(Q) Name a gas present in the atmosphere which is not a greenhouse gas.
Ans : Carbon dioxide, methane and water vapour are greenhouse gases. But, the main constituents of the atmosphere, nitrogen and oxygen are not greenhouse gases.
(Q) What is meant by the calorific value of a sample of coal is 30,000 kJkg-1?
Ans : This statement means that when 1 kg of coal is burnt, 30.000 kJ of energy is released.
(Q) Why can wind energy be used for sustainable growth development?
Ans : Wind power is the most efficient technology to produce energy in a safe and environmentally sustainable manner: it is zero emissions, local, inexhaustible, competitive and it creates wealth and jobs.
(Q) কোল-বেড থেকে কোন্ জ্বালানি গ্যাস আহরণ করা হয়?
Ans : মিথেন
(Q) বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্বউষ্ণায়ন ঘটে।
Ans : CO2
(Q) একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়।
Ans : বায়ুশক্তি
(Q) নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো
নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান।
Ans : সত্য
(Q) চার্লস সূত্র অনুসারে V বনাম T লেখচিত্রের প্রকৃতি কী?
Ans : মূল বিন্দু গামী সরল রৈখিক
(Q) নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:
তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন।
Ans : মিথ্যা
(Q) আয়তন প্রসারণ গুনাঙ্কের একক কী?
Ans : আয়তন প্রসারণ গুণাঙ্কের একক S.। পদ্ধতিতে- K-1 এবং C.G.S পদ্ধতিতে °C-1
(Q) গোলীয় দর্পণের মেরু বলতে কি বোঝায়?
Ans : কোনো গোলীয় দর্পনের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলা হয়।
(Q) X-রশ্মির একটি ব্যবহার লেখো।
Ans : কেলাসিত পদার্থের গঠন জানার জন্য।
(Q) এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
Ans : বৈদ্যুতিক মোটর
(Q) গৃহস্থালির বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কী কী?
Ans : নিউট্রাল এবং আর্থ
(Q) পারমাণবিক চুল্লিতে কোন্ ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়?
Ans : নিউক্লিয় বিভাজন বিক্রিয়া
(Q) একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও।
Ans : ইউরেনিয়াম
(Q) বামস্তম্ভের সঙ্গে ডান স্তন্তের সামঞ্জস্য বিধান করো:
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
|---|
| (i) একটি ইউরেনিয়ামোত্তর মৌল | (A) ক্লিপটন |
| (ii) একটি অভিজাত মৌল | (B) নেপচুনিয়াম |
| (iii) ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয় | (C) কপার |
| (iv) ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি | (D) জিঙ্ক |
Ans : একটি ইউরেনিয়ামোত্তর মৌল-নেপচুনিয়াম, একটি অভিজাত মৌল-ক্রিপটন, ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়-জিঙ্ক, ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি-কপার
(Q) ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না?
Ans : ক্লোরোফর্ম
(Q) তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম করো।
Ans : আলুমিনিয়াম
(Q) পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎলেপনে অ্যানোডটি কী?
Ans : সিলভার
(Q) তড়িৎ বিশ্লেষণের সময় কোন্ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়?
Ans : তড়িৎ শক্তি
(Q) উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির।
Ans : লাল লিটমাসের সাহায্যে দেখানো যায় যে অ্যামোনিয়ার জলীয় দ্রবন ক্ষারীয় প্রকৃতির।
(Q) শূন্যস্থান পূরণ করো:
NaOH + H₂S → _________ + H₂O
Ans : NaHS
(Q) ইউরিয়ার একটি ব্যবহার লেখো।
Ans : সার হিসেবে ব্যবহার করা হয়
(Q) প্রোপানোন (propanone) এর গঠন সংকেত লেখো।
Ans : ইউরিয়া
(Q) ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন। জৈব যৌগটি কী?
Ans : ইউরিয়া
(Q) একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও।
Ans : স্টার্চ