবটি গোয়াতে পালিত হয়?

Ans : শিগমো।

(Q) কোন দর্পণে ফোকাস দূরত্ব সবসময়ই ঋণাত্মক হবে?

Ans : অবতল দর্পণ।

(Q) Yonex Sunrise India Open 2022 কে জিতেছে?

Ans : লক্ষ্য সেন।

(Q) বোরাক্স কি থেকে তৈরি হয়?

Ans : ওয়াশিং সোডা।

(Q) জৈন ধর্মের বাস্তবিক রূপ কে দিয়েছেন?

Ans : মহাবীর।

(Q) মেন্ডেলিফের পর্যায় সারণি কবে প্রকাশিত হয়?

Ans : ১৮৭২ সালে।

(Q) নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন?

Ans : ভগত সিং।

(Q) বেনুবন বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত অবস্থিত?

Ans : ত্রিপুরা।

(Q) কোনটির বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে কম ?

Ans : সিলভার।

(Q) ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোনটি?

Ans : নাগার্জুন সাগর শ্রীশৈলম ব্যাঘ্র প্রকল্প।

(Q) ১২তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল কত?

Ans : ২০১২-১৭ সাল পর্যন্ত।

(Q) কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?

Ans : ১৯১১ সালে।

(Q) পঞ্চায়েত নির্বাচন কত বছর অন্তর হয়?

Ans : ৫ বছর।

(Q) জানুয়ারি মাসে কোন উৎসব পালিত হয় ?

Ans : পোঙ্গল।

(Q) ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি?

Ans : ব্যারেন দ্বীপ।

(Q) গাছপালা কোন গ্যাস নির্গত করে, যা মানুষের জন্য ক্ষতিকর?

Ans : কার্বন ডাই অক্সাইড।

(Q) আলট্রাভায়োলেট রশ্মি কোন রোগ সৃষ্টি করে?

Ans : চর্ম ক্যান্সার।

(Q) লাল বাহাদুর শাস্ত্রী সংস্কৃত বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

Ans : নিউ দিল্লীতে।

(Q) ১৯৫৭ সালে পঞ্চায়েত রাজের তিন স্তরের ব্যবস্থা কার দ্বারা সুপারিশ করা হয়েছিল?

Ans : বলবন্ত রায় মেহতা কমিটি।

(Q) জওহরলাল নেহেরু ভারত সরকার আইন ১৯৩৫-কে কি বলেছিলেন?

Ans : ইট ওয়াস আ নিউ চার্টার অফ স্ল্যাভারি অর্থাৎ এটি ছিল দাসত্বের একটি নতুন সনদ।

(Q) ২০২৩ সালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বৈঠক ভারতের কোথায় অনুষ্ঠিত হবে?

Ans : মুম্বাই।

(Q) চাকরিতে পুরুষের তুলনায় নারীরা কম বেতন পেলে কোন অধিকার অমান্য করা হবে ?

Ans : সমতার অধিকার।

(Q) কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বণ্টন অন তফশিলে বর্ণিত আছে?

Ans : সপ্তম।

(Q) ভারতে বর্তমানে কয়টি পাবলিক সেক্টর ব্যাঙ্ক আছে?

Ans : ১২টি।

(Q) টুথপেস্ট এর প্রকৃতি কেমন হয়?

Ans : ক্ষারীয়।

(Q) তামিলনাড়ুর ভাষা তামিল কোন শৈলীর অন্তর্গত?

Ans : দ্রাবিড়।

(Q) আয়নের প্রতিস্থাপন কোন বিক্রিয়ায় হয় ?

Ans : দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া।

(Q) সালফার ডাই অক্সাইড জলে দ্রবীভূত হলে কি উৎপন্ন হয়?

Ans : সালফিউরাস অ্যাসিড।

(Q) মৌলিক কর্তব্য কত নম্বর ধারায় আছে?

Ans : ৫১A

(Q) ছট পূজায় কোন দেবতার পূজা করা হয় ?

Ans : সূর্য।

(Q) আমলকির বিজ্ঞানসম্মত নাম কি?

Ans : Phyllanthus emblica.

(Q) হাঁস কোন দেবতার বাহন?

Ans : সরস্বতী।

(Q) ভূগোলের জনক কাকে বলা হয়?

Ans : ইরাটোস্থেনিস