View VSAQ Question

(Q) NPT কথাটির পূর্ণরূপ কী?

Ans : NPT-TREATY ON THE NON-PROLIFERATION OF NUCLEAR WEAPONS, পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রন চুক্তি

(Q) NIEO কথাটির পূর্ণরূপ কী?

Ans : NIEO - NEW INTERNATIONAL ECONOMIC ORDER.

(Q) দ্বি-মেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কী বোঝো?

Ans : ঠাণ্ডা লড়াইয়ের সময়কালে দুটি পরস্পর বিরোধী মহাশক্তিধর রাষ্ট্র সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করছে।

(Q) মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল?

Ans : মার্শাল পরিকল্পনার দুটি মূল উদ্দেশ্য হল- যুদ্ধবিধ্বস্ত ইউরোপের দেশগুলিকে অর্থসাহায্য দিয়ে তাদেরকে সোভিয়েত প্রভাব থেকে মুক্ত করা। ও মার্কিন অর্থ সাহায্যগ্রহণকারী দেশগুলিকে মার্কিন রাষ্ট্রজোটের অন্তর্ভুক্ত করা এবং তাদের বিদেশ নীতি নির্ধারণে আধিপত্য কায়েম করা।

(Q) পটসডাম সম্মেলনে যোগদানকারী দুইজন নেতার নাম করো।

Ans : জোসেফ স্ট্যালিন, প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং ক্লিমেন্ট অ্যাটলি।

(Q) THE MAKING OF FOREIGN POLICY' গ্রন্থটি কার লেখা?

Ans : THE MAKING OF FOREIGN POLICY' এর লেখক JAMES ROSENAU (জেমস রোজেনাউ)।

(Q) সার্কের যে কোনো একটি ত্রুটি উল্লেখ করো।

Ans : (১) সন্ত্রাসবাদি কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারে না. (২) ভারত সম্পর্কে সন্দেহ (৩) কখনো কখনো চীন নেপাল ভুটান বাংলা দেশ আঁতাত দেখা যায়।

(Q) লাহোর ঘোষণাপত্র কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

Ans : ভারত ও পাকিস্তানের মধ্যে কারাচিতে 'সিন্ধু জলবণ্টন চুক্তি' স্বাক্ষরিত হয়।

(Q) কোন্ প্রধানমন্ত্রী ভারতের পূর্বে তাকাও নীতির রূপকার?

Ans : পি. ভি. নরসিংহ রাও লুক ইস্ট নীতি বা পুবে তাকাও নীতির রূপকার (1991)।

(Q) সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী?

Ans : আন্তোনিও গুতেরেস পর্তুগালের নাগরিক জাতিসংঘের বর্তমান মহাসচিব হিসেবে।

(Q) জাতিপুঞ্জের অছি পরিষদের যে-কোনো দুটি কার্যাবলি লেখো।

Ans : জাতিপুঞ্জের দুটি কার্যাবলি- (১) যৌথ আত্মনির্ভরশীলতা ও সদস্যরাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা, (২) মানুষের মানবিক অধিকার ও মৌল স্বাধীনতা গুলি প্রতিষ্ঠা ও রক্ষা করা।

(Q) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম করো।

Ans : অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থা হল UNESCO, FAO

(Q) 'BIG FIVE' বা পঞ্চপ্রধান কাদের বলা হয়?

Ans : মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও গণপ্রজাতন্ত্রী চিন এই পাঁচটি দেশ 'BIG FIVE' বা বৃহৎ শক্তি নামে পরিচিত।

(Q) সম্মিলিত জাতিপুঞ্জের কোন্ দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে?

Ans : সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ জাতিপুঞ্জের সনদ সংশোধনে কাজ করে।

(Q) সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে কী বলা হয়?

Ans : সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে সনদ বলা হয়।

(Q) 'স্পিরিট অব দি লজ' গ্রন্থটি কার লেখা?

