(Q) বুদ্ধির সংজ্ঞা দাও।
Ans : বুদ্ধি একটি মানসিক ক্ষমতা, যত সহজে একে অনুভব করা যায় তত সহজে বুদ্ধির সংজ্ঞা দেওয়া যায় না। প্রাণীর বুদ্ধির প্রকাশ তার আচরণের মাধ্যমে ঘটে। এই আচরণ গুলিকে একসঙ্গে করে বুদ্ধি সম্পর্কে বলা যায়- বুদ্ধি একটি জটিল প্রক্রিয়া, একাধিক ক্ষমতার মিলিত প্রচেষ্টা হলো বুদ্ধি। আরও বলা যায় বুধি হলো "বিমূর্ত চিন্তা করার ক্ষমতা হলো বুদ্ধি"।
(Q) শিখনের দুটি বৈশিষ্ট্য লেখো।
Ans : শিখনের দুটি বৈশিষ্ট্য-
(১) উদ্দেশমুখীঃ প্রথাগত শিক্ষায় শিখন উদ্দেশমুখী অর্থাৎ পূর্বনির্দিষ্ট উদ্দেশ্য আয়ত্ত করার জন্যই শিক্ষার্থীরা শেখে।
(২) বিকাশমানঃ শিখন হল একটি ক্রমবিকাশমান প্রক্রিয়া। জন্মকাল থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে শিখনের প্রক্রিয়া চলতে থাকে।
(Q) আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
Ans : আগ্রহের একটি বৈশিষ্ট্য-
(১) চাহিদানির্ভরঃ আগ্রহ সৃষ্টির মূল কারণ হল চাহিদা। শিক্ষার্থী বা ব্যক্তি যখন কোনো বিষয়ে চাহিদা বোধ করে, তখনই তার মধ্যে ওই বিষয়টির প্রতি অনুরাগ বা আগ্রহ সৃষ্টি হয়।
(২) অনুভূতিনির্ভরঃ বহু ক্ষেত্রে ব্যক্তি এমন বিষয়ের প্রতি অনুরাগ বা আগ্রহ দেখায়, যার প্রতি তার সেন্টিমেন্ট যুক্ত থাকে।
(Q) প্রসার বলতে কী বোঝো?
অথবা,
কল্পিত গড় কী?
Ans : দ্রুত নির্ণয় পদ্ধতিতে রাশিমালা বন্টনের মধ্যে অবস্থিত কোন রাশিকে যখন ইচ্ছামতো গড় হিসেবে ধরে নেওয়া হয়, তখন তাকে বলে কল্পিত গড় বা Assumed Mean.
(Q) শিক্ষা প্রযুক্তিবিদ্যা কী?
Ans : শিক্ষা প্রক্রিয়াতে অর্থাৎ শিখন প্রশিখন ও নির্দেশ দানে Hardware, Software & System Aproach প্রয়োগকেই শিক্ষা প্রযুক্তি বলে। বিভিন্ন ধরণের প্রযুক্তিগত কৌশল শিক্ষাক্ষেত্রে জ্ঞানের সংরক্ষণ সঞ্চালন ও প্রসারের জন্য ব্যবহার করা নীতি বর্তমানে প্রচলিত হয়েছে। এই বিভিন্ন ধরণের প্রযুক্তিগত কৌশলের প্রয়োগ রীতিকেই শিক্ষা প্রযুক্তিবিদ্যা বলে।
(Q) অপানুবর্তন কী?
Ans : অনুবর্তন প্রক্রিয়ার পর যদি বিকল্প উদ্দীপকের সঙ্গে সাধারণ বা স্বাভাবিক উদ্দীপকের উপস্থাপন না করা হয়, তবে প্রাণীর স্বভাবজাত আচরণ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এই ঘটনাকে অপানুবর্তন বলে।
(Q) অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো?
Ans : প্রাণী যখন কোনো বিষয় বুঝতে চায় তখন সেটিকে ছোটো ছোটো একক হিসেবে না দেখে সামগ্রিকভাবে প্রত্যক্ষণ করে সমস্যামূলক পরিস্থিতি সমাধানের জন্য। এর ফলে হঠাৎ করে যে প্রত্যক্ষণ হয় তাকে বলে অন্তর্দৃষ্টি এবং তার ফলে যে শিখন হয়, তাকে বলে অন্তদৃষ্টিমূলক শিখন।
(Q) NCRHE-এর পুরো কথাটি লেখো।
Ans : NCRHE-এর পুরো নাম – National Council of Rural Higher SEA কমিশন।
(Q) রাধাকৃষ্ণান কমিশনের অপর নাম কী?.
