(Q) নীচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক?
রূপা
হীরা
তামা
অ্যালুমিনিয়াম
Ans : হীরা
(Q) একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনততলে আপতিত হয়ে যথাক্রমে r ও v প্রতিসরণ কোণ উৎপন্ন করলে নীচের কোনটি ঠিক?
r=v
r=1/v
r>v
r < v
Ans : r>v
(Q) একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হল। এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হল-
0°
180°
90°
360°
Ans : 0°
(Q) তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের
একটি বিন্দু, একটি গোলাকৃতি
দুটিই গোলাকৃতি
একটি বিন্দু অন্যটি বিস্তৃত
দুটিই বিন্দু
Ans : দুটিই বিন্দু
(Q) ফিউজ তারের বৈশিষ্ট্য হল
রোধ উচ্চ, গলনাঙ্ক উচ্চ
রোধ নিম্ন, গলনাঙ্ক নিম্ন
রোদ নিম্ন, গলনাঙ্ক উচ্চ
রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন
Ans : রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন
(Q) α-কণায় উপস্থিত
একটি প্রোটন, একটি নিউট্রন
একটি প্রোটন
দুটি প্রোটন, দুটি নিউট্রন
একটি ইলেকট্রন
Ans : দুটি প্রোটন, দুটি নিউট্রন
(Q) নীচের কোন ধর্মটি মোলদের পর্যায়গত ধর্ম নয়?
ঘনত্ব
গলনাঙ্ক
স্ফুটনাঙ্ক
তেজস্ক্রিয়তা
Ans : তেজস্ক্রিয়তা
(Q) নীচের কোন্ যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই?
হাইড্রোজেন ক্লোরাইড
ক্যালশিয়াম অক্সাইড
মিথেন
অ্যামোনিয়া
Ans : ক্যালশিয়াম অক্সাইড
(Q) Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নীচের কোন বিবৃতিটি ঠিক?
ক্যাথোডের ভর কমে
অ্যানোডের ভর বাড়ে
দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব কমে
দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে
Ans : দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে
(Q) সোডিয়াম নাইট্রোপ্রুসাইড এর ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কী রঙ উৎপন্ন হয়?
বেগুনি
কমলা
গাঢ় নীল
সবুজ
Ans : বেগুনি
(Q) লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত হল
FeO
Fe2O3
Fe2O4
FeCO3
Ans : Fe2O3
(Q) নীচের কোন যৌগটির সঙ্গে জলীয় NaHCO3 এর বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয়?