Ans : 'THE SPIRIT OF LAWS' গ্রন্থটির লেখক মন্টেস্কু।

(Q) 'ডুমা' কোন দেশের আইনসভা?

Ans : রাশিয়া

(Q) উত্তরাধিকার সূত্রে শাসন ব্যবস্থার যে কোনো একটি উদাহরণ দাও।

Ans : ইংল্যান্ড এর শাসন ব্যবস্থা

(Q) ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপালের যে কোনো একটি বিশেষাধিকার ও অব্যাহতি উল্লেখ করো।

Ans : আদালতে অভিযুক্ত না- হওয়ার অধিকার, বিচারের সময় জুরির দায়িত্ব থেকে অব্যাহতি।

(Q) ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কী?

Ans : রাজ্যসভায় সভাপতিত্ব করাই হল উপরাষ্ট্রপতির প্রধান কাজ। এছাড়া রাষ্ট্রপতির মৃত্যু, পদচ্যুতি বা পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতি পদের কার্যভার গ্রহণ করতে পারেন

(Q) 'কিচেন ক্যাবিনেট' বলতে কী বোঝো?

Ans : দ্রুত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের জন্য প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ দু-তিনজন মন্ত্রীকে নিয়ে ক্যাবিনেটের ভিতরেই আরও ক্ষুদ্র একটা সংস্থা গড়ে তোলেন একে 'কিচেন ক্যাবিনেট' বলে।

(Q) পৌরসভার একটি আয়ের উৎস লেখো।

Ans : পৌরসভার আওতাধীন বাড়িঘর, দালানকোঠা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের লাইসেন্স, পারমিট, সার্টিফিকেট থেকে পৌরসভা আয় করে থাকে।

(Q) ওয়ার্ড কমিটি কী?

Ans : বর্তমানে পৌরসভার অন্তর্ভুক্ত দুটি কমিটির একটি ওয়ার্ড কমিটি। তিন লক্ষ বা তার অধিক জনসংখ্যাবিশিষ্ট অঞ্চলের এক বা একাধিক ওয়ার্ড নিয়ে এই কমিটি গঠিত হয়। ওয়ার্ড কমিটিতে সর্বনিম্ন ৭ জন ও সর্বাধিক ১৭ জন সদস্য থাকতে পারে। এই কমিটি গঠনের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত পৌরসভা গ্রহণ করে। সাধারণত সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির সভাপতি ওয়ার্ডের কাউন্সিলার হন।

(Q) মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কী নামে পরিচিত?

Ans : কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কমিশনার নামে পরিচিত।

(Q) কোন্ সোভিয়েত নেতা 'শান্তিপূর্ণ সহাবস্থান'-এর কথা তুলে ধরেছিলেন?

Ans : নিকিতা ক্‌রুশ্চেভ শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন।

(Q) জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্কপ্রসূত?

Ans : জোট নিরপেক্ষ মতাদর্শ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মস্তিষ্কপ্রসূত।

(Q) সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল?

Ans : কাশ্মীর সমস্যা সমাধানের জন্য ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি সম্পাদিত হয়।

(Q) সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী?

Ans : সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তার নীতি হল বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে সমবেত হওয়া।

(Q) অছি পরিষদের একটি কাজ লেখো।

Ans : অছি অঞ্চল পরিদর্শন করা।

(Q) UNESCO কথাটির পূর্ণ রূপ কী?

Ans : The United Nations Educational, Scientific and cultural organization.

(Q) 'Spirit of Laws' গ্রন্থটি কার লেখা?

Ans : 'স্পিরিট অফ লজ' গ্রন্থটি মন্তেস্কুর লেখা।

(Q) আমলাতন্ত্র বলতে কী বোঝ?

