View MCQ Question

(Q) আরোহণ (aggradation) প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হল

  1. গ্রাইক
  2. মন্থকূপ
  3. স্ট্যাক
  4. পলল ব্যজনী

Ans : পলল ব্যজনী

(Q) পশ্চিমবঙ্গে উষ্ণ প্রস্রবণ দেখা যায়

  1. মানবাজারে
  2. বক্রেশ্বরে
  3. তিনধারিয়ায়
  4. কাঁকড়াঝোড়ে

Ans : বক্রেশ্বরে

(Q) উন্মুক্ত সমুদ্রে বাতাস বাধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে

  1. ফেচ্
  2. সোয়াশ
  3. ব্যাকওয়াশ
  4. বার্ম

Ans : ফেচ্

(Q) মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায়ভূমিকে বলে

  1. পেনিপ্লেন
  2. পেডিপ্লেন
  3. প্যানপ্লেন
  4. পেডিমেন্ট

Ans : পেডিপ্লেন

(Q) একনত গঠনযুক্ত ভূমিভাগে গড়ে ওঠে

  1. জাফরীরূপী জলনির্গম প্রণালী
  2. কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী
  3. কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী
  4. অঙ্গুরীয় জলনির্গম প্রণালী

Ans : জাফরীরূপী জলনির্গম প্রণালী

(Q) অ্যাণ্ডিসল্-এর একটি উদাহরণ হলো

  1. সিরোজেম মৃত্তিকা
  2. পডজল মৃত্তিকা
  3. ল্যাটেরাইট মৃত্তিকা
  4. কৃষ্ণ মৃত্তিকা

Ans : কৃষ্ণ মৃত্তিকা

(Q) প্রশমিত বা নিরপেক্ষ (neutral) মাটির pH-এর মান হলো

  1. 5
  2. 6
  3. 7
  4. 8

Ans : 7

(Q) পৃথিবীর জলবায়ুর শ্রেণিবিভাগ করেন

  1. জে. এইচ. প্র্যাট
  2. এ. ট্যান্সলে
  3. জে. সি. ফারমেন
  4. ভি. কোপেন

Ans : ভি. কোপেন

(Q) একটি ওজোন অণুতে অক্সিজেনের পরমাণুর সংখ্যা

  1. 1 টি
  2. 2 ft
  3. 3 টি
  4. 4 টি

Ans : 3 টি

(Q) শ্বাসমূলযুক্ত উদ্ভিদের একটি উদাহরণ হলো

  1. গরান
  2. শাল
  3. কফি
  4. বাবলা

Ans : গরান

(Q) 'জীববৈচিত্র্য' শব্দটি প্রথম ব্যবহার করেন

  1. ই পি. ওডাম
  2. ওয়াল্টার রোজেন
  3. নরম্যান মায়াস্
  4. তুজো উইলসন

Ans : ওয়াল্টার রোজেন

(Q) হড়পা বান (flash-flood) সৃষ্টির মূল কারণ হলো

  1. সুনামি
  2. ভূমিধ্বস
  3. মেঘ ভাঙা বৃষ্টি
  4. বান ডাকা

Ans : মেঘ ভাঙা বৃষ্টি

(Q) ভারতে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত

  1. তিরুবনন্তপুরমে
  2. পুনেতে
  3. গুয়াহাটিতে
  4. কটকে

Ans : কটকে

(Q) ভারতে কফি উৎপাদনে অগ্রণী দুটি রাজ্য হলো

  1. কর্ণাটক ও কেরালা
  2. কেরালা ও তামিলনাড়
  3. কেরালা ও অন্ধ্রপ্রদেশ
  4. কেরালা ও তেলেঙ্গানা

Ans : কর্ণাটক ও কেরালা

(Q) ভারতে প্রথম পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্র স্থাপিত হয়

  1. মথুরায়
  2. ট্রম্বেতে
  3. জামনগরে
  4. হলদিয়ায়

Ans : ট্রম্বেতে

(Q) ডেট্রয়েট শহরটি যে শিল্পের জন্য পৃথিবীবিখ্যাত, তা হলো

  1. কাগজ শিল্প
  2. পেট্রো-রসায়ন শি
  3. জাহাজ নির্মাণ শিল্প
  4. মোটরগাড়ী নির্মাণ শিল্প

Ans : মোটরগাড়ী নির্মাণ শিল্প

(Q) 2013 সালে ভারতে যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যে পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে, তা হলো

  1. ডাক পরিষেবা
  2. টেলিফ্যাক্স পরিষেবা
  3. টেলিগ্রাম পরিষেবা
  4. ইন্টারনেট পরিষেবা

Ans : টেলিগ্রাম পরিষেবা

(Q) সোনালী চতুর্ভুজ যে চারটি নগরকে যুক্ত করেছে সেগুলি হলো

  1. গুয়াহাটি, কোলকাতা, চেন্নাই, দিল্লী
  2. মুম্বাই, দিল্লী, ভুবনেশ্বর, চেন্নাই
  3. মুম্বাই, দিল্লী, কোলকাতা, চেন্নাই
  4. শ্রীনগর, মুম্বাই, কন্যাকুমারী, কোলকাতা

Ans : মুম্বাই, দিল্লী, কোলকাতা, চেন্নাই

(Q) জনঘনত্ব নির্ণয়ের সূত্রটি হলো ঐ অঞ্চলের মোট জনসংখ্যা

  1. কোনো অঞ্চলের মোট জনসংখ্যা / ঐ অঞ্চলের মোট ক্ষেত্রমান
  2. কোনো অঞ্চলের মোট ক্ষেত্রমান / ঐ অঞ্চলের মোট জনসংখ্যা
  3. কোনো অঞ্চলের মোট জনসংখ্যা / ঐ অঞ্চলের মোট কার্যকর জমির ক্ষেত্রমান
  4. কোনো অঞ্চলের মোট কার্যকর জমির ক্ষেত্রমান / ঐ অঞ্চলের মোট জনসংখ্যা

Ans : কোনো অঞ্চলের মোট জনসংখ্যা / ঐ অঞ্চলের মোট ক্ষেত্রমান

(Q) পাঁচমাড়ি যে শহরের উদাহরণ তা হলো

  1. বন্দর শহর
  2. শিল্প শহর
  3. প্রতিরক্ষা শহর
  4. বাণিজ্য শহর

Ans : প্রতিরক্ষা শহর

(Q) ভারতের একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হলো

  1. দার্জিলিং পার্বত্য অঞ্চল
  2. হলদিয়া অঞ্চল
  3. সুন্দরবন অঞ্চল
  4. পুরুলিয়া মালভূমি অঞ্চল

Ans : হলদিয়া অঞ্চল

(Q) যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে-

  1. আবহবিকার
  2. পর্যায়ন প্রক্রিয়া
  3. অন্তর্জাত প্রক্রিয়া
  4. পুঞ্জয় প্রক্রিয়া

Ans : পুঞ্জয় প্রক্রিয়া

(Q) মরু সমপ্রায়ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়

  1. ইয়ার্দাও
  2. জুইগেন
  3. বালিয়াড়ি
  4. ইনসেলবার্জ

Ans : ইনসেলবার্জ

(Q) অশ্ব অক্ষাংশ অবস্থিত-

  1. নিরক্ষীয় নিম্নচাপ বলয়
  2. উপক্রান্তীয় উচ্চচাপ বলয়
  3. মেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়
  4. মেরু উচ্চচাপ বলয়

Ans : উপক্রান্তীয় উচ্চচাপ বলয়

(Q) দিনরাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায়-

  1. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
  2. উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে
  3. ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে
  4. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে

Ans : উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে

(Q) সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে-

  1. বায়ুপ্রবাহ
  2. পৃথিবীর পরিক্রমণ
  3. মগ্নচড়া
  4. সব কটিই প্রযোজ্য

Ans : সব কটিই প্রযোজ্য

(Q) কোনো স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায়-

  1. দু-ঘণ্টার বেশি
  2. ছয় ঘণ্টার বেশি
  3. চার ঘণ্টার বেশি
  4. আট ঘণ্টার বেশি

Ans : ছয় ঘণ্টার বেশি

(Q) যানবাহনের কার্বনকণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়-

  1. পরিস্রাবক ঘূর্ণায়ণ
  2. তাড়িতিক অধঃক্ষেপক
  3. স্ক্রাবার
  4. আস্তরণযুক্ত অ্যালুমিনা

Ans : স্ক্রাবার

(Q) ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হ'ল-

  1. নিরক্ষরেখা
  2. মকরক্রান্তিরেখা
  3. মূল মধ্যরেখা
  4. কর্কটক্রান্তিরেখা

Ans : কর্কটক্রান্তিরেখা

(Q) গোদাবরী ও কৃষা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হল

  1. কোলেরু
  2. পুলিকট
  3. চিল্কা
  4. ভেম্বনাদ

Ans : কোলেরু

(Q) ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হ'ল-

  1. কূপ ও নলকূপ
  2. জলাশয়
  3. খাল
  4. ফোয়ারা

Ans : কূপ ও নলকূপ

(Q) ভারতে পশ্চিমীঝঞ্জা দেখা যায়-

  1. গ্রীষ্মকালে
  2. শরৎকালে
  3. বর্ষাকালে
  4. শীতকালে

Ans : শীতকালে

(Q) সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়

  1. ইক্ষু চাষে
  2. চা চাষে
  3. পাট চাষে
  4. কফি চাষে

Ans : ইক্ষু চাষে

(Q) পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত-

  1. জুনপুটে
  2. কোলকাতায়
  3. শঙ্করপুরে
  4. হলদিয়ায়

Ans : হলদিয়ায়

(Q) ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হল-

  1. বাদামি
  2. কালো
  3. লাল
  4. নীল

Ans : বাদামি

(Q) বামদিক এর সাথে ডানদিক মেলাও:
বামদিকডানদিক
(i) রত্না(A) পাইন
(ii) সরলবর্গীয় অরণ্য(B) মার্মাগাঁও
(iii) রেলের বগি নির্মাণ কেন্দ্র(C) উচ্চ ফলনশীল ধান বীজ
(iv) লৌহ আকরিক(D) পেরাম্বুর রপ্তানীকারক বন্দর

  1. i)-C),ii)-A),iii)-D),iv)-B)
  2. i)-D),ii)-A),iii)-C),iv)-B)
  3. i)-A),ii)-C),iii)-D),iv)-B)
  4. i)-C),ii)-D),iii)-A),iv)-B)

Ans : i)-C),ii)-A),iii)-D),iv)-B)