Ans : বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন।
(Q) SSA-এর পুরো কথাটি লেখো।
Ans : SSA-এর পুরো নাম হলো Sarba Shiksha Abhijan.
(Q) UGC কোন্ শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত?
Ans : UGC কথাটি বিশ্ববিদ্যালয় শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত।
(Q) NCERT-র পুরো কথাটি কী?
Ans : National Council for Education Research and Training.
(Q) কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়?
Ans : ১৯৯০ সালে।
(Q) বহুমখী বিদ্যালয় গঠনের সুপারিশ করে কোন কমিশন?
Ans : মাধ্যমিক শিক্ষা কমিশন।
(Q) www-এর পুরো কথাটি কী?
Ans : WWW এর পুরো কথাটি হচ্ছে World Wide Web (ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব)।
(Q) ভাষা গবেষণাগার বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি কী?
Ans : যে প্রযুক্তিগত কৌশল ভাষা, বিশেষ করে বিদেশি ভাষাশিক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাকে ভাষা গবেষণাগার বলা হয়।
(Q) সর্বশিক্ষা অভিযান কবে থেকে কার্যকর হয়?
Ans : পশ্চিমবঙ্গ রাজ্যে সর্ব শিক্ষা অভিযান শুরু হয় ২০০৩ সাল থেকে।
(Q) ক'টি বিন্দু বা ডট্ দিয়ে ব্রেইল লেখা হয়?
Ans : ছয়টি বিন্দু দিয়ে ব্রেইল পদ্ধতিতে লেখা হয়।
(Q) মুকদের দু'টি শিক্ষা পদ্ধতির নাম লেখো।
Ans : শ্রবণ সহায়ক পদ্ধতিঃ এই পদ্ধতিটি মূলত আংশিকভাবে বধির ছেলেমেয়েদের পড়ানোর জন্য ব্যবহৃত হয়। উচ্চশক্তিসম্পন্ন শ্রবণ সহায়ক যন্ত্রের সাহায্যে আংশিক বধিরদের বধিরতা অনেকটা দূর করা যায়।
ওষ্ঠপঠন পদ্ধতিঃ বক্তার কথা বলার সময় তার ঠোটের নড়াচড়া দেখে কথা বা ভাব বুঝতে পারাকে ওষ্ঠপঠন বা বাক-পঠন বলা হয়।
(Q) বয়স্ক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য উল্লেখ করো।
Ans : আত্মবিশ্বাস বৃদ্ধি করাঃ বিভিন্ন বৃত্তিমূলক কাজের মাধ্যমে স্বনির্ভর করে তোলা এতে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
(Q) মধ্যমা কী?
Ans : কোন তথ্যসারিকে মানের উর্ধ্বক্রমে সাজালে যে সংখ্যাটি ঠিক মাঝখানে থাকে অর্থাৎ যে সংখ্যাটি তথ্যসারিকে দুটি সমান অংশে বিভক্ত করে তাকে মধ্যমা বলে।
(Q) পরিসংখ্যা বহুভুজের যে কোনো একটি সুবিধা লেখো।
Ans : পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগনের দুটি সুবিধা-
(১) পরিসংখ্যা বিভাজন অনুধাবনঃ পরিসংখ্যা বিভাজনের কোথায় ও কীভাবে পরিসংখ্যাগুলি আছে তা ফ্রিকোয়েন্সি পলিগনের মাধ্যমে সহজে অনুধাবন করা যায়।
(২) তথ্য পরিবেশনঃ প্রাপ্ত তথ্যগুলি যখন পরস্পর সম্পর্কযুক্ত হয় তখন ফ্রিকোয়েন্সির মাধ্যমে তথ্য পরিবেশন সুবিধাজনক।
(Q) ডেলর কমিশন কত সালে রিপোর্ট পেশ করে?
Ans : 1996 সালে