View MCQ Question

(Q) নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশায়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন?

  1. চার আনা
  2. আট আনা
  3. এক টাকা
  4. দু'টাকা

Ans : আট আনা

(Q) "লল্লাটের লেখা তো খণ্ডাবে না।" বক্তা কে?

  1. জগদীশ বাবু
  2. রাম দাস
  3. গিরীশ মহাপাত্র
  4. অপূর্ব

Ans : গিরীশ মহাপাত্র

(Q) পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন?

  1. পাঞ্জাবি
  2. মারাঠি
  3. গুজরাতি
  4. হিন্দি

Ans : গুজরাতি

(Q) "আমাদের শিশুদের শব
ছড়ানো রয়েছে - !"

  1. কাছে
  2. অনেক দূরে
  3. দূরে
  4. কাছে দূরে

Ans : কাছে দূরে

(Q) "ক্ষুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায়-।”

  1. পাষাণ স্তূপে
  2. নীল খিলানে
  3. গগন তলে
  4. ঝড় তুফানে

Ans : নীল খিলানে

(Q) "যথা বৃহন্নলারূপী কিরীটী," 'কিরীটী' হলেন-

  1. কার্তিক
  2. ভীম
  3. অর্জুন
  4. রাবণ

Ans : অর্জুন

(Q) খাগের কলম কখন দেখা যায়?

  1. হাতেখড়ির সময়
  2. সরস্বতী পূজার সময়
  3. হালখাতার সময়
  4. নববর্ষের সময়

Ans : সরস্বতী পূজার সময়

(Q) বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল

  1. বাংলা ভাষার প্রতি অনীহা
  2. ইংরেজির প্রতি আকর্ষণ
  3. বাংলা পারিভাষিক শব্দ কম
  4. বাংলা পারিভাষিক শব্দ বেশি

Ans : বাংলা পারিভাষিক শব্দ কম

(Q) শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন?

  1. অন্নদাশঙ্কর রায়
  2. সুনীল গঙ্গোপাধ্যায়
  3. নিখিল সরকার
  4. সত্যজিৎ রায়

Ans : সত্যজিৎ রায়

(Q) 'নমি পুত্র পিতার চরণে', নিম্নরেখ পদটি হল

  1. কর্তৃকারক
  2. সম্বন্ধপদ
  3. সম্বোধনপদ
  4. কর্মকারক

Ans : সম্বন্ধপদ

(Q) সূর্য উঠলে পদ্ম ফোটে। 'সূর্য' হল-

  1. অনুক্ত কর্তা
  2. উক্ত কর্তা
  3. নিরপেক্ষ কর্তা
  4. উপবাক্যীয় কর্তা

Ans : নিরপেক্ষ কর্তা

(Q) 'শাপমুক্ত'- সমস্তপদটির সমাসের নাম

  1. করণ তৎপুরুষ
  2. অপাদান তৎপুরুষ
  3. অধিকরণ তৎপুরুষ
  4. কর্ম তৎপুরুষ

Ans : অপাদান তৎপুরুষ

(Q) 'শিশুর শরীর কুসুমের মতো কোমল।' এই বাক্যে 'কোমল' হল-

  1. উপমান
  2. উপমিত
  3. উপমেয়
  4. সাধারণ ধর্ম

Ans : সাধারণ ধর্ম

(Q) 'আই.পি.এল শুরু হল, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে।' -গঠন অনুসারে বাক্যটি-

  1. সরল বাক্য
  2. জটিল বাক্য
  3. যৌগিক বাক্য
  4. মিশ্র বাক্য

Ans : মিশ্র বাক্য

(Q) নির্দেশক বাক্যের একটি শ্রেণি হল-

  1. প্রশ্নবাচক বাক্য
  2. শর্তসাপেক্ষ বাক্য
  3. সন্দেহবাচক
  4. নঞর্থক বাক্য

Ans : নঞর্থক বাক্য

(Q) ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়-

  1. কর্তৃবাচ্যে
  2. কর্মবাচ্যে
  3. ভাববাচ্যে
  4. কার্মকর্তৃবাচ্যে

Ans : কর্তৃবাচ্যে

(Q) 'কাল থেকে সে আনন্দ করছে।'→' কাল থেকে তার আনন্দ করা হচ্ছে।' এখানে যে বাচ্যান্তর ঘটেছে তা হল

  1. কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য
  2. ভাববাচ্য থেকে কর্মবাচ্য
  3. কর্মবাচ্য থেকে ভাববাচ্য
  4. কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য

Ans : কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য

(Q) ইসাবের বাবা পাঠান কী বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন?

  1. বাহালি কাকিমা বলে
  2. বাহালি বৌদি বলে
  3. বাহালি বহিন বলে
  4. বাহালি দিদি বলে

Ans : বাহালি বৌদি বলে

(Q) "আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি।" হরিদার কোন্ রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল?

  1. কাপালিক রূপ দেখে
  2. বাইজির রূপ দেখে
  3. পুলিশের সাজ দেখে
  4. বিরাগী রূপ দেখে

Ans : বিরাগী রূপ দেখে

(Q) পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত?

  1. বর্মা জাহাজঘাটে
  2. বর্মা অয়েল কোম্পানিতে
  3. বর্মা কয়লাখনিতে
  4. বর্মা চটকলে

Ans : বর্মা অয়েল কোম্পানিতে

(Q) 'অসুখী একজন' কবিতার কথক ঘুমিয়েছিলেন

  1. বারান্দায়
  2. মেঝেতে
  3. ঝুলন্ত বিছানায়
  4. ঘাস জন্মানো রাস্তায়

Ans : ঝুলন্ত বিছানায়

(Q) অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতায় কবি 'অস্ত্র' রাখতে বলেছেন। -

  1. ঋষি বালকের পায়ে
  2. নদীতে
  3. দেশগাঁয়ে
  4. গানের দুটি পায়ে

Ans : গানের দুটি পায়ে

(Q) "অভিষেক করিলা কুমারে।" কিভাবে রাজা কুমারকে অভিষেক করলেন?

  1. বিশ্বপত্র দিয়ে
  2. দধিদুধ দিয়ে
  3. গঙ্গোদক দিয়ে
  4. পাদোদক দিয়ে

Ans : গঙ্গোদক দিয়ে

(Q) আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল

  1. ফাউন্টেন পেন
  2. রিজার্ভার পেন
  3. ঝর্ণা কলম
  4. পার্কার পেন

Ans : রিজার্ভার পেন

(Q) Sensitized paper -এর বাংলা অনুবাদ কী লিখলে ঠিক বলে মনে করেন লেখক-

  1. স্পর্শকাতর কাগজ
  2. সুগ্রাহী কাগজ
  3. সুবেদী কাগজ
  4. ব্যথাপ্রবণ কাগজ

Ans : সুগ্রাহী কাগজ

(Q) "সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র"-

  1. অন্নদাশঙ্কর রায়
  2. শৈলজানন্দ মুখোপাধ্যায়
  3. ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
  4. সত্যজিৎ রায়

Ans : সত্যজিৎ রায়

(Q) অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে, তাকে বলে

  1. প্রযোজক কর্তা
  2. প্রযোজ্য কর্তা
  3. সহযোগী কর্তা
  4. উহ্য কর্তা

Ans : প্রযোজ্য কর্তা

(Q) 'আমাদের ইতিহাস নেই' নিম্নরেখ পদটি

  1. কর্তৃকারক
  2. কর্মকারক
  3. সম্বন্ধ পদ
  4. অধিকরণ কারক

Ans : কর্মকারক

(Q) উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তার নাম

  1. উপমিত কর্মধারয়
  2. উপমান কর্মধারয়
  3. রূপক কর্মধারয়
  4. সাধারণ কর্মধারয়

Ans : রূপক কর্মধারয়

(Q) 'চিরসুখী' পদটি হল -

  1. করণ তৎপুরুষ
  2. কর্ম তৎপুরুষ
  3. ব্যাপ্তি তৎপুরুষ
  4. সম্বন্ধ তৎপুরুষ

Ans : ব্যাপ্তি তৎপুরুষ

(Q) 'তোরা সব জয়ধ্বনি কর' এটা কী জাতীয় বাক্য

  1. নির্দেশক বাক্য
  2. অনুজ্ঞাসূচক বাক্য
  3. আবেগসূচক বাক্য
  4. প্রার্থনাসূচক বাক্য

Ans : নির্দেশক বাক্য

(Q) আজকের সকালটা বেশ কাটল।— গঠনগত দিক দিয়ে বাক্যটি হ'ল

  1. সরল বাক্য
  2. জটিল বাক্য
  3. যৌগিক বাক্য
  4. মিশ্র বাক্য

Ans : সরল বাক্য

(Q) মহাশয়ের কী করা হয় - এটি কোন্ বাচ্যের দৃষ্টান্ত?

