View VSAQ Question

(Q) স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?

Ans : লর্ড ডালহৌসি

(Q) চীনে মুক্তদ্বার নীতি কে প্রবর্তন করেন?

Ans : আমেরিকার রাষ্ট্র সচিব স্যার জন হে।

(Q) কাও টাও প্রথা কী?

Ans : বিদেশিদের চীনা সম্রাটকে নতজানু হয়ে সম্মান জানানোর প্রথা।

(Q) আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে?

Ans : স্বামী দয়ানন্দ সরস্বতী

(Q) বক্সার প্রটোকল কাদের মধ্যে সম্পাদিত হয়?

Ans : চীন ও আটটি বিদেশি শক্তি

(Q) বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?

Ans : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(Q) সিমলা দৌত্য কী?

Ans : মুসলিম লীগের নেতৃত্বে 1906 খ্রিস্টাব্দে।

(Q) লিনলিথগো প্রস্তাব কবে ঘোষিত হয়?

Ans : 1940 খ্রিস্টাব্দে

(Q) বুলগানিন কে ছিলেন?

Ans : সোভিয়েত ইউনিয়নের নেতা

(Q) ইয়াসির আরাফাত কে ছিলেন?

Ans : প্যালেস্টাইনের নেতা

(Q) হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন?

Ans : পরমাণু বিজ্ঞানী

(Q) স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

Ans : আহমেদ বেন বেল্লা বেল্লাহ

(Q) কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন?

Ans : কমোডর পেরি

(Q) লগ্নি পুঁজি কী?

Ans : একটি প্রতিষ্ঠানের মধ্যে অর্থের অধ্যায়ন

(Q) ওয়েলথ অফ নেশন গ্রন্থটির রচয়িতা কে?

Ans : অ্যাডাম স্মিথ

(Q) কোন দুটি স্থানের মধ্যে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়?

Ans : বোম্বে থেকে থানে

(Q) 'সত্যশোধক সভা'র' প্রতিষ্ঠাতা কে?

Ans : জ্যোতিবা ফুলে

(Q) উডের ডেসপ্যাচ কী?

Ans : শিক্ষা সংক্রান্ত নীতি

(Q) লখনৌ চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়?

Ans : জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে

(Q) কোন জাহাজে নৌ বিদ্রোহ শুরু হয়?

Ans : তলোয়ার নামক জাহাজে

(Q) 'এশিয়া বাসীদের জন্য এশিয়া' – এই শ্লোগানের উদ্দেশ্য কী ছিল?

Ans : এশিয়াকে ইউরোপীয় শক্তি মুক্ত করা

(Q) বেষ্টনী নীতি কী?

Ans : কমিউনিস্ট আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকার প্রতিরোধ

(Q) স্বাধীন বাংলাদেশে কবে উদ্বোধন হয়?

Ans : 1971 খ্রিস্টাব্দে