View MCQ Question

(Q) শিখনের শেষ স্তর হলো

  1. জ্ঞানার্জন
  2. পুনরুদ্রেক
  3. ধারণ বা সংরক্ষণ
  4. প্রত্যভিজ্ঞা

Ans : প্রত্যভিজ্ঞা

(Q) 'g' উপাদান প্রয়োজন হয়

  1. কেবলমাত্র শিক্ষামূলক কাজে
  2. কেবলমাত্র গাণিতিক কাজে
  3. সব ধরনের কাজে
  4. কোনো কোনো কাজে

Ans : সব ধরনের কাজে

(Q) 'বহুউপাদান' তত্ত্বের প্রবক্তা হলেন

  1. থর্নডাইক
  2. থার্স্টোন
  3. স্পীয়ারম্যান
  4. থার্স্টোন

Ans : থার্স্টোন

(Q) R-type অনুবর্তনটির নামকরণ করেছেন

  1. স্কিনার
  2. প্যাভলভ
  3. থর্নডাইক
  4. ভার্নন

Ans : স্কিনার

(Q) 'প্রচেষ্টা ও ভুল' শিখন তত্ত্বের প্রবক্তা হলেন

  1. স্কিনার
  2. প্যাভলভ
  3. থর্নডাইক
  4. কফ্ কা

Ans : থর্নডাইক

(Q) অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলতঃ সম্ভব হয়

  1. অনুশীলনের দ্বারা
  2. বুদ্ধির দ্বারা
  3. অনুবর্তনের দ্বারা
  4. মনোযোগের দ্বারা

Ans : বুদ্ধির দ্বারা

(Q) (10-14) -এর শ্রেণি ব্যবধান হলো

  1. 4
  2. 6
  3. 8
  4. এদের কোনোটিই নয়

Ans : 4

(Q) রাশিবিজ্ঞানে '∑' চিহ্নটি ---------- কে প্রকাশ করে।

  1. যোগফল
  2. ভাগফল
  3. গুণফল
  4. বিয়োগফল

Ans : যোগফল

(Q) 7, 10, 11, 14, 15, 16, 18 স্কোরগুলির গড় হলো

  1. 12
  2. 13
  3. 14
  4. 16

Ans : 13

(Q) ভারতের সংবিধানের কত নং ধারায় 14 বৎসর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে?

  1. 16 নং ধারা
  2. 46 নং ধারা
  3. 45 নং ধারা
  4. 28 নং ধারা

Ans : 45 নং ধারা

(Q) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো

  1. ভারতীয় শিক্ষা কমিশন
  2. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
  3. মাধ্যমিক শিক্ষা কমিশন
  4. হান্টার কমিশন।

Ans : বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন

(Q) মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয়েছিল?

  1. 1948 সালে
  2. 1949 সালে
  3. 1953 সালে
  4. 1952 সালে

Ans : 1952 সালে

(Q) ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন?

  1. ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান
  2. ডঃ ডি. এস. কোঠারী
  3. জে পি নায়েক
  4. শ্রী অনাথ নাথ বসু

Ans : ডঃ ডি. এস. কোঠারী

(Q) 'স্বশাসিত মহাবিদ্যালয়ের' কথা নিম্নলিখিত কোন্ কমিশন / কমিটিতে বলা হয়েছে?

  1. রাধাকৃষ্ণান কমিশন
  2. রামমূর্তি কমিটি
  3. জাতীয় শিক্ষানীতি, 1986
  4. কোঠারী কমিশন

Ans : জাতীয় শিক্ষানীতি, 1986

(Q) নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশ?

  1. অপারেশন ব্ল‍্যাকবোর্ড
  2. +2 স্তর
  3. গ্রামীণ বিশ্ববিদ্যালয়
  4. বহুমুখী বিদ্যালয়

Ans : গ্রামীণ বিশ্ববিদ্যালয়

(Q) বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো

  1. UGC
  2. CABE
  3. AICTE
  4. NCTE

Ans : AICTE

(Q) 'প্রোগ্রাম অব্ অ্যাশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

  1. 1986 সালেই
  2. 1992 সালে
  3. 1990 সালে
  4. 1985 সালে

Ans : 1992 সালে

(Q) 'কমন স্কুল'-এর কথা উল্লেখ করা হয়েছে

  1. রাধাকৃষ্ণান কমিশনে
  2. মুদালিয়ার কমিশনে
  3. কোঠারী কমিশনে
  4. রামমূর্তি কমিটিতে

Ans : কোঠারী কমিশনে

(Q) ভারতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়

  1. 15 ই এপ্রিল
  2. 15 ই মার্চ
  3. 10 ই মার্চ
  4. 3 রা ডিসেম্বর

Ans : 3 রা ডিসেম্বর

(Q) শিক্ষায় 'স্ক্রিন বিভাব' যন্ত্র ব্যবহৃত হয়

  1. দৃষ্টিহীন শিশুদের জন্য
  2. মূক ও বধির শিশুদের জন্য
  3. মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য
  4. অনগ্রসর শ্রেণির শিশুদের জন্য

Ans : দৃষ্টিহীন শিশুদের জন্য

(Q) বয়স্ক শিক্ষাকে 'সামাজিক শিক্ষা' বলে অভিহিত করেন।

  1. এ. পি. জে. আব্দুল কালাম
  2. মৌলানা আবুল কালাম আজাদ
  3. রাজেন্দ্র প্রসাদ
  4. সর্বপল্লী রাধাকৃদান