  1. কর্তৃবাচ্য
  2. কর্মবাচ্য
  3. ভাববাচ্য
  4. কর্মকর্তৃবাচ্য

Ans : ভাববাচ্য

(Q) যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কমই কর্তারূপে প্রতীয়মান হয়, তাকে বলে-

  1. কর্মবাচ্য
  2. কর্তৃবাচ্য
  3. কর্মকর্তৃবাচ্য
  4. ভাববাচ্য

Ans : কর্মকর্তৃবাচ্য

(Q) পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন-

  1. জগদীশবাবুর বাড়ি
  2. চকের বাসস্ট্যান্ডে
  3. দয়ালবাবুর লিচুবাগানে
  4. চায়ের দোকানে

Ans : দয়ালবাবুর লিচুবাগানে

(Q) নদের চাঁদের বয়স-

  1. পঁচিশ বছর
  2. ত্রিশ বছর
  3. পঁয়ত্রিশ বছর
  4. চল্লিশ বছর

Ans : ত্রিশ বছর

(Q) ছোটোমাসি তপনের থেকে কত বছরের বড়ো?

  1. বছর পাঁচেকের
  2. বছর আষ্টেকের
  3. বছর দশেকের
  4. বছর বারোর

Ans : বছর আষ্টেকের

(Q) 'অভিষেক' শীর্ষক কাব্যাংশটি 'মেঘনাদবধকাব্য'- এর কোন্ সর্গ থেকে নেওয়া হয়েছে?

  1. প্রথম সর্গ
  2. তৃতীয় সর্গ
  3. নবম সর্গ
  4. পঞ্চম সর্গ

Ans : প্রথম সর্গ

(Q) "তারা আর স্বপ্ন দেখতে পারল না।"- কারা স্বপ্ন দেখতে পারল না?

  1. সেই মেয়েটি
  2. গির্জার নান
  3. কবিতার কথক
  4. শান্ত হলুদ দেবতারা

Ans : শান্ত হলুদ দেবতারা

(Q) "গান বাঁধবে সহস্র উপায়ে"- কে গান বাঁধবে?

  1. চিল
  2. কোকিল
  3. শকুন
  4. ময়ূর

Ans : কোকিল

(Q) পালকের কলমের ইংরেজি নাম হ'ল-

  1. স্টাইলাস
  2. ফাউন্টেন পেন
  3. কুইল
  4. রিজার্ভার পেন

Ans : কুইল

(Q) কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন-

  1. প্রাবন্ধিক
  2. দার্শনিক
  3. গল্পকার
  4. নাট্যকার

Ans : দার্শনিক

(Q) 'হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড'- উক্তিটি-

  1. রবীন্দ্রনাথের
  2. বঙ্কিমচন্দ্রের
  3. কালিদাসের
  4. বিদ্যাসাগরের

Ans : কালিদাসের

(Q) অনুসর্গের দৃষ্টান্ত কোনটি?

  1. জন্য
  2. খানা
  3. টি
  4. গাছা

Ans : জন্য

(Q) দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে

  1. পূর্ব পদের
  2. উভয় পদের
  3. পর পদের
  4. অন্য পদের

Ans : উভয় পদের

(Q) 'ইসাবের মেজাজ চড়ে গেল'- নিম্নরেখ পদটি কোন্ কারকের উদাহরণ?

  1. কর্ম কারকের
  2. করণ কারকের
  3. কর্তৃ কারকের
  4. অপাদান কারকের

Ans : কর্ম কারকের

(Q) 'ফেলাইলা কনক-বলয় দূরে'। নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হল-

  1. তৎপুরুষ
  2. অব্যয়ীভাব
  3. বহুব্রীহি
  4. মধ্যপদলোপী কর্মধারয়

Ans : মধ্যপদলোপী কর্মধারয়

(Q) 'বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না'- এটি কী ধরনের বাক্য?

  1. অনুজ্ঞাসূচক বাক্য
  2. নির্দেশক বাক্য
  3. বিস্ময়সূচক বাক্য
  4. প্রশ্নবোধক বাক্য

Ans : অনুজ্ঞাসূচক বাক্য

(Q) 'আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এককণা ধূলি।'- এটি কোন্ শ্রেণির বাক্য?

  1. সরল বাক্য
  2. যৌগিক বাক্য
  3. জটিল বাক্য
  4. মিশ্র বাক্য

Ans : যৌগিক বাক্য

(Q) 'জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান'- বাক্যটির ভাববাচ্যের রূপ হ'ল-

  1. জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়
  2. জগদীশবাবুর দ্বারা সিঁড়ি ধরে নামা হয়
  3. জগদীশবাবু সিঁড়ি ধরে নামেন
  4. জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে আসেন

Ans : জগদীশবাবুর দ্বারা সিঁড়ি ধরে নামা হয়

(Q) নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে' এটি কোন বাচ্যের উদাহরণ-

  1. কর্মবাচ্য
  2. ভাববাচ্য
  3. কর্তৃবাচ্য
  4. কর্ম-কর্তৃবাচ্য

Ans : কর্তৃবাচ্য