View MCQ Question

(Q) মোমবাতির দহন হল-

  1. রাসায়নিক পরিবর্তন
  2. ভৌত পরিবর্তন
  3. উভমুখী পরিবর্তন
  4. A ও B উভয়ই

Ans : A ও B উভয়ই

(Q) লালচে বাদামি বর্ণের পদার্থ হল-

  1. হাইড্রোজেন
  2. পারদ
  3. তামা
  4. ক্লোরিন

Ans : তামা

(Q) লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিংকের বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয়-

  1. অক্সিজেন
  2. কার্বন ডাইঅক্সাইড
  3. হাইড্রোজেন
  4. নাইট্রোজেন

Ans : হাইড্রোজেন

(Q) ঝাঁজালো গন্ধযুক্ত গ্যাস হল-

  1. হাইড্রোজেন সালফাইড
  2. অ্যামোনিয়া
  3. হাইড্রোজেন
  4. অক্সিজেন

Ans : অ্যামোনিয়া

(Q) কোনটি ভৌত ধর্ম নয়?

  1. স্ফুটনাঙ্ক
  2. দ্রাব্যতা
  3. চৌম্বক ধর্ম
  4. তড়িৎক্রিয়া

Ans : দ্রাব্যতা

(Q) কোনটি রাসায়নিক ধর্ম নয়?

  1. বায়ুর ক্রিয়া
  2. গলনাঙ্ক
  3. জলের ক্রিয়া
  4. ক্ষারকের ক্রিয়া

Ans : গলনাঙ্ক

(Q) কোনটি রাসায়নিক পরিবর্তন নয়?

  1. সালফারকে বাতাসে পোড়ানো
  2. ফিলামেন্টে ব্যবহৃত টাংস্টেনের তার উচ্চ উষ্ণতায় আলো বিকিরণ করে
  3. চাল ভেজে মুড়ি তৈরি
  4. মোমবাতির দহন

Ans : ফিলামেন্টে ব্যবহৃত টাংস্টেনের তার উচ্চ উষ্ণতায় আলো বিকিরণ করে

(Q) কোনটি রাসায়নিক পরিবর্তন নয়?

  1. চাল থেকে মুড়ি
  2. লোহায় মরচে পড়া
  3. বুনসেন শিখায় প্ল্যাটিনাম তার থেকে উজ্জ্বল আলো বেরোনো
  4. অরণ্যে দাবানলের সৃষ্টি

Ans : বুনসেন শিখায় প্ল্যাটিনাম তার থেকে উজ্জ্বল আলো বেরোনো

(Q) হাইড্রোজেনের গন্ধ-

  1. নেই
  2. ঝাঁজালো
  3. মিষ্টি
  4. পচা ডিমের মতো

Ans : নেই

(Q) কেরোসিন, সরষের তেল, নারকেল তেল শনাক্তকরণ করা যায় কোন্ ভৌত ধর্মের সাহায্যে?

  1. গন্ধ
  2. বর্ণ
  3. স্পর্শ
  4. স্বাদ

Ans : গন্ধ

(Q) জল ও গ্লিসারিনকে চেনা যায় কোন্ ভৌত ধর্মের সাহায্যে?

  1. গন্ধ
  2. বর্ণ
  3. স্পর্শ
  4. স্বাদ

Ans : স্পর্শ

(Q) ন্যাপথলিন এবং কর্পূরকে শনাক্ত করবে কোন্ ভৌত ধর্মের সাহায্যে?

  1. বর্ণ
  2. স্বাদ
  3. গন্ধ
  4. স্পর্শ

Ans : গন্ধ

(Q) কার্বন ডাইসালফাইডে দ্রাব্য-

  1. সালফার
  2. চিনি
  3. তুঁতের গুঁড়ো
  4. নূন

Ans : সালফার

(Q) পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটি হল-

  1. হাইড্রোজেন সালফাইড
  2. অ্যামোনিয়া
  3. হাইড্রোজেন
  4. ক্লোরিন

Ans : হাইড্রোজেন সালফাইড

(Q) কোন্ ভৌত ধর্মের সাহায্যে H2 ও H2S গ্যাস শনাক্ত করা যায়?

  1. বর্ণ
  2. স্পর্শ
  3. গন্ধ
  4. স্বাদ

Ans : গন্ধ

(Q) চুম্বক দ্বারা আকৃষ্ট হয়-

  1. দস্তা
  2. তামা
  3. কোবাল্ট
  4. রূপো

Ans : কোবাল্ট

(Q) পেট্রোলে দ্রাব্য একটি পদার্থ হল-

  1. চিনি
  2. নুন
  3. কপূর
  4. সালফার

Ans : কপূর

(Q) বাদামি বর্ণের গ্যাস-

  1. NO2
  2. H2
  3. O2
  4. CO2

Ans : NO2

(Q) জিংক ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন বর্ণহীন গ্যাস হল-

  1. O2
  2. N2
  3. CO2
  4. H2

Ans : H2

(Q) সোডিয়ামকে জলে যোগ করা হলে-

  1. H₂ গ্যাস উৎপন্ন হয়
  2. প্রচণ্ড তাপ উৎপন্ন হয়
  3. খুব দ্রুত বিক্রিয়া ঘটে
  4. সবকটিই সঠিক

Ans : সবকটিই সঠিক

(Q) সাধারণত ভৌত অবস্থা অনুযায়ী পদার্থ কতপ্রকার?

  1. এক
  2. দুই
  3. তিন
  4. চার

Ans : তিন

(Q) কোনটি তাপমোচী রাসায়নিক পরিবর্তন-

  1. পোড়াচুনের গুঁড়ো জলের মধ্যে যোগ করা হল
  2. ম্যাগনেশিয়ামের তার তীব্রভাবে উত্তপ্ত করা হল
  3. Na ধাতুকে জলের সংস্পর্শে আনা হল
  4. সবকটিই

Ans : সবকটিই

(Q) নীচের কোন্ পদার্থটি ঊর্ধ্বপাতিত হয়?

  1. বরফ
  2. নিশাদল
  3. মোম
  4. তামা

Ans : নিশাদল

(Q) তাপগ্রহণের ফলে পদার্থের কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে বলে-

  1. ঘনীভবন
  2. স্ফুটন
  3. ঊর্ধ্বপাতন
  4. বাষ্পীভবন

Ans : ঊর্ধ্বপাতন

(Q) ঊর্ধ্বপাতিত হয় না এমন একটি পদার্থ হল-

  1. কপূর
  2. অ্যামোনিয়াম ক্লোরাইড
  3. জল
  4. আয়োডিন

Ans : জল

(Q) চিনিকে উত্তপ্ত করলে এর বর্ণ হয়-

  1. লাল
  2. সবুজ
  3. কালো
  4. বেগুনি

Ans : কালো