(Q) কোন্ ভৌত রাশির একক মিটার সেকেন্ড-2?
Ans : ত্বরণ বা মন্দনের একক মিটার সেকেন্ড-2।
(Q) কোন্ ভৌত রাশির SI একক নিউটন?
Ans : বলের SI একক নিউটন।
(Q) আলোকবর্ষ মূল একক না লব্ধ একক?
Ans : আলোকবর্ষ মূল একক।
(Q) SI পদ্ধতিতে ভরের একক কী?
Ans : SI পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম।
(Q) SI পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী?
Ans : SI পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার।
(Q) ভরবেগ ও বলের একক মৌলিক না লব্ধ একক?
Ans : ভরবেগ ও বলের একক লব্ধ একক।
(Q) 0°C উষ্ণতায় 1 kg বিশুদ্ধ জলের আয়তন কি 1 লিটার?
Ans : না, 0°C উষ্ণতায় 1 kg বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার অপেক্ষা বেশি।
(Q) গ্যালন কোন্ ভৌতরাশি পরিমাপের একক?
Ans : গ্যালন আয়তন পরিমাপের একক।
(Q) একটি এককবিহীন ভৌত রাশির উদাহরণ দাও।
Ans : পারমাণবিক গুরুত্ব।
(Q) CGS পদ্ধতিতে ঘনত্বের একক কী?
Ans : CGS পদ্ধতিতে ঘনত্বের একক g cm-3।
(Q) তিনটি মৌলিক একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের উদাহরণ দাও।
Ans : তিনটি মৌলিক একক দ্বারা গঠিত একটি লব্ধ একক হল ভরবেগের একক। ভরবেগের SI একক kg ms-1।
(Q) স্টেরেডিয়ান কোন্ ভৌতরাশির একক?
Ans : স্টেরেডিয়ান ঘন কোণের একক।
(Q) দ্রুতি স্কেলার রাশি না ভেক্টর রাশি?
Ans : দ্রুতি স্কেলার রাশি।
(Q) বস্তুর ঘনত্ব, ভর ও আয়তনের সম্পর্ক লেখো। অথবা, ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক কী?
Ans : বস্তুর ঘনত্ব = বস্তুর ভর / বস্তুর আয়তন
(Q) আয়তনের একক মৌলিক না লব্ধ একক?
Ans : আয়তনের একক লব্ধ একক।
(Q) মান ও অভিমুখ উভয়ই আছে এরকম একটি স্কেলার রাশির উদাহরণ দাও।
Ans : মান ও অভিমুখ উভয়ই আছে এরকম একটি স্কেলার রাশির হল তড়িৎপ্রবাহমাত্রা।
(Q) লিটারের সংজ্ঞায় কোন্ উষ্ণতার উল্লেখ থাকে?
Ans : লিটারে সংজ্ঞায় 4°C বা 277 K উষ্ণতার উল্লেখ থাকে।
(Q) আয়তন একটি লব্ধ রাশি এটি কয়টি প্রাথমিক বা মৌলিক রাশি দিয়ে গঠিত?
Ans : আয়তন লব্ধ রাশিটি একটি প্রাথমিক বা মৌলিক রাশি 'দৈর্ঘ্য' দিয়ে গঠিত।
(Q) কিলোওয়াট-ঘণ্টা কোন্ ভৌত রাশি একক?
Ans : কিলোওয়াট-ঘণ্টা SI পদ্ধতিতে তড়িৎশক্তির একক।
(Q) 4°C উষ্ণতায় 1 লিটার জলের ভর কত?
Ans : 4°C উষ্ণতায় 1 লিটার জলের ভর 1 কিগ্রা।
(Q) কোন্ উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক?
Ans : 4°C বা 277 K উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক।
(Q) দীপন প্রাবল্যের SI একক কী?
Ans : দীপন প্রাবল্যের SI একক ক্যান্ডেলা।
(Q) দ্রাব্যতার একক কী?
Ans : দ্রাব্যতা একক বিহীন রাশি।
(Q) SI এককে 4°C তাপমাত্রায় বিশুদ্ধ জলের ঘনত্ব কত?
অথবা, 277 K তাপমাত্রায় জলের ঘনত্ব SI এককে কত?
Ans : SI এককে 4°C তাপমাত্রায় বিশুদ্ধ জলের ঘনত্ব 1000 kg m-3
(Q) 1 গড় সৌরদিন = কত সেকেন্ড?
Ans : 1 গড় সৌরদিন = 86400 সেকেন্ড।
(Q) মিলিলিটার কীসের একক?
Ans : মিলিলিটার আয়তনের একক।
(Q) একটি ভৌত রাশির নাম করো যার এককটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত।
Ans : বলের একক (kg ms-2) তিনটি মৌলিক একক দ্বারা গঠিত।
(Q) দুটি মূল একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের উদাহরণ দাও।
Ans : দুটি মূল একক দ্বারা গঠিত একটি লব্ধ একক হল বেগের একক।
(Q) বর্তমানে এককের কোন্ পদ্ধতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত?
Ans : বর্তমানে এককের SI পদ্ধতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
(Q) চাপের CGS একক কী?
Ans : চাপের CGS একক ডাইন সেমি-2।
(Q) গড় সৌর সেকেন্ড বা সেকেন্ড কীসের একক?
Ans : গড় সৌর সেকেন্ড বা সেকেন্ড সময়ের একক।
(Q) CGS পদ্ধতিতে দৈর্ঘ্যের একক লেখো।
Ans : CGS পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেমি।
(Q) চাপ ভেক্টর না স্কেলার রাশি?
অনুরূপ প্রশ্ন: চাপ কী ধরনের রাশি?
Ans : চাপ স্কেলার রাশি।
(Q) তিনটি প্রাথমিক একক নিয়ে গঠিত হয়েছে এমন একটি স্কেলার রাশির নাম লেখো।
Ans : তিনটি প্রাথমিক একক (দৈর্ঘ্য, ভর ও সময়ের একক) দিয়ে গঠিত একটি স্কেলার রাশি হল কার্য।
(Q) একটি এককহীন ভৌত রাশির নাম লেখো।
Ans : একটি এককবিহীন ভৌত রাশি হল পারমাণবিক ভর।
(Q) তড়িৎ প্রবাহমাত্রা স্কেলার না ভেক্টর রাশি?
Ans : তড়িৎ প্রবাহমাত্রা স্কেলার রাশি।
(Q) কিলোগ্রাম, নিউটন, জুল-এদের মধ্যে কোল্টিন্ট মৌলিক একক?
Ans : কিলোগ্রাম হল মৌলিক একক।
(Q) পারদের ঘনত্ব 13.6 g cm-3 হলে SI এককে পারদের ঘনত্ব কত হবে?
Ans : 13.6 x 1000 = 13600 kg m-3।
(Q) দুটি ভেক্টর রাশি সহযোগে একটি স্কেলার রাশি গঠিত হতে পারে কী?
Ans : কার্য = বল x সরণ, যেখানে কার্য হল স্কেলার রাশি এবং বল ও সরণ ভেক্টর রাশি।
(Q) একটি লব্ধ এককের নাম লেখো।
Ans : একটি লব্ধ একক হল ঘনত্বের একক।
(Q) টর (Torr) কীসের একক?
Ans : টর (Torr) চাপের একক।
(Q) সরণ স্কেলার না ভেক্টর রাশি?
Ans : সরণ ভেক্টর রাশি।
(Q) SI পদ্ধতিতে কয়টি ভৌত রাশির একককে মূল এককের মর্যাদা দেওয়া হয়েছে?
Ans : SI পদ্ধতিতে 7টি ভৌত রাশির একককে মূল এককের মর্যাদা দেওয়া হয়েছে।
(Q) তাপমাত্রার SI একক কী?
Ans : তাপমাত্রার SI একক কেলভিন।
(Q) ক্যান্ডেলা কোন্ ভৌত রাশির একক?
Ans : ক্যান্ডেলা দীপন প্রাবল্যের একক।
(Q) তড়িৎ প্রবাহমাত্রার একক কী?
Ans : তড়িৎ প্রবাহমাত্রার একক অ্যামপিয়ার।
(Q) কোণের SI একক কী?
Ans : কোণের SI একক রেডিয়ান (Radian)।
(Q) ঘন কোণের SI একক কী?
Ans : ঘনকোণের SI একক স্টেরেডিয়ান (Sr)।
(Q) বস্তুর পরিমাণ বা পদার্থের পরিমাণ কোন্ এককে পরিমাপ করা হয়?
Ans : বস্তুর পরিমাণ SI পদ্ধতিতে মোল এককে পরিমাপ করা হয়।