View VSAQ Question

(Q) সালফারকে বাতাসে পোড়ানোর ফলে ঝাঁজালো গন্ধযুক্ত কোন্ গ্যাস উৎপন্ন হয়?
অথবা, সালফারের একটি রাসায়নিক ধর্ম উল্লেখ করো।

Ans : সালফারকে বাতাসে পোড়ালে ঝাঁজালো গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড (SO2) গ্যাস উৎপন্ন হবে।
রাসায়নিক সমীকরণ: S + O2 → SO2

(Q) পদার্থের ক-টি অবস্থা?

Ans : পদার্থের তিনটি অবস্থা।

(Q) কোনো কঠিনকে খোলা হাওয়ায় উত্তপ্ত করলে তরল অবস্থা পাওয়া যাচ্ছে না এমন দুটো পদার্থের উদাহরণ দাও।

Ans : কপূর, নিশাদল-এর ক্ষেত্রে তরল অবস্থা থাকে না।

(Q) চৌম্বক ধর্ম বর্তমান এমন কয়েকটি ধাতুর নাম লেখো।

Ans : লোহা, কোবাল্ট, নিকেল ইত্যাদি ধাতুর চৌম্বক ধর্ম বর্তমান।

(Q) ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের বর্ণ কীরূপ?

Ans : ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের বর্ণ কালো।

(Q) গ্রিন ভিট্রিয়ল কী?

Ans : ফেরাস সালফেট (FeSO4.7H2O)-কে গ্রিন ভিট্রিয়ল বলে।

(Q) প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত?

Ans : প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক 100°C

(Q) একটি গ্যাসে জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করালে গ্যাসটি নীল শিখাসহ জ্বলে। গ্যাসটির নাম কী?

Ans : গ্যাসটি হল হাইড্রোজেন।

(Q) মৌলের সবচেয়ে শক্ত রূপভেদের নাম লেখো।

Ans : মৌলের সবচেয়ে শক্ত রূপভেদ হল হীরক

(Q) এটি তরল পদার্থ কিন্তু রুপোর মতো চকচক করে, পদার্থটি কী?

Ans : পদার্থটি হল পারদ।

(Q) একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো।

Ans : হিলিয়াম (He) একটি নিষ্ক্রিয় গ্যাস।

(Q) কীভাবে H2S গ্যাসকে শনাক্ত করা যায়?
অথবা, হাইড্রোজেন সালফাইডের গন্ধ কীরূপ?

Ans : পচা ডিমের মতো গন্ধের দ্বারা হাইড্রোজেন সালফাইড গ্যাসকে শনাক্ত করা যায়।

(Q) একটি তাপ ও তড়িতের সুপরিবাহী অধাতুর নাম লেখো।

Ans : গ্রাফাইট অথবা গ্যাস কার্বন।

(Q) সবচেয়ে নমনীয় ধাতুটির নাম লেখো।

Ans : সোনা সবচেয়ে নমনীয় ধাতু।

(Q) লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে জিংকের টুকরো যোগ করলে কোন্ গ্যাস উৎপন্ন হয়?

Ans : লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে জিংকের টুকরো যোগ করলে হাইড্রোজেন (H2) গ্যাস উৎপন্ন হবে।

(Q) নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের বর্ণ কীরূপ?

Ans : নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের বর্ণ বাদামি।

(Q) প্রস্রাবাগারে যে ঝাঁজালো গন্ধটি পাওয়া যায় সেটি কোন্ গ্যাসের গন্ধ?

Ans : প্রস্রাবাগারে যে ঝাঁজালো গন্ধটি পাওয়া যায় সেটি অ্যামোনিয়া গ্যাসের গন্ধ।

(Q) লোহা ছাড়া চৌম্বক ধর্ম আছে এমন একটি ধাতুর নাম লেখো।

Ans : লোহা ছাড়া চৌম্বক ধর্ম আছে এমন একটি ধাতু হল নিকেল।

(Q) সবচেয়ে হালকা ধাতুর নাম কী?

Ans : লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু।

(Q) জলের সংস্পর্শে জ্বলে ওঠে এমন দুটি ধাতুর নাম লেখো।

Ans : সোডিয়াম ও পটাশিয়াম ধাতু জলের সংস্পর্শে জ্বলে ওঠে।

(Q) প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক কত?

Ans : প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক 0°C।

(Q) সালফার ডাইঅক্সাইডকে জলের সঙ্গে মেশালে কোন্ অ্যাসিড উৎপন্ন হবে?

Ans : সালফার ডাইঅক্সাইডকে জলের সঙ্গে মেশালে সালফিউরাস অ্যাসিড (H2SO3) উৎপন্ন হবে।

(Q) একটি পদার্থের নাম লেখো যা কার্বন ডাইসালফাইডে সম্পূর্ণরূপে দ্রবীভূত হলেও জলে সামান্য দ্রবীভূত হয়।

Ans : কপূর এমন একটি পদার্থ যা কার্বন ডাইসালফাইডে সম্পূর্ণরূপে দ্রবীভূত হলেও জলে সামান্য পরিমাণে দ্রবীভূত হয়।

(Q) তাপ প্রয়োগ করার ফলে ঊর্ধ্বপাতিত হয় এমন কয়েকটি কঠিন পদার্থের উদাহরণ দাও।

Ans : তাপ প্রয়োগ করার ফলে ঊর্ধ্বপাতিত হয় এমন কয়েকটি কঠিন পদার্থের উদাহরণ হল কর্পূর, ন্যাপথলিন, অ্যামোনিয়াম ক্লোরাইড ইত্যাদি।

(Q) একটি গ্যাসজারে গ্যাস আছে। গ্যাসজারের মুখ খুললে দেখা যায় বাদামি বর্ণের গ্যাস নির্গত হচ্ছে। ওই গ্যাসটির নাম কী?

Ans : গ্যাসটির নাম নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2)।

(Q) নাইট্রিক অক্সাইড (NO) এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2) গ্যাস দুটিকে কোন্ ভৌত ধর্মের সাহায্যে শনাক্ত করবে?

Ans : NO বর্ণহীন কিন্তু NO2 গ্যাস বাদামি বর্ণের, তাই বর্ণের পার্থক্য দ্বারা এদের শনাক্ত করা যায়।

(Q) কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে ক্রিয়াশীল আন্তরাণবিক আকর্ষণ বলের তুলনা করো।

Ans : আন্তরাণবিক আকর্ষণ বলের পরিমাণের ক্রম হল:
কঠিন পদার্থ > তরল পদার্থ > গ্যাসীয় পদার্থ।

(Q) দুটি বর্ণহীন তরল জল ও গ্লিসারিনের মধ্যে কোনটি গ্লিসারিন তা স্পর্শ দ্বারা কীভাবে শনাক্ত করবে?

Ans : দুটি বর্ণহীন তরল জল ও গ্লিসারিনের মধ্যে যেটিকে স্পর্ণ করলে চটচটে মনে হবে, সেটিই গ্লিসারিন।

(Q) অ্যাসিটোন ও ক্লোরোফর্মের স্ফুটনাঙ্ক কত?

Ans : অ্যাসিটোন ও ক্লোরোফর্মের স্ফুটনাঙ্ক যথাক্রমে 56°C ও 61°C

(Q) কেরোসিন ও জলের মধ্যে তুঁতের গুঁড়ো কোনটিতে দ্রাব্য?

Ans : কেরোসিন ও জলের মধ্যে তুঁতের গুঁড়ো জলে দ্রাব্য।

(Q) লোহা ও রুপোর গলনাঙ্ক কত?

Ans : লোহা ও রুপোর গলনাঙ্ক যথাক্রমে 1530°C ও 962°C।

(Q) এমন কয়েকটি পদার্থের উদাহরণ দাও যারা জলে দ্রবীভূত হয় কিন্তু কেরোসিন, পেট্রোল ও কার্বন ডাইসালফাইডে অদ্রাব্য।

Ans : পদার্থগুলি হল চিনি, নুন, তুঁতে বা ব্লু ভিট্রিয়ল।

(Q) একটি পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় তিনটি অবস্থার মধ্যে কোনটিতে আণবিক শৃঙ্খল সবচেয়ে বেশি? কোনটিতে অণুদের মধ্যে গড় দূরত্ব সর্বাধিক?

Ans : পদার্থের কঠিন অবস্থায় আণবিক শৃঙ্খল সবচেয়ে বেশি হয় আবার গ্যাসীয় অবস্থায় অণুদের মধ্যে গড় দূরত্ব সর্বাধিক হয়।

(Q) নিশাদলের রাসায়নিক নাম ও সংকেত লেখো।

Ans : অ্যামোনিয়াম ক্লোরাইড (NH4CI)।