View MCQ Question

(Q) বায়োগ্যাসের মূল উপাদান হল।

  1. CH4
  2. CFC
  3. CO2
  4. CO

Ans : CH4

(Q) বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে

  1. উচ্চচাপে এবং উচ্চ তাপমাত্রায়
  2. উচ্চচাপে এবং নিম্ন তাপমাত্রায়
  3. নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়
  4. নিম্নচাপে এবং নিম্ন তাপমাত্রায়

Ans : নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়

(Q) STP তে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা -

  1. 3
  2. 1
  3. 2
  4. 1.5

Ans : 2

(Q) আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয়-

  1. 1/2
  2. 0
  3. 1/273
  4. 1

Ans : 1

(Q) বিবর্ধিত অসদ্বিম্ব গঠিত হয়।

  1. উত্তল দর্পণ দ্বারা
  2. উত্তল লেন্স দ্বারা
  3. সমতল দর্পণ দ্বারা
  4. অবতল লেন্স দ্বারা

Ans : উত্তল লেন্স দ্বারা

(Q) একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা

  1. বৃদ্ধি পাবে
  2. হ্রাস পাবে
  3. প্রথমে বৃদ্ধি পাবে ও পরে হ্রাস পাবে
  4. তারের দৈর্ঘ্য বৃদ্ধির ওপর নির্ভর করবে না

Ans : হ্রাস পাবে

(Q) 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহমাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে-

  1. 6 কুলম্ব
  2. 150 কুলম্ব
  3. 300 কুলম্ব
  4. 30 কুলম্ব

Ans : 150 কুলম্ব

(Q) 86A22284B210 বিক্রিয়াটিতে নিঃসৃত α ও β কণার সংখ্যা হবে যথাক্রমে

  1. 6α, 3β
  2. 3α, 4β
  3. 4α, 3β
  4. 3α, 6β

Ans : 3α, 4β

(Q) মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার উর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো -

  1. C < N < O < F
  2. C > N > O > F
  3. O < N < C < F
  4. F > C > O > N

Ans : C > N > O > F

(Q) NaCl যৌগে Na ও CI পরমাণুর ইলেকট্রন বিন্যাস হল-

  1. Na - 2, 8, 8 : Cl - 2, 8
  2. Na - 2, 8, 7 : Cl - 2, 8, 1
  3. Na - 2, 8, 1 : Cl - 2, 8, 7
  4. Na - 2, 8 : Cl - 2, 8, 8

Ans : Na - 2, 8 : Cl - 2, 8, 8

(Q) তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহণ সংক্রান্ত নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো-

  1. রাসায়নিক পরিবর্তন হয়
  2. দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহণ করে
  3. উষ্ণতা বৃদ্ধিতে সাধারণতঃ রোধ বাড়ে
  4. আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়

Ans : উষ্ণতা বৃদ্ধিতে সাধারণতঃ রোধ বাড়ে

(Q) যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হল-

  1. NO2
  2. H2S
  3. HCI
  4. NH3

Ans : NH3

(Q) তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হল-

  1. Ag
  2. Mg
  3. Fe
  4. Au

Ans : Fe

(Q) কোন্ রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো-

  1. CH4 + Cl2
  2. CH3Cl + Cl2
  3. CH2Ck2 + Cl2
  4. CHCl3 + Cl2

Ans : CH2Cl2 + Cl2

(Q) নিচের কোন্ গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে?

  1. CO2
  2. Ar
  3. CFC
  4. He

Ans : CFC

(Q) 4g H2 গ্যাসের জন্য STP তে PV এর মান কত? (H = 1)

  1. RT
  2. 2 RT
  3. 4 RT
  4. 0.5 RT

Ans : 2 RT

(Q) 12g C কে সম্পূর্ণরূপে পুড়িয়ে CO2 তৈরি করতে কত গ্রাম O2 লাগবে? (C = 12, O = 16)

  1. 32 g
  2. 12 g
  3. 16 g
  4. 44 g

Ans : 32 g

(Q) তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে?

  1. 0
  2. 1
  3. 2
  4. 3

Ans : 1

(Q) প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটি হল

  1. হলুদ
  2. কমলা
  3. লাল
  4. বেগুনি

Ans : লাল

(Q) কোনও অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45° কোণ উৎপন্ন করলে আপতন কোণের মান হবে

  1. 90°
  2. 22.5°
  3. 135°
  4. 45°

Ans : 45°

(Q) পরিবাহিতাঙ্কের একক কোনটি

  1. mho metre-1
  2. ohm metre-1
  3. mho metre
  4. ohm metre

Ans : mho metre-1

(Q) 40 ohm রোধবিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 ampere তড়িৎ প্রবাহিত হলে, পরিবাহীটির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত?

  1. 0.5 volt
  2. 2 volt
  3. 6 volt
  4. 8 volt

Ans : 8 volt

(Q) α-, β-, ও γ-rays -রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম হল

  1. γ>α>β
  2. γ>β>α
  3. α>β>γ
  4. β>γ>α

Ans : γ>β>α

(Q) দীর্ঘ পর্যায় সারণির চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে?

  1. 8
  2. 32
  3. 16
  4. 18

Ans : 18

(Q) CaO গঠনে কয়টি ইলেকট্রন Ca পরমাণু থেকে O পরমাণুতে স্থানান্তরিত হয়? (অক্সিজেন ও ক্যালশিয়ামের পারমাণবিক সংখ্যা যথাক্রমে ৪ ও 20)

  1. 0
  2. 1
  3. 2
  4. 3

Ans : 2

(Q) তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট ও ফ্লুওরস্পারের সঙ্গে নীচের কোনটি থাকে?

  1. অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড
  2. অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড
  3. অ্যালুমিনিয়াম সালফেট
  4. বিশুদ্ধ অ্যালুমিনা

Ans : বিশুদ্ধ অ্যালুমিনা

(Q) N2 গ্যাসের, পরীক্ষাগার প্রস্তুতির জন্য নীচের কোন্ যৌগদুটির মিশ্র জলীয় দ্রবণ ব্যবহার করা হয়?

  1. NaNO2 and NH4CI
  2. NaNO3 and NH4CI
  3. NaCl and NH4NO3
  4. NaNO3 and NH4NO3

Ans : NaNO2 and NH4CI

(Q) নীচের কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত?

  1. ZnO
  2. ZnS
  3. ZnCO3
  4. ZnSO4

Ans : ZnS

(Q) নীচের কোনটি একটি অ্যালকোহল?

  1. CH3OCH3
  2. CH3CHO
  3. CH3COOH
  4. CH3CH2OH

Ans : CH3CH2OH

(Q) নীচের কোন্ গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না?

  1. NO
  2. NO2
  3. CFC
  4. CO2

Ans : CO2

(Q) 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য STP তে PV এর মান কত?

  1. 2 RT
  2. RT
  3. 0.5 RT
  4. 11.2 RT

Ans : 0.5 RT

(Q) নীচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী
CH4 + 2O2 → CO2+ 2H2O 10 মোল CH, পোড়াতে STP তে কত আয়তন O2 লাগবে?

  1. 448 L
  2. 224 L
  3. 44.8 L
  4. 22.4 L

Ans : 448 L

(Q) নীচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক?

  1. রূপা
  2. হীরা
  3. তামা
  4. অ্যালুমিনিয়াম

Ans : হীরা

(Q) একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনততলে আপতিত হয়ে যথাক্রমে r ও v প্রতিসরণ কোণ উৎপন্ন করলে নীচের কোনটি ঠিক?

  1. r=v
  2. r=1/v
  3. r>v
  4. r < v

Ans : r>v

(Q) একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হল। এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হল-

  1. 180°
  2. 90°
  3. 360°

Ans : 0°

(Q) তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের

  1. একটি বিন্দু, একটি গোলাকৃতি
  2. দুটিই গোলাকৃতি
  3. একটি বিন্দু অন্যটি বিস্তৃত
  4. দুটিই বিন্দু

Ans : দুটিই বিন্দু

(Q) ফিউজ তারের বৈশিষ্ট্য হল

  1. রোধ উচ্চ, গলনাঙ্ক উচ্চ
  2. রোধ নিম্ন, গলনাঙ্ক নিম্ন
  3. রোদ নিম্ন, গলনাঙ্ক উচ্চ
  4. রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন

Ans : রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন

(Q) α-কণায় উপস্থিত

  1. একটি প্রোটন, একটি নিউট্রন
  2. একটি প্রোটন
  3. দুটি প্রোটন, দুটি নিউট্রন
  4. একটি ইলেকট্রন

Ans : দুটি প্রোটন, দুটি নিউট্রন

(Q) নীচের কোন ধর্মটি মোলদের পর্যায়গত ধর্ম নয়?

  1. ঘনত্ব
  2. গলনাঙ্ক
  3. স্ফুটনাঙ্ক
  4. তেজস্ক্রিয়তা

Ans : তেজস্ক্রিয়তা

(Q) নীচের কোন্ যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই?

  1. হাইড্রোজেন ক্লোরাইড
  2. ক্যালশিয়াম অক্সাইড
  3. মিথেন
  4. অ্যামোনিয়া

Ans : ক্যালশিয়াম অক্সাইড

(Q) Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নীচের কোন বিবৃতিটি ঠিক?

  1. ক্যাথোডের ভর কমে
  2. অ্যানোডের ভর বাড়ে
  3. দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব কমে
  4. দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে

Ans : দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে

(Q) সোডিয়াম নাইট্রোপ্রুসাইড এর ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কী রঙ উৎপন্ন হয়?

  1. বেগুনি
  2. কমলা
  3. গাঢ় নীল
  4. সবুজ

Ans : বেগুনি

(Q) লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত হল

  1. FeO
  2. Fe2O3
  3. Fe2O4
  4. FeCO3

Ans : Fe2O3

(Q) নীচের কোন যৌগটির সঙ্গে জলীয় NaHCO3 এর বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয়?

  1. CH3CH2OH
  2. CH3CHO
  3. CH3COCH3
  4. CH3COOH

Ans : CH3COOH