Ans : মৌলানা আবুল কালাম আজাদ

(Q) 'Delors কমিশন' গঠিত হয়

  1. 1996 সালে
  2. 1896 সালে
  3. 1993 সালে
  4. 1998 সালে

Ans : 1993 সালে

(Q) কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো

  1. ROM
  2. CAL
  3. RAM
  4. CAI

Ans : ROM

(Q) একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো

  1. অডিও ক্যাসেট
  2. দূরদর্শন
  3. রেডিও
  4. টেলিফোন

Ans : দূরদর্শন

(Q) শিখনের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হল-

  1. অভাববোধ
  2. তাড়না
  3. প্রেষণা
  4. জেনে নেওয়া

Ans : প্রেষণা

(Q) মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হল-

  1. অভ্যাস
  2. তীব্রতা
  3. আগ্রহ
  4. মেজাজ

Ans : তীব্রতা

(Q) প্রাচীন অনুবর্তন হল-

  1. S-type
  2. R-type
  3. E-type
  4. M-type.

Ans : S-type

(Q) স্পীয়ারম্যানের মানসিক ক্ষমতার তত্ত্বটির নাম কী?

  1. বহু উপাদান তত্ত্ব
  2. দ্বি-উপাদান তত্ত্ব
  3. একক উপাদান তত্ত্ব
  4. প্রাথমিক উপাদান তত্ত্ব

Ans : দ্বি-উপাদান তত্ত্ব

(Q) পরিসংখ্যা বহুভুজ এক ধরনের-

  1. রৈখিক লেখচিত্র
  2. সমান্তরাল লেখচিত্র
  3. অরৈখিক লেখচিত্র
  4. সাধারণ লেখচিত্র

Ans : রৈখিক লেখচিত্র

(Q) 30-39 এর মধ্যবিন্দু হল-

  1. 34
  2. 35
  3. 34.5
  4. 35.5

Ans : 34.5

(Q) পরিবর্তনশীল রাশিকে বলে-

  1. চল
  2. অচল
  3. প্রসার
  4. শ্রেণী-সীমা

Ans : চল

(Q) কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতিটি হল-

  1. মধ্যমমান
  2. গড়
  3. ভূয়িষ্ঠক
  4. আয়তলেখ

Ans : গড়

(Q) ভারত একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র হিসেবে পরিচিত হয়-

  1. 1947 সালে
  2. 1950 সালে
  3. 1948 সালে
  4. 1976 সালে

Ans : 1976 সালে

(Q) শিক্ষাকে যুগ্মতালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে?

  1. 62 তম
  2. 42 তম
  3. 44 তম
  4. 93 তম

Ans : 42 তম

(Q) 'Operation Blackboard' কোন্ শিক্ষা কমিশনে বলা হয়েছে?

  1. কোঠারী কমিশনে
  2. মুদালিয়র কমিশনে
  3. স্যাডলার কমিশনে
  4. হান্টার কমিশনে

Ans : কোঠারী কমিশনে

(Q) CABE-এর পুরো নাম কী?

  1. Central Advisory Board of Education
  2. Centre Advance Board of Education
  3. Centre of Advance Education
  4. Centre Advice Board of Education.

Ans : Central Advisory Board of Education

(Q) মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন?

  1. ডঃ অনাথনাথ বসু
  2. লক্ষ্মণস্বামী মুদালিয়র
  3. সূর্যকুমার যাদব
  4. ডঃ করন সিং

Ans : ডঃ অনাথনাথ বসু

(Q) "The destiny of India is being shaped in her classroom"- কোন্ কমিশন বলেছে?

  1. রাধাকৃষ্ণান কমিশন
  2. কোঠারী কমিশন
  3. স্যাডলার কমিশন
  4. মুদালিয়র কমিশন

Ans : কোঠারী কমিশন

(Q) 'সপ্তপ্রবাহ' শব্দবন্ধটি কোন্ কমিশনে উল্লেখ করা আছে?

  1. রাধাকৃষ্ণান কমিশন
  2. কোঠারী কমিশন
  3. মুদালিয়র কমিশন
  4. জাতীয় শিক্ষানীতি, 1986.

Ans : মুদালিয়র কমিশন

(Q) শিক্ষা ক্ষেত্রে '+2' স্তরের সুপারিশ করেন-

  1. মুদালিয়র কমিশন
  2. জাতীয় শিক্ষা কমিশন
  3. রাধাকৃষ্ণান কমিশন
  4. জাতীয় শিক্ষানীতি, 1986.

Ans : জাতীয় শিক্ষা কমিশন

(Q) ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হল-

  1. 1948-49
  2. 1952-53
  3. 1964-66
  4. 1990-92

Ans : 1964-66

(Q) ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় _______ শিশুদের।

  1. বোবা
  2. অন্ধ
  3. কালা
  4. অস্থি প্রতিবন্ধী

Ans : অন্ধ

(Q) CRC এর পুরো নাম কী?

  1. Corrective Record Card
  2. Cumulative Record Card
  3. Combined Record Card
  4. Cumulative Remedy Card.

Ans : Cumulative Record Card

(Q) মূক ও বধিরদের জন্য 'মৌখিক পদ্ধতি'র প্রবর্তন করেন-

  1. কেটি অ্যালকন
  2. লুই ব্রেইল
  3. সোফিয়া অ্যালকর্ন
  4. জুয়ান পাবলো বনে

Ans : জুয়ান পাবলো বনে

(Q) অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়?

  1. অন্ধত্ব
  2. তোতলামী
  3. হাঁটা
  4. বধিরতা

Ans : বধিরতা

(Q) EFA-এর পুরো নাম কি?

  1. Education For Adult
  2. Education For Activities
  3. Education For All
  4. কোনোটিই নয়

Ans : Education For All

(Q) নিম্নলিখিত কোটি কম্পিউটারের আউটপুট যন্ত্র?

  1. মাউস্
  2. কীবোর্ড
  3. প্রিন্টার
  4. স্ক্যানার

Ans : প্রিন্টার