View MCQ Question
(Q) শিখনের শেষ স্তর হলো
- জ্ঞানার্জন
- পুনরুদ্রেক
- ধারণ বা সংরক্ষণ
- প্রত্যভিজ্ঞা
Ans : প্রত্যভিজ্ঞা
(Q) 'g' উপাদান প্রয়োজন হয়
- কেবলমাত্র শিক্ষামূলক কাজে
- কেবলমাত্র গাণিতিক কাজে
- সব ধরনের কাজে
- কোনো কোনো কাজে
Ans : সব ধরনের কাজে
(Q) 'বহুউপাদান' তত্ত্বের প্রবক্তা হলেন
- থর্নডাইক
- থার্স্টোন
- স্পীয়ারম্যান
- থার্স্টোন
Ans : থার্স্টোন
(Q) R-type অনুবর্তনটির নামকরণ করেছেন
- স্কিনার
- প্যাভলভ
- থর্নডাইক
- ভার্নন
Ans : স্কিনার
(Q) 'প্রচেষ্টা ও ভুল' শিখন তত্ত্বের প্রবক্তা হলেন
- স্কিনার
- প্যাভলভ
- থর্নডাইক
- কফ্ কা
Ans : থর্নডাইক
(Q) অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলতঃ সম্ভব হয়
- অনুশীলনের দ্বারা
- বুদ্ধির দ্বারা
- অনুবর্তনের দ্বারা
- মনোযোগের দ্বারা
Ans : বুদ্ধির দ্বারা
(Q) (10-14) -এর শ্রেণি ব্যবধান হলো
- 4
- 6
- 8
- এদের কোনোটিই নয়
Ans : 4
(Q) রাশিবিজ্ঞানে '∑' চিহ্নটি ---------- কে প্রকাশ করে।
- যোগফল
- ভাগফল
- গুণফল
- বিয়োগফল
Ans : যোগফল
(Q) 7, 10, 11, 14, 15, 16, 18 স্কোরগুলির গড় হলো
- 12
- 13
- 14
- 16
Ans : 13
(Q) ভারতের সংবিধানের কত নং ধারায় 14 বৎসর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে?
- 16 নং ধারা
- 46 নং ধারা
- 45 নং ধারা
- 28 নং ধারা
Ans : 45 নং ধারা
(Q) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো
- ভারতীয় শিক্ষা কমিশন
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
- মাধ্যমিক শিক্ষা কমিশন
- হান্টার কমিশন।
Ans : বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
(Q) মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয়েছিল?
- 1948 সালে
- 1949 সালে
- 1953 সালে
- 1952 সালে
Ans : 1952 সালে
(Q) ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন?
- ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান
- ডঃ ডি. এস. কোঠারী
- জে পি নায়েক
- শ্রী অনাথ নাথ বসু
Ans : ডঃ ডি. এস. কোঠারী
(Q) 'স্বশাসিত মহাবিদ্যালয়ের' কথা নিম্নলিখিত কোন্ কমিশন / কমিটিতে বলা হয়েছে?
- রাধাকৃষ্ণান কমিশন
- রামমূর্তি কমিটি
- জাতীয় শিক্ষানীতি, 1986
- কোঠারী কমিশন
Ans : জাতীয় শিক্ষানীতি, 1986
(Q) নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশ?
- অপারেশন ব্ল্যাকবোর্ড
- +2 স্তর
- গ্রামীণ বিশ্ববিদ্যালয়
- বহুমুখী বিদ্যালয়
Ans : গ্রামীণ বিশ্ববিদ্যালয়
(Q) বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো
- UGC
- CABE
- AICTE
- NCTE
Ans : AICTE
(Q) 'প্রোগ্রাম অব্ অ্যাশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
- 1986 সালেই
- 1992 সালে
- 1990 সালে
- 1985 সালে
Ans : 1992 সালে
(Q) 'কমন স্কুল'-এর কথা উল্লেখ করা হয়েছে
- রাধাকৃষ্ণান কমিশনে
- মুদালিয়ার কমিশনে
- কোঠারী কমিশনে
- রামমূর্তি কমিটিতে
Ans : কোঠারী কমিশনে
(Q) ভারতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়
- 15 ই এপ্রিল
- 15 ই মার্চ
- 10 ই মার্চ
- 3 রা ডিসেম্বর
Ans : 3 রা ডিসেম্বর
(Q) শিক্ষায় 'স্ক্রিন বিভাব' যন্ত্র ব্যবহৃত হয়
- দৃষ্টিহীন শিশুদের জন্য
- মূক ও বধির শিশুদের জন্য
- মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য
- অনগ্রসর শ্রেণির শিশুদের জন্য
Ans : দৃষ্টিহীন শিশুদের জন্য
(Q) বয়স্ক শিক্ষাকে 'সামাজিক শিক্ষা' বলে অভিহিত করেন।
- এ. পি. জে. আব্দুল কালাম
- মৌলানা আবুল কালাম আজাদ
- রাজেন্দ্র প্রসাদ
- সর্বপল্লী রাধাকৃদান
Ans : মৌলানা আবুল কালাম আজাদ
(Q) 'Delors কমিশন' গঠিত হয়
- 1996 সালে
- 1896 সালে
- 1993 সালে
- 1998 সালে
Ans : 1993 সালে
(Q) কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো
- ROM
- CAL
- RAM
- CAI
Ans : ROM
(Q) একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো
- অডিও ক্যাসেট
- দূরদর্শন
- রেডিও
- টেলিফোন
Ans : দূরদর্শন
(Q) শিখনের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হল-
- অভাববোধ
- তাড়না
- প্রেষণা
- জেনে নেওয়া
Ans : প্রেষণা
(Q) মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হল-
- অভ্যাস
- তীব্রতা
- আগ্রহ
- মেজাজ
Ans : তীব্রতা
(Q) প্রাচীন অনুবর্তন হল-
- S-type
- R-type
- E-type
- M-type.
