View MCQ Question
(Q) কোন্ একক পদ্ধতিতে কেবল ভর, দৈর্ঘ্য এবং সময়ের এককগুলিকে মূল একক হিসেবে ধরা হয় না?
- SI
- MKS
- FPS
- CGS
Ans : SI
(Q) কোন্ রাশিটির একক অবশিষ্ট রাশিগুলির এককের থেকে আলাদা?
- শক্তি
- ঘনত্ব
- ত্বরণ
- দ্রাব্যতা
Ans : দ্রাব্যতা
(Q) প্রদত্ত কোনটি স্কেলার রাশি নয়?
- ভর
- বেগ
- ভার
- ঘনত্ব
Ans : ভার
(Q) প্রদত্ত কোনটি একক বিহীন ভৌত রাশি?
- শক্তি B চাপ
- বেগ
- আণবিক
- ভর
Ans : আণবিক ভর
(Q) প্রাথমিক একক
- পাঙ্কাল
- নিউটন
- কুরি
- ক্যান্ডেলা
Ans : ক্যান্ডেলা
(Q) 'স্টেরেডিয়ান' প্রদত্ত কোনটির একক?
- কোণ
- ঘনকোণ
- বৃত্তের পরিধি
- বৃত্ত চাপ
Ans : ঘনকোণ
(Q) যে রাশির একক তিনটি মূল একক দ্বারা গঠিত তা হল
- ত্বরণ
- ঘনত্ব
- ভরবেগ
- দ্রুতি
Ans : ভরবেগ
(Q) কোনটি প্রাথমিক রাশি নয়?
- সময়
- তাপমাত্রা
- দৈর্ঘ্য
- ওজন
Ans : ওজন
(Q) কোন্ উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক?
- 0°C
- 4°C
- 40°C
- 100°C
Ans : 4°C
(Q) নীচের কোনটি রাশি নয়?
- একটি বুলেট
- বুলেটটির ভরবেগ
- বুলেটটির ওজন
- বুলেটটির বক্রতলের ক্ষেত্রফল
Ans : একটি বুলেট
(Q) প্রদত্ত কোন্ রাশিটির একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত?
- বেগ
- ত্বরণ
- দ্রুতি
- বল
Ans : বল
(Q) SI-তে উষ্ণতার একক
- ক্যান্ডেলা
- সেন্টিগ্রেড
- কেলভিন
- ফারেনহাইট
Ans : কেলভিন
(Q) যে ভৌতরাশি পরিমাপের জন্য 'চন্দ্রশেখর লিমিট' এককটি ব্যবহৃত হয় সেটি হল
- ওজন
- উচ্চতা
- ভর
- আয়তন
Ans : ভর
(Q) তিনটি মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার রাশি ও একটি ভেক্টর রাশি হল
- দ্রুতি, বেগ
- কার্য, ত্বরণ
- কার্য, বল
- ক্ষমতা, ত্বরণ
Ans : কার্য, বল
(Q) 1 অ্যাটো সেকেন্ড = কত সেকেন্ড?
- 10-9
- 10-18
- 1018
- 109
Ans : 10-18
(Q) নীচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি?
- তড়িৎপ্রবাহ
- ক্ষমতা
- ক্ষেত্রফল
- ভর
Ans : ক্ষেত্রফল
(Q) SI পদ্ধতিতে উষ্ণতার একক হল
- K
- °K
- °F
- °C
Ans : K
(Q) কোনো পদার্থের ভর, আয়তন এবং ঘনত্ব যথাক্রমে M, V ও D হলে, এদের মধ্যে সঠিক সম্পর্কটি হল
- M = VD
- MVD = 1
- V = MD
- D = MV
Ans : M = VD
(Q) নীচের কোন্ দুটি রাশির একক অভিন্ন?
- বল ও কার্য
- ভর ও ভরবেগ
- কার্য ও ক্ষমতা
- কার্য ও শক্তি
Ans : কার্য ও শক্তি
(Q) চাপের SI একক হল
- পাস্কাল
- নিউটন
- জুল
- ওয়াট
Ans : পাস্কাল
(Q) প্রদত্ত কোনটি স্কেলার রাশি?
- বল
- ভরবেগ
- ত্বরণ
- কার্য
Ans : কার্য
(Q) 4°C উষ্ণতায় 5 cm3 জলের ভর
- 5g
- 5 kg
- 0.5g
- 50kg
Ans : 5g
(Q) 1 গিগা একক হল
- 103 একক
- 109 একক
- 1012 একক
- 106 একক
Ans : 109 একক
(Q) CGS, SI এবং FPS পরিমাপের এই তিনটি পদ্ধতিতে কোন্ মৌলিক রাশির একক একই?
- দৈর্ঘ্য
- ভর
- সময়
- তাপমাত্রা
Ans : সময়
(Q) লব্ধ একক হল
- ভর
- সময়
- কার্য
- দৈর্ঘ্য
Ans : কার্য
(Q) একক যুক্ত রাশিটি হল
- আণবিক গুরুত্ব
- আপেক্ষিক গুরুত্ব
- আপেক্ষিক তাপ
- প্রতিসরাঙ্ক
Ans : আপেক্ষিক তাপ
(Q) একজোড়া ভেক্টর রাশি হল
- ক্ষমতা ও চাপ
- প্রবাহমাত্রা ও টর্ক
- প্রবাহমাত্রা ও বল
- টর্ক ও ভরবেগ
Ans : টর্ক ও ভরবেগ
(Q) পরিমাপের একক u হলে এবং কোনো রাশির প্রাপ্ত মান n হলে, রাশিটির পরিমাপ (x) হবে
- n/u
- n2u
- nu
- n+u
Ans : nu
(Q) এক ব্যক্তি বাজার থেকে একটি সুন্দর মাছ কিনে খুব আনন্দ পেলেন। এক্ষেত্রে কোনটি ভৌত রাশি নয়?
- মাছেন ভর
- আনন্দ
- মাছের দৈর্ঘ্য
- মাছের আয়তন
Ans : আনন্দ
(Q) নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি?
- দৈর্ঘ্য
- ভর
- ওজন
- আয়তন
Ans : ওজন
(Q) এক গড় সৌরদিনের মান কত সেকেন্ড?
- 1
- 3.1536 x 107
- 3.16 x 109
- 86400
Ans : 86400
(Q) SI পদ্ধতিতে দীপন প্রাবল্যের একক
- ম্যান্ডেলা
- ক্যান্ডেলা
- কেজি মিটার-1
- কিউসেক কেজি-1
Ans : ক্যান্ডেলা