View MCQ Question

(Q) কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে

  1. ইস্ট্রোজেন
  2. LH এবং FSH
  3. প্রোল্যাকটিন
  4. প্রোজেস্টেরন

Ans : প্রোজেস্টেরন

(Q) অ্যামনিওসেনটেসিসের মাধ্যমে নীচের কোন্ রোগটি শনাক্ত করা যায়?

  1. ম্যালেরিয়া
  2. যক্ষ্মা
  3. ডাউন সিনড্রোম
  4. স্কার্ভি

Ans : ডাউন সিনড্রোম

(Q) নিচের কোন্ রোগটি যৌন সংসর্গের মাধ্যমে বিস্তার লাভ করতে পারে?

  1. COVID-19
  2. টাইফয়েড
  3. হেপাটাইটিস-বি
  4. কলেরা

Ans : হেপাটাইটিস-বি

(Q) টারনার সিনড্রোমে কোন্ ধরনের যৌন ক্রোমোজোমগত সজ্জা দেখা যায়?

  1. XXY
  2. XXX
  3. XY
  4. XO

Ans : XO

(Q) মেন্ডেলীয় দ্বিসংকর জননে টেস্ট ক্রশের ফেনোটাইপিক অনুপাত হল

  1. 9:3:3:1
  2. 1:1:1:1
  3. 1:1
  4. 3:1

Ans : 1:1:1:1

(Q) নিচের কোনটি ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড নয়?

  1. dAMP
  2. dGMP
  3. dCMP
  4. UMP

Ans : UMP

(Q) ট্রান্সক্রিপশান্ প্রক্রিয়ার কোন্ দশায় Rho-protein-এর ভূমিকা আছে?

  1. প্রারম্ভিক দশা
  2. সম্প্রসারণ দশা
  3. সমাপ্তি দশা
  4. এদের কোনোটিই নয়

Ans : সমাপ্তি দশা

(Q) অ্যানথ্রাক্স রোগে সাধারণত আক্রান্ত হয়

  1. গবাদি পশু
  2. মাছ
  3. পোলট্রি পাখি
  4. মৌমাছি

Ans : গবাদি পশু

(Q) নিচের কোনটি সহজাত অনাক্রম্যতার জন্য দায়ী নয়?

  1. প্লীহা
  2. পাকস্থলীতে HCI
  3. ত্বক
  4. T-লিম্ফোসাইট

Ans : T-লিম্ফোসাইট

(Q) নীচের কোনটি ট্রান্সজেনিক প্রক্রিয়ায় উৎপন্ন গোল্ডেন রাইসে বেশী পরিমাণে থাকে?

  1. মিথিওনিন
  2. সেরিন
  3. লাইসিন
  4. ক্যারোটিন

Ans : ক্যারোটিন

(Q) উদ্ভিদে বিভিন্ন জিনের অনুপ্রবেশ করানোর জন্য নীচের কোন্ ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়?

  1. Agrobacterium tumefaciens
  2. Bacillus thuringiensis
  3. Escherichia coli
  4. এদের সবকটি

Ans : Agrobacterium tumefaciens

(Q) জু-প্ল্যাংকটন হল

  1. পরজীবী
  2. প্রাথমিক খাদক
  3. গৌণ খাদক
  4. প্রগৌণ খাদক

Ans : প্রাথমিক খাদক

(Q) নিচের কোনটি ইন-সিটু (in situ) সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট নয়?

  1. স্যাংচুয়ারি
  2. উদ্ভিদ উদ্যান (Botanical Garden)
  3. জাতীয় উদ্যান (National Park)
  4. বায়োস্ফিয়ার রিজার্ভ

Ans : উদ্ভিদ উদ্যান (Botanical Garden)

(Q) জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য হল

  1. পুরু কিউটিকল
  2. নিমজ্জিত পত্ররন্ধ্র
  3. (a) ও (b) উভয়ই
  4. এদের কোনোটিই নয়

Ans : (a) ও (b) উভয়ই