View MCQ Question

(Q) ঠাণ্ডা লড়াইকে 'যুদ্ধের এক নয়া কৌশল' বলেছেন-

  1. ফ্রিডম্যান
  2. বার্নেট
  3. ফ্রাঙ্কেল
  4. ওয়াল্টার লিপম্যান

Ans : বার্নেট

(Q) 'দাতাঁত' একটি

  1. ফরাসি শব্দ
  2. ল্যাটিন শব্দ
  3. গ্রিক শব্দ
  4. ইংরেজি শব্দ

Ans : ফরাসি শব্দ

(Q) SALT-II স্বাক্ষরিত হয় কোন্ সালে?

  1. 1963
  2. 1968
  3. 1973
  4. 1979

Ans : 1979

(Q) "জাতীয় স্বার্থ হলো পররাষ্ট্রনীতির মুখ্য বিষয়" - কে বলেছেন?

  1. কে. জে. হোলস্টি
  2. জে. ফ্রাঙ্কেল
  3. পামার ও পারকিন্স
  4. হ্যান্স জে. মর্গেনথাউ

Ans : হ্যান্স জে. মর্গেনথাউ

(Q) সার্ক (SAARC)-এর স্থায়ী সচিবালয় অবস্থিত

  1. নয়া দিল্লিতে
  2. ঢাকায়
  3. কাঠমান্ডুতে
  4. কলম্বোতে

Ans : কাঠমান্ডুতে

(Q) কোন্ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে 'লাহোর ঘোষণাপত্র' স্বাক্ষরিত হয়?

  1. 1995
  2. 1997
  3. 1998
  4. 1999

Ans : 1999

(Q) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সংখ্যা হলো

  1. 6
  2. 8
  3. 9
  4. 10

Ans : 10

(Q) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন?

  1. এক-তৃতীয়াংশ
  2. দুই-তৃতীয়াংশ
  3. অর্ধেক
  4. এদের কোনোটিই নয়

Ans : এদের কোনোটিই নয়

(Q) সম্মিলিত জাতিপুঞ্জের 193 তম সদস্য রাষ্ট্র হলো

  1. বুরুন্ডি
  2. ক্যামেরুন
  3. পূর্ব তিমুর
  4. দক্ষিণ সুদান

Ans : দক্ষিণ সুদান

(Q) আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল হলো

  1. 2 বছর
  2. 5 বছর
  3. 7 বছর
  4. 9 বছর

Ans : 9 বছর

(Q) এককক্ষবিশিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন

  1. বেন্থাম
  2. লর্ড ব্রাইস
  3. জন স্টুয়ার্ট মিল
  4. হেনরি মেইন

Ans : বেন্থাম

(Q) সবচেয়ে ক্ষমতাশালী বিচারবিভাগ রয়েছে

  1. ব্রিটেনে
  2. ভারতে
  3. মার্কিন যুক্তরাষ্ট্রে
  4. চিনে

Ans : মার্কিন যুক্তরাষ্ট্রে

(Q) ব্রিটেনের আইনসভার উচ্চ কক্ষের নাম হলো

  1. লর্ডসভা
  2. কমন্স সভা
  3. সেনেট
  4. জনপ্রতিনিধি সভা

Ans : লর্ডসভা

(Q) একক পরিচালকের একটি উদাহরণ হলো

  1. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি
  2. সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় সরকার
  3. ভারতের রাষ্ট্রপতি
  4. ব্রিটেনের রাজা বা রানি

Ans : সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় সরকার

(Q) 'Commentaries on the Laws of England' বইটি কার লেখা?

  1. হ্যারিংটন
  2. ব্ল‍্যাকস্টোন
  3. বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
  4. আর. এম. ম্যাকাইভার

Ans : ব্ল‍্যাকস্টোন

(Q) "পার্লামেন্ট একটি খেলার বস্তু" -কে বলেছেন?

  1. বেনিটো মুসোলিনী
  2. এডল্ফ হিটলার
  3. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
  4. যোসেফ স্ট্যালিন

Ans : বেনিটো মুসোলিনী

(Q) ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন

  1. দ্রৌপদী মুর্মু
  2. প্রতিভা পাটিল
  3. সরোজিনী নাইডু
  4. ইন্দিরা গান্ধী

Ans : প্রতিভা পাটিল

(Q) পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য থাকা যায়

  1. 1 মাস
  2. 6 মাস
  3. 1 বছর
  4. 5 বছর

Ans : 6 মাস

(Q) অর্থবিলকে রাজ্যসভা আটকে রাখতে পারে সর্বাধিক

  1. 7 দিন
  2. 14 দিন
  3. 1 মাস
  4. 6 মাস

Ans : 14 দিন

(Q) লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন?

