View MCQ Question

(Q) 5 m ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে 100 µC তড়িতাধান অবস্থিত। একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করাতে সম্পাদিত কার্য করতে হবে-

  1. 500 J
  2. 20 J
  3. 0.05 J
  4. 0 J

Ans : 0 J

(Q) একটি ধারকের ধারকত্ব 2×10-6 F এবং বিভব 200 V । এটিকে সম্পূর্ণ রূপে অনাহিত করলে মুক্ত হওয়া শক্তির পরিমাণ হবে-

  1. 0.02 J
  2. 0.04 J
  3. 0.08 J
  4. 0.16 J

Ans : 0.04 J

(Q) 100°C উষ্ণতায় একটি বাল্বের ফিলামেন্টের রোধ 100 Ω। যদি রোধের উষ্ণতা গুণাঙ্কের মান 0.005/°C হয়, তাহলে কোন্ উষ্ণতায় রোধটির মান 200 Ω হবে?

  1. 200 °C
  2. 300 °C
  3. 400 °C
  4. 500 °C

Ans : 400 °C

(Q) একটি তড়িৎবাহী দীর্ঘ ঋজু তার বহিঃস্থ সুষম চৌম্বকক্ষেত্রের সঙ্গে θ কোণ করে রাখা আছে। তারটি সর্বোচ্চ বল অনুভব করবে যদি ________ হয়।

  1. θ = 0°
  2. θ = 30°
  3. θ = 60°
  4. θ = 90°

Ans : θ = 90°

(Q) তড়িৎ চুম্বক তৈরীতে নরম লোহা ব্যবহার করা হয়, কারণ নরম লোহার আছে-

  1. নিম্ন ধারণক্ষমতা ও উচ্চ সহনশীলতা
  2. উচ্চ ধারণক্ষমতা ও উচ্চ সহনাদিলতা
  3. নিম্ন ধারণক্ষমতা ও নিম্ন সহনশীলতা
  4. উচ্চ ধারণক্ষমতা ও নিম্ন সহনশীলতা

Ans : নিম্ন ধারণক্ষমতা ও নিম্ন সহনশীলতা

(Q) D.C. অ্যাম্মিটারের সাহায্যে পরিবর্তী প্রবাহ পরিমাপ করা যায় না, কারণ

  1. পরিবর্তী প্রবাহ D.C. অ্যাম্মিটারের মধ্যে দিয়ে চলাচল করে না
  2. পরিবর্তী প্রবাহ অভিমুখ পরিবর্তন করে
  3. একটি পূর্ণ চক্রে তড়িৎপ্রবাহের গড় মান শূন্য হয়
  4. DC. অ্যাম্মিটার ক্ষতিগ্রস্ত হয়

Ans : একটি পূর্ণ চক্রে তড়িৎপ্রবাহের গড় মান শূন্য হয়

(Q) একটি তড়িচ্চুম্বকীয় তরঙ্গের শক্তি তার তড়িৎক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র বরা যে অনুপাতে বণ্টিত হয় তা হল-

  1. 1:1
  2. C2 : 1
  3. √C: 1
  4. C: 1

Ans : 1:1

(Q) কোনো সম-উভোত্তল (double equiconvex) লেন্সের মাধ্যে প্রতিসরাঙ্ক 2.5; যদি লেন্সটির বক্রতা ব্যাসার্ধ R হয়, তবে সেটির ফোকাস দূরত্ব হবে-

  1. 0
  2. R/3
  3. 2R
  4. 3R

Ans : R/3

(Q) ইয়ং-এর দ্বি-রেখাছিদ্রের পরীক্ষায় ব্যতিচার রশ্মির কোনো একটির গতিপথে পাতলা কাচের পাত প্রবেশ করালে-

  1. ঝালর প্রস্থ হ্রাস পাবে
  2. ঝালর প্রস্থ বৃদ্ধি পাবে
  3. ঝালর পটির স্থানান্তর ঘটে
  4. ঝালর পটির কোনো পরিবর্তন ঘটে না

Ans : ঝালর পটির স্থানান্তর ঘটে

(Q) সম্পৃক্ত আলোক-তড়িৎ প্রবাহমাত্রার মান নির্ভর করে-

  1. কম্পাঙ্কের উপর
  2. নিবৃত্তি বিভবের উপর
  3. কার্য অপেক্ষকের উপর
  4. আলোক প্রাবল্যের উপর

Ans : আলোক প্রাবল্যের উপর

(Q) বোর কক্ষপথে আবর্তনকারী ইলেকট্রনের কৌণিক ভরবেগ (L) এবং ব্যাসার্ধ (r) এর মধ্যে সম্পর্ক হল-

  1. L ∝ r
  2. L ∝ r-1
  3. L ∝ r2
  4. ব্যাসার্ধের উপর নির্ভর করে না

Ans : ব্যাসার্ধের উপর নির্ভর করে না

(Q) কমপক্ষে একটি ইনপুট নিম্ন অবস্থায় থাকলে, আউটপুট উচ্চ অবস্থায় থাকবে যে লজিক গেটের ক্ষেত্রে তা হল-

  1. NAND
  2. AND
  3. NOR
  4. OR

Ans : NAND

(Q) যে প্রক্রিয়ায় বাহক তরঙ্গের বিস্তার তথ্য-সংকেতের তাৎক্ষণিক বিস্তারের সাথে সমানুপাতিক করা হয়, তাকে বলে-

  1. বিস্তার মডিউলেশন
  2. ডি-মডিউলেশন
  3. বিবর্ধন ক্রিয়া
  4. একমুখীকরণ

Ans : বিস্তার মডিউলেশন