Ans : S-type
(Q) স্পীয়ারম্যানের মানসিক ক্ষমতার তত্ত্বটির নাম কী?
- বহু উপাদান তত্ত্ব
- দ্বি-উপাদান তত্ত্ব
- একক উপাদান তত্ত্ব
- প্রাথমিক উপাদান তত্ত্ব
Ans : দ্বি-উপাদান তত্ত্ব
(Q) পরিসংখ্যা বহুভুজ এক ধরনের-
- রৈখিক লেখচিত্র
- সমান্তরাল লেখচিত্র
- অরৈখিক লেখচিত্র
- সাধারণ লেখচিত্র
Ans : রৈখিক লেখচিত্র
(Q) 30-39 এর মধ্যবিন্দু হল-
- 34
- 35
- 34.5
- 35.5
Ans : 34.5
(Q) পরিবর্তনশীল রাশিকে বলে-
- চল
- অচল
- প্রসার
- শ্রেণী-সীমা
Ans : চল
(Q) কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতিটি হল-
- মধ্যমমান
- গড়
- ভূয়িষ্ঠক
- আয়তলেখ
Ans : গড়
(Q) ভারত একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র হিসেবে পরিচিত হয়-
- 1947 সালে
- 1950 সালে
- 1948 সালে
- 1976 সালে
Ans : 1976 সালে
(Q) শিক্ষাকে যুগ্মতালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে?
- 62 তম
- 42 তম
- 44 তম
- 93 তম
Ans : 42 তম
(Q) 'Operation Blackboard' কোন্ শিক্ষা কমিশনে বলা হয়েছে?
- কোঠারী কমিশনে
- মুদালিয়র কমিশনে
- স্যাডলার কমিশনে
- হান্টার কমিশনে
Ans : কোঠারী কমিশনে
(Q) CABE-এর পুরো নাম কী?
- Central Advisory Board of Education
- Centre Advance Board of Education
- Centre of Advance Education
- Centre Advice Board of Education.
Ans : Central Advisory Board of Education
(Q) মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন?
- ডঃ অনাথনাথ বসু
- লক্ষ্মণস্বামী মুদালিয়র
- সূর্যকুমার যাদব
- ডঃ করন সিং
Ans : ডঃ অনাথনাথ বসু
(Q) "The destiny of India is being shaped in her classroom"- কোন্ কমিশন বলেছে?
- রাধাকৃষ্ণান কমিশন
- কোঠারী কমিশন
- স্যাডলার কমিশন
- মুদালিয়র কমিশন
Ans : কোঠারী কমিশন
(Q) 'সপ্তপ্রবাহ' শব্দবন্ধটি কোন্ কমিশনে উল্লেখ করা আছে?
- রাধাকৃষ্ণান কমিশন
- কোঠারী কমিশন
- মুদালিয়র কমিশন
- জাতীয় শিক্ষানীতি, 1986.
Ans : মুদালিয়র কমিশন
(Q) শিক্ষা ক্ষেত্রে '+2' স্তরের সুপারিশ করেন-
- মুদালিয়র কমিশন
- জাতীয় শিক্ষা কমিশন
- রাধাকৃষ্ণান কমিশন
- জাতীয় শিক্ষানীতি, 1986.
Ans : জাতীয় শিক্ষা কমিশন
(Q) ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হল-
- 1948-49
- 1952-53
- 1964-66
- 1990-92
Ans : 1964-66
(Q) ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় _______ শিশুদের।
- বোবা
- অন্ধ
- কালা
- অস্থি প্রতিবন্ধী
Ans : অন্ধ
(Q) CRC এর পুরো নাম কী?
- Corrective Record Card
- Cumulative Record Card
- Combined Record Card
- Cumulative Remedy Card.
Ans : Cumulative Record Card
(Q) মূক ও বধিরদের জন্য 'মৌখিক পদ্ধতি'র প্রবর্তন করেন-
- কেটি অ্যালকন
- লুই ব্রেইল
- সোফিয়া অ্যালকর্ন
- জুয়ান পাবলো বনে
Ans : জুয়ান পাবলো বনে
(Q) অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়?
- অন্ধত্ব
- তোতলামী
- হাঁটা
- বধিরতা
Ans : বধিরতা
(Q) EFA-এর পুরো নাম কি?
- Education For Adult
- Education For Activities
- Education For All
- কোনোটিই নয়
Ans : Education For All
(Q) নিম্নলিখিত কোটি কম্পিউটারের আউটপুট যন্ত্র?
- মাউস্
- কীবোর্ড
- প্রিন্টার
- স্ক্যানার
Ans : প্রিন্টার