  1. জি. ভি. মভলঙ্কর
  2. মীরা কুমার
  3. সুকুমার সেন
  4. সোমনাথ চ্যাটার্জী

Ans : জি. ভি. মভলঙ্কর

(Q) পঞ্চায়েত ব্যবস্থায় তপশিলী জাতি, উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় ______ সংশোধনী আইন অনুসারে।

  1. 70 তম
  2. 71 তম
  3. 72 তম
  4. 73 তম

Ans : 73 তম

(Q) স-পরিষদ মেয়রের সদস্য সংখ্যা কত?

  1. 10 জন
  2. 12 জন
  3. 15 জন
  4. 20 জন

Ans : 12 জন

(Q) গ্রাম পঞ্চায়েতের প্রধান তাঁর পদত্যাগ পত্র পেশ করেন

  1. মুখ্যমন্ত্রীর কাছে
  2. মহকুমা শাসকের কাছে
  3. জেলা শাসকের কাছে
  4. ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে

Ans : ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে

(Q) কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয়

  1. অল্ডারম্যান
  2. কমিশনার
  3. মেয়র
  4. কাউন্সিলার

Ans : কাউন্সিলার

(Q) প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল

  1. প্রথম বিশ্বযুদ্ধে
  2. দ্বিতীয় বিশ্বযুদ্ধে
  3. ঠাণ্ডা লড়াইয়ে
  4. ভারত-পাক যুদ্ধে

Ans : ঠাণ্ডা লড়াইয়ে

(Q) জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-

  1. বান্দুং-এ
  2. বেলগ্রেডে
  3. কলম্বোয়
  4. নিউ ইয়র্কে

Ans : বেলগ্রেডে

(Q) SALT-I স্বাক্ষরিত হয়েছিল-

  1. 1972 সালে
  2. 1963 সালে
  3. 1968 সালে
  4. 1973 সালে

Ans : 1972 সালে

(Q) পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়-

  1. 1952 সালে
  2. 1953 সালে
  3. 1954 সালে
  4. 1956 সালে

Ans : 1954 সালে

(Q) সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন-

  1. উ. থান্ট
  2. ট্রিগভি লি
  3. কোফি আন্নান
  4. বান কি মুন

Ans : ট্রিগভি লি

(Q) সার্ক (SAARC)-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-

  1. দিল্লীতে
  2. ইসলামাবাদে
  3. ঢাকায়
  4. কলম্বোতে

Ans : ঢাকায়

(Q) 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল-

  1. 2005 সালে
  2. 2007 সালে
  3. 2009 সালে
  4. 2011 সালে

Ans : 2007 সালে

(Q) সম্মিলিত জাতিপুঞ্জে 'শান্তির জন্য ঐক্য' প্রস্তাব গৃহীত হয়েছিল-

  1. নভেম্বর 3, 1945
  2. নভেম্বর 3, 1950
  3. এপ্রিল 4, 1953
  4. জুন 4, 1955

Ans : নভেম্বর 3, 1950

(Q) জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল-

  1. ডাম্বারটন ওকস্ সম্মেলনে
  2. ইয়াল্টা সম্মেলনে
  3. সানফ্রান্সিসকো সম্মেলনে
  4. ওয়াশিংটন ঘোষণায়

Ans : সানফ্রান্সিসকো সম্মেলনে

(Q) আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হল-

  1. তিনটি
  2. চারটি
  3. পাঁচটি
  4. ছয়টি

Ans : তিনটি

(Q) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসৃত হয়-

  1. ব্রিটেনে
  2. ভারতে
  3. জাপানে
  4. মার্কিন যুক্তরাষ্ট্রে

Ans : মার্কিন যুক্তরাষ্ট্রে

(Q) আমলাতন্ত্র হল ___________ শাসন।

  1. স্থায়ী
  2. অস্থায়ী
  3. একক
  4. বহু

Ans : স্থায়ী

(Q) "স্বাধীনতার রক্ষার জন্য দ্বিতীয় কক্ষ প্রয়োজনীয়"-বলেছেন-

  1. লর্ড অ্যাক্টন
  2. ওপেনহাইম
  3. গার্নার
  4. বেন্থাম

Ans : লর্ড অ্যাক্টন

(Q) বহুপরিচালক বিশিষ্ট শাসনব্যবস্থার উদাহরণ হল-

  1. গ্রেট ব্রিটেন
  2. ভারত
  3. ফ্রান্স
  4. সুইজারল্যান্ড

Ans : সুইজারল্যান্ড

(Q) দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন-

  1. জে. এস. মিল
  2. হেগেল
  3. বার্কার
  4. ফাইনার

Ans : জে. এস. মিল

(Q) "ন্যায় বিচারের দ্বীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার" এ কথা বলেছেন-

  1. সেজউইক
  2. বাকার
  3. লর্ড ব্রাইস
  4. জে. এস, মিল

Ans : লর্ড ব্রাইস

(Q) "সোনার খাঁচায় আবদ্ধ পাখী হলেন রাজ্যপাল"- বলেছেন-

  1. সরোজিনী নাইডু
  2. রাজা রামমোহন রায়
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. মহাত্মা গান্ধী

Ans : সরোজিনী নাইডু

(Q) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা পদ্ধতিকে বলা হয়-

  1. ইমপিচমেন্ট
  2. ভেটো
  3. কোটা
  4. কোরাম

Ans : কোটা

(Q) রাজ্যসভায় সভাপতিত্ব করেন-

  1. রাষ্ট্রপতি
  2. উপ-রাষ্ট্রপতি
  3. স্পিকার
  4. প্রধানমন্ত্রী

Ans : উপ-রাষ্ট্রপতি

(Q) 'জিরো আওয়ার' বলতে সময় বোঝানো হয়-

  1. সকাল 11 টা থেকে দুপুর 12 টা
  2. দুপুর 12 টা থেকে দুপুর ১ টা
  3. বিকাল 4 টা থেকে বিকাল 5 টা
  4. বিকাল 5 টা থেকে সন্ধ্যা 6 টা

Ans : দুপুর 12 টা থেকে দুপুর ১ টা

(Q) জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন-

  1. সভাধিপতি
  2. সভাপতি
  3. প্রধান
  4. কোনোটিই নয়

Ans : কোনোটিই নয়

(Q) কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হল-

  1. 144
  2. 142
  3. 135
  4. 152

Ans : 144

(Q) পশ্চিমবঙ্গের প্রথম পৌরনিগম কোনটি?

  1. কলকাতা পৌরনিগম
  2. চন্দননগর পৌরনিগ
  3. হাওড়া পৌরনিগম
  4. কোনোটিই নয়

Ans : কলকাতা পৌরনিগম

(Q) ত্রিস্তর পঞ্চায়েত আইন পাশ হয় ________ সালে।

  1. 1970
  2. 1971
  3. 1972
  4. 1973

Ans : 1973

(Q) প্রতিটি গ্রাম পঞ্চায়েত জন সদস্য নিয়ে গঠিত

  1. 5-30
  2. 5-10
  3. 10-30
  4. 10-20

Ans : 5-30

(Q) জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন-

  1. BDO
  2. SDO
  3. DM
  4. সভাধিপতি

Ans : সভাধিপতি

(Q) ভারতে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাশ হয় _________ সালে।

  1. 1970
  2. 1971
  3. 1972
  4. 1973

Ans : 1973

(Q) কলকাতা পৌরনিগমের নির্বাচিত সদস্যদের বলা হয়-

  1. সদস্য
  2. কমিশনার
  3. মেয়র
  4. কাউন্সিলার

Ans : কাউন্সিলার

(Q) বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয়-

  1. 18 বছর
  2. 25 বছর
  3. 30 বছর
  4. 35 বছর

Ans : 25 বছর

(Q) কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে ___________ এর কাছে।

  1. পার্লামেন্ট
  2. লোকসভা
  3. রাজ্যসভা
  4. সুপ্রিমকোর্ট

Ans : লোকসভা

(Q) ভারতবর্ষে এখনও পর্যন্ত কোন ধরনের জরুরী অবস্থা জারী হয় নি?

  1. জাতীয় জরুরী অবস্থা
  2. রাজ্যে অচলাবস্থাজনিত জরুরী অবস্থা
  3. আর্থিক সংকটাবস্থাজনিত জরুরী অবস্থা
  4. অধ্যাদেশ

Ans : আর্থিক সংকটাবস্থাজনিত জরুরী অবস্থা

(Q) রাজাপালকে 'সোনার খাঁচায় বন্দি পাখি' বলেছেন-

  1. নেহেরু
  2. পাইলি
  3. সরোজিনী নাইডু
  4. রবীন্দ্রনাথ ঠাকুর

Ans : সরোজিনী নাইডু

(Q) বহু পরিচালক বিশিষ্ট শাসনব্যবস্থার উদাহরণ হল-

  1. গ্রেট ব্রিটেন
  2. ভারত
  3. ফ্রান্স
  4. সুইজারল্যান্ড

Ans : সুইজারল্যান্ড

(Q) প্রকৃত শাসক হল-

  1. ব্রিটেনের রাজা বা রানী
  2. ভারতের রাষ্ট্রপতি
  3. ভারতের প্রধানমন্ত্রী
  4. এদের কেউই নন

Ans : ভারতের প্রধানমন্ত্রী

(Q) এক কক্ষবাদ-এর সমর্থক হলেন-

  1. ল্যাঙ্কি
  2. জে. এস. মিল
  3. লর্ড অ্যাক্টন
  4. লড ব্রাইস

Ans : ল্যাঙ্কি

(Q) 'ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার।' একথা বলেছেন-

  1. মার্কস
  2. গেটেল
  3. লর্ড ব্রাইস
  4. গার্নার

Ans : লর্ড ব্রাইস

(Q) "উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর।" বলেছেন-

  1. ফাইনার
  2. লাঙ্কি
  3. হেগেল
  4. আবে সিঁয়ে

Ans : আবে সিঁয়ে

(Q) আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপীল আদালত হিসেবে কাজ করে-

  1. মার্কিন যুক্তরাষ্ট্রে
  2. ব্রিটেনে
  3. ভারতে
  4. ফ্রান্সে

Ans : মার্কিন যুক্তরাষ্ট্রে

(Q) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল-

  1. 5
  2. 10
  3. 15
  4. 20

Ans : 5

(Q) জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে-এর দ্বারা নির্বাচিত হন।

  1. সাধারণ সভা
  2. জাতিসংঘ
  3. আন্তর্জাতিক বিচারালয়
  4. অছি পরিষদ

Ans : সাধারণ সভা

(Q) 'সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন-

  1. অস্টিন
  2. গেটেল
  3. গুডরিচ
  4. সুম্যান

Ans : অস্টিন

(Q) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন?

  1. এক-তৃতীয়াংশ
  2. দুই-তৃতীয়াংশ
  3. অর্ধেক
  4. এদের কোনোটিই নয়

Ans : এক-তৃতীয়াংশ

(Q) "সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতিই হল পররাষ্ট্রনীতি", বলেছেন-

  1. এফ. এইচ. হার্টম্যান
  2. জোসেফ ফ্রাঙ্কেল
  3. কে. জে. হলস্টি
  4. সি. ভি. ক্রাব

Ans : এফ. এইচ. হার্টম্যান

(Q) সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?

  1. দিল্লী
  2. ঢাকা
  3. কাঠমাণ্ডু
  4. ইসলামাবাদ

Ans : কাঠমাণ্ডু

(Q) মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়-

  1. 1945 খ্রিস্টাব্দে
  2. 1947 খ্রিস্টাব্দে
  3. 1949 খ্রিস্টাব্দে
  4. 1951 খ্রিস্টাব্দে

Ans : 1947 খ্রিস্টাব্দে

(Q) পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

  1. ভারত ও বাংলাদেশ
  2. ভারত ও চীন
  3. ভারত ও পাকিস্তান
  4. পাকিস্তান ও শ্রীলঙ্কা

Ans : ভারত ও চীন

(Q) 'ওয়ারশ চুক্তি' গঠিত হয় কার উদ্যোগে?

  1. মার্কিন যুক্তরাষ্ট্র
  2. গ্রেট ব্রিটেন
  3. সোভিয়েত ইউনিয়ন
  4. ভারত

Ans : সোভিয়েত ইউনিয়ন

(Q) 'ঠাণ্ডা লড়াই' শব্দটি প্রথম ব্যবহার করেন-

  1. বার্নার্ড বারুচ
  2. ট্রুমান
  3. চার্চিল
  4. গাচেভ

Ans : বার্নার্ড বারুচ