View SAQ Question

(Q) প্রপাতকুপ কাকে বলে?

Ans : জলপ্রপাতের জল প্রবল বেগে যেখানে পড়ে সেখানে বিশালাকার গহ্বরের মত সৃষ্টি হয়, একে প্রপাত কূপ (Plunge Pool) বলে।

(Q) লোয়েশের সংজ্ঞা দাও।

Ans : লোয়েশ এক প্রকার সুক্ষ হলুদ বর্ণের বায়ু বাহিত ধুলো। সাধারনত মরুভূমি হতে অতি সুক্ষ বালুকরাশি বায়ু দ্বারা বাহিত হয়ে বহুদুরে অবস্থিত কোন নিম্নভূমিতে তাকে লোয়েশ বলে।

(Q) আপেক্ষিক আর্দ্রতা কী?

Ans : আপেক্ষিক আর্দ্রতা হলো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে এবং একই তাপমাত্রায় ঐ বায়ু সম্ভাব্য (সর্বোচ্চ) কতটুকু জলীয় করতে পারে তার অনুপাত।

(Q) পেরিগি জোয়ার বলতে কি বোঝো?

Ans : উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণের সময় চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে (3 লক্ষ 56 হাজার কিমি) থাকে, চাদের সেই অবস্থানকে পেরিজি বা অনুসুর অবস্থান বলে (কাছে থাকার জন্য এই সময় চাঁদকে প্রায় 14 শতাংশ বড়ো এবং প্রায় 25 গুণ উজ্জ্বল দেখায়)। এই সময়ে সৃষ্ট জোয়ারকে পেরিজি বা অনুভূ জোয়ার বলে।

(Q) বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে?

Ans : ফাঁকা জমিতে গর্ত খুঁড়ে বর্জ্য পদার্থ ভরাট করাকে বর্জ্য ভরাটকরণ বলে। এতে বর্জ্য পদার্থ ধীরে ধীরে বিশ্লেষিত হয়ে মাটির সঙ্গে মিশে যায়।

(Q) পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও।

Ans : শহরের গৃহস্থালি, হাসপাতাল প্রভৃতি উৎস থেকে আগত সমস্ত কঠিন বর্জ্য (বাজার থেকে আনা পলিপ্যাক, কাগজের ঠোঙা, পলিব্যাগ, গাছের পাতা, খড়, শাকসবজির অবশিষ্টাংশ) যেগুলি গারবেজ হিসাবে বেশি পরিচিত তাদের পুরসভার বর্জ্য বলে।

(Q) ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো।

Ans : (১) মরুজ উদ্ভিদ সাধারণত আকারে ছোট ও ঝোপযুক্ত হয়। (২) পাতা রূপান্তরিত হতে কন্টকে পরিণত হতে দেখা যায়।

(Q) দুন বলতে কি বোঝো?

Ans : 'দুন' কথার অর্থ হলো 'পার্বত্য অঞ্চলের উপত্যকা'। সংকীর্ণ পর্বতের মাঝে অবস্থিত নিম্নস্থানকে বলা হয় দুন। যেমন- দেরাদুন।

(Q) অনুসারী শিল্প কাকে বলে?

Ans : একটি বৃহদায়তন শিল্পকে কেন্দ্র করে তার চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে ওঠে, এই বৃহদায়তন শিল্পকে কেন্দ্রীয় শিল্প এবং এই কেন্দ্রীয় শিল্পকে ঘিরে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলিকে অনুসারী শিল্প বা সহযোগী শিল্প বলা হয়।

(Q) সেন্সর বলতে কি বোঝো?

Ans : পরিবেশের কোন পরিস্থিতি (শব্দ, তাপ, আলো) ইত্যাদি প্রতি সাড়া দিতে পারে। Sensor হচ্ছে এক ধরনের কনভার্টার যা পরিবেশগত কোন পরিবর্তনকে সিগন্যালে পরিণত করে।

(Q) ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো।

Ans : ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের তিনটি ব্যবহার হল-
(১) সামরিক প্রয়োজন: ভূবৈচিত্র্যসূচক মানচিত্র সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সামরিক প্রয়োজনে।

(২) ভূমি ব্যবহারের পরিবর্তন বা নদীর গতিপথের পরিবর্তন বোঝার জন্য কোনো অঞ্চলের ভূমি ব্যবহারের পরিবর্তন বা নদীর গতিপথের পরিবর্তন বোঝার জন্য বিভিন্ন সময়ে প্রকাশিত ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ব্যবহার করা হয়