Ans : শাসনকার্যে নিযুদ্ধ স্বামী অরাজনৈতিক প্রশাসকমন্ডলীকে বলা হয় আমলাতন্ত্র। (অন্যভাবে বললে, সরকারি উচ্চপদস্থ কর্মীদের আমলা বলা হয়। প্রশাসনিক কাজকর্ম আমাদের অংশগ্রহণকে সম্মিলিতভাবে আমলাতন্ত্র বলা হয়।)

(Q) অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলতে কী বোঝো?

Ans : আইনবিভাগ কর্তৃক অর্পিত ক্ষমতার ভিত্তিতে শাসনবিভাগ যে আইন রচনা করে, তাকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলা হয়।

(Q) ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কী?

Ans : ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম পঞ্চায়েত সমিতি।

(Q) বরো কমিটি কী?

Ans : বরো কমিটি হল পৌর এলাকায় এলাকা ভিত্তিক বিশেষ কমিটি। পাঁচ থেকে দশটি ওয়ার্ড নিয়ে একেকটি বরো গঠিত হয় এবং উক্ত ওয়ার্ডের কাউন্সিলরগণ সংশ্লিষ্ট বরো কমিটির সদস্য হন। বর্তমানে কলকাতা পৌরনিগমের 15 টি বরো কমিটি রয়েছো

(Q) পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস উল্লেখ করো।

Ans : 1. রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদান, 2. বিভিন্ন কর ও ও ফি বাবদ সংগৃহিত অর্থ।

(Q) ঠাণ্ডা যুদ্ধে গৃহীত যে-কোনো দুটি পদ্ধতির নাম লেখো।

Ans : বাকযুদ্ধ (War of words), কূটনীতি (Dilpomacy), মর্যাদার লড়াই (Prestige War), ছায়া যুদ্ধ (Proxy war)।

(Q) কিউবা সংকট কবে দেখা দেয়?

Ans : 1962 সালে

(Q) SALT-এর পূর্ণ রূপ কী?

Ans : Strategic Arms Limitation Talks (স্ট্র্যাটেজিক আর্মস্ লিমিটেশন টকস্ বা ট্রিটি।)

(Q) গ্লাসনস্ত কী?

Ans : সোভিয়েত রাশিয়া কর্তৃক গৃহীত বিশেষ একটি নীতি হল গ্লাসনস্ত। এর অর্থ হল মুক্তমনা (openness)। এর ফলে রাজনৈতিক ও সামাজিক বিষয়ে মুক্ত আলো অবারিত হযেছিল।

(Q) সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দিয়েছিলেন?

Ans : বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান

(Q) NIEO কী?

Ans : New International Economic order (নিউ ইন্টার্নেশনাল ইকনোমিক অর্ডার)। এর মাধমে জাতিসংঘের সম্মেলনের (1970) দ্বারা কিছু উন্নয়নশীল দেশে বৃদ্ধি, উন্নয়নে সহযোগিতা করা হয়।

(Q) ভেটো ক্ষমতা বলতে কী বোঝো?

Ans : সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী। সদস্য একটি বিশেষ ক্ষমতা ভোগ করে থাকে। এই ক্ষমতাবলে কোনো স্থায়ী সদস্যরাষ্ট্র যেকোনো প্রস্তাবে অসম্মতি জানালে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়। স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর এই বিশেষ ক্ষমতাকে ভেটো ক্ষমতা বলা হয়।

(Q) সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কী?

Ans : সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম সনদ বা চার্টার।

(Q) কাকে 'ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর' বলা হয়?

Ans : প্রধানমন্ত্রীকে "ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর" বলা হয়

(Q) রাষ্ট্রপতি তাঁর পদত্যাগ পত্র কার কাছে পেশ করেন?

Ans : ভারতের উপরাষ্ট্রপতির কাছে

(Q) রাজ্যপালের যোগ্যতা উল্লেখ করো।

Ans : তাঁকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে অন্তত 35 বছর বয়স্ক হতে হবে।

(Q) জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম লেখো।

Ans : জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস