View MCQ Question

(Q) ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?

  1. লন্ডন
  2. প্যারিস
  3. ফ্লোরেন্স
  4. ব্রাসেলস

Ans : প্যারিস

(Q) 'জীবনস্মৃতি' কার আত্মজীবনী?

  1. দক্ষিণারঞ্জন বসু
  2. মণিকুন্তলা সেন
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. সরলাদেবী চৌধুরাণী

Ans : রবীন্দ্রনাথ ঠাকুর

(Q) 'আঙ্কেল টমস্ কেবিন'-'-এর রচয়িতা কে ছিলেন?

  1. হ্যারিয়েট বিচার স্টো
  2. মার্ক টোয়েন
  3. ম্যাক্সিম গোর্কি
  4. রুডইয়ার্ড কিপলিং

Ans : হ্যারিয়েট বিচার স্টো

(Q) আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন

  1. ব্রিটিশরা
  2. ফরাসিরা
  3. ওলন্দাজরা
  4. পর্তুগিজরা

Ans : পর্তুগিজরা

(Q) নবাবি আমলে বাংলার রাজধানী ছিল

  1. ঢাকা
  2. কলকাতা
  3. রাজশাহী
  4. মুর্শিদাবাদ

Ans : মুর্শিদাবাদ

(Q) 1842 সালের 29 আগস্ট, চীনে কোন্ চুক্তি স্বাক্ষরিত হয়?

  1. পিকিং সন্ধি
  2. তিয়েনসিন সন্ধি
  3. নানকিং সন্ধি
  4. বোগের সন্ধি

Ans : নানকিং সন্ধি

(Q) 'সত্যশোধক সমাজ' প্রতিষ্ঠা করেন

  1. দয়ানন্দ সরস্বতী
  2. কেশবচন্দ্র সেন
  3. জ্যোতিরাও (জ্যোতিবা) ফুলে
  4. রামমোহন রায়

Ans : জ্যোতিরাও (জ্যোতিবা) ফুলে

(Q) 'পার্থেনন' পত্রিকাটি প্রকাশ করে

  1. নব্যবঙ্গ গোষ্ঠী
  2. প্রার্থনা সমাজ
  3. আর্য সমাজ
  4. ব্রাহ্ম সমাজ

Ans : নব্যবঙ্গ গোষ্ঠী

(Q) চীনে 1911-র গণতান্ত্রিক বিপ্লবের নেতা ছিলেন

  1. চিয়াং কাই-শেক
  2. সান ইয়াৎ-সেন
  3. ইউয়ান শিকাই
  4. মাও সে-তুং

Ans : সান ইয়াৎ-সেন

(Q) ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন

  1. গুরুদাস বন্দ্যোপাধ্যায়
  2. সত্যেন্দ্রনাথ ঠাকুর
  3. উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  4. সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ

Ans : সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ

(Q) মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয়, সেটি হল

  1. করাচি
  2. লাহোর
  3. লক্ষ্ণৌ
  4. ঢাকা

Ans : লাহোর

(Q) ভারতীয় মুসলমানদের সিমলা ডেপুটেশন (1906)-এ নেতৃত্ব দেন

  1. আগা খাঁ
  2. স্যার সৈয়দ আহমেদ খান
  3. মহম্মদ আলি জিন্নাহ
  4. লিয়াকত আলি খান

Ans : আগা খাঁ

(Q) কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না?

  1. স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
  2. লর্ড ওয়াভেল
  3. এ. ভি. আলেকজান্ডার
  4. লর্ড পেথিক লরেন্স

Ans : লর্ড ওয়াভেল

(Q) ইন্দোনেশিয়া কোন্ ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল?

  1. ইংল্যান্ড
  2. ফ্রান্স
  3. স্পেন
  4. হল্যান্ড

Ans : হল্যান্ড

(Q) 'নবান্ন' নাটকের রচয়িতা হলেন

  1. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  2. দীনবন্ধু মিত্র
  3. অমলেন্দু চক্রবর্তী
  4. বিজন ভট্টাচার্য

Ans : বিজন ভট্টাচার্য

(Q) 'ফ্রম ইয়াল্টা টু ভিয়েতনাম' বইটির লেখক

  1. গ্যাব্রিয়েল কলকো
  2. ডেভিড হরোউইজ
  3. ডি. এফ ফ্লেমিং
  4. ওয়াল্টার লিপম্যান

Ans : ডেভিড হরোউইজ

(Q) ন্যাটো গঠিত হয়

  1. 1947 সালে
  2. 1948 সালে
  3. 1949 সালে
  4. 1950 সালে

Ans : 1949 সালে

(Q) আসওয়ান বাঁধ নির্মাণের উদ্যোগ নেন

  1. গামাল আবদেল নাসের
  2. ইয়াসের আরাফত
  3. জেনারেল নগুইব
  4. জন কেনেডি

Ans : গামাল আবদেল নাসের

(Q) প্যাট্রিস লুমুম্বা কে ছিলেন?

  1. আলজেরিয়ার নেতা
  2. কঙ্গোর প্রধানমন্ত্রী
  3. নাইজেরিয়ার নেতা
  4. ঘানার প্রধানমন্ত্রী

Ans : কঙ্গোর প্রধানমন্ত্রী

(Q) আওয়ামি লীগ-এর প্রতিষ্ঠাতা ছিলেন

  1. ইয়াইয়া খাঁ
  2. জুলফিকার আলি ভুট্টো
  3. ফজলুল হক
  4. শেখ মুজিবুর রহমান

Ans : শেখ মুজিবুর রহমান

(Q) ভারতের মহাকাশবিজ্ঞানী ছিলেন

  1. মেঘনাদ সাহা
  2. হোমি জাহাঙ্গীর ভাবা
  3. বিক্রম সারাভাই
  4. সত্যেন্দ্রনাথ বসু

Ans : বিক্রম সারাভাই

(Q) স্বাধীন ভারতে জাতীয় পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল?

  1. বল্লভভাই প্যাটেল
  2. জওহরলাল নেহরু
  3. রাজেন্দ্র প্রসাদ
  4. প্রশান্তচন্দ্র মহলানবিশ

Ans : জওহরলাল নেহরু

(Q) বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন-

  1. শেখ মুজিবুর রহমান
  2. জিয়াউল হক
  3. শহিদুল্লাহ
  4. সুরাবর্দী

Ans : শেখ মুজিবুর রহমান

(Q) ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন?

  1. বিশ্বনাথ প্রতাপ সিং
  2. মোরারজি দেশাই
  3. চরণ সিং
  4. চন্দ্রশেখর

Ans : মোরারজি দেশাই

(Q) 'বি. উপনিবেশকরণ' বা Decolonisation শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন-

  1. ওয়াল্টার লিপম্যান
  2. মরিস ডি. মরিস
  3. ক্রিস্টোফার হিল
  4. মরিৎজ জুলিয়াস বন

Ans : মরিৎজ জুলিয়াস বন

(Q) প্যাট্রিক লুমুম্বা কোন্ দেশের প্রধানমন্ত্রী ছিলেন?

  1. ঘানা
  2. কঙ্গো
  3. জামাইকা
  4. মাল্টা

Ans : কঙ্গো

(Q) ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

  1. সিরিয়া ও মিশর
  2. আরব ও ইজরায়েল
  3. আরব ও সিরিয়া
  4. আরব ও আমেরিকা

Ans : আরব ও ইজরায়েল

(Q) কোন খ্রীষ্টাব্দে মার্শাল প্ল্যান ঘোষিত হয়েছিল?

  1. 1944
  2. 1945
  3. 1947
  4. 1948

Ans : 1947

(Q) দিয়ে বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয়-

  1. ভিয়েতনাম
  2. ফ্রান্স
  3. ইন্দোনেশিয়া
  4. ব্রিটেন

Ans : ভিয়েতনাম

(Q) কত সালের 7 ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে?

  1. 1941
  2. 1942
  3. 1943
  4. 1944

Ans : 1941

(Q) দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় যে মন্বন্তর হয়েছিল তা হয়-

  1. 1940 সালে
  2. 1942 সালে
  3. 1943 সালে
  4. 1944 সালে

Ans : 1943 সালে

(Q) কোন্ মহিলা স্বাধীনতা সংগ্রামী 'গান্ধীবুড়ি' নামে পরিচিত?

  1. সরোজিনী নাইডু
  2. মাতঙ্গিনী হাজরা
  3. অ্যানি বেসান্ত
  4. কল্পনা দত্ত

Ans : মাতঙ্গিনী হাজরা

(Q) 'দ্য ইন্ডিয়ান মুসলমানস' গ্রন্থটির রচয়িতা-

  1. সৈয়দ আহমেদ খান
  2. থিওডোর বেক
  3. উইলিয়াম হান্টার
  4. মৌলানা আবুল কালাম আজাদ

Ans : উইলিয়াম হান্টার

(Q) স্তন্ত-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও:
স্তম্ভ-১স্তম্ভ-২
(i) হো-চি-মিন(A) জাপান
(ii) চৌ-এন-লাই(B) ভিয়েতনাম
(iii) সুকর্ণ(C) চিন
(iv) জেনারেল তোজো(D) ইন্দোনেশিয়া

  1. (i)-B, (ii)-D, (iii) C, (iv) - Α
  2. (i)-C, (ii)-B, (ii)-A, (iv)-D
  3. (i)-A, (ii)-D. (iii)-C, (iv)-B
  4. (i)-B, (ii)-C, (iii) -D, (iv)-A

Ans : (i)-B, (ii)-C, (iii) -D, (iv)-A

(Q) পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন্ খ্রীষ্টাব্দে?

  1. 1930
  2. 1931
  3. 1932
  4. 1933

Ans : 1932

(Q) তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন-

  1. রামমোহন রায়
  2. বিদ্যাসাগর
  3. অক্ষয়কুমার দত্ত
  4. ভূদেব মুখোপাধ্যায়

Ans : অক্ষয়কুমার দত্ত

(Q) চিনে 4 ঠা মে আন্দোলনের নিরিখে 'জিউ গুয়ো' স্লোগানের অর্থ ছিল-

  1. বিদেশীরা দূর হটো
  2. দেশকে রক্ষা করো
  3. আমরা বৌদ্ধিক সংস্কার চাই
  4. চিন কেবল চিনাদের জন্য

Ans : বিদেশীরা দূর হটো

(Q) তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয়

  1. 1857 খ্রীষ্টাব্দে
  2. 1858 খ্রীষ্টাব্দে
  3. 1859 খ্রীষ্টাব্দে
  4. 1860 খ্রীষ্টাব্দে

Ans : 1858 খ্রীষ্টাব্দে

(Q) আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল-

  1. 1815 খ্রীষ্টাব্দে
  2. 1816 খ্রীষ্টাব্দে
  3. 1817 খ্রীষ্টাব্দে
  4. 1818 খ্রীষ্টাব্দে

Ans : 1815 খ্রীষ্টাব্দে

(Q) রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল-

  1. পাঞ্জাবে
  2. দক্ষিণ ভারতে
  3. বিহারে
  4. বাংলা

Ans : দক্ষিণ ভারতে

(Q) 'নতুন বিশ্ব' কথাটি প্রথম ব্যবহার করেন-

  1. কলম্বাস
  2. আমেরিগো ভেসপুচি
  3. ক্যাপ্টেন বুক
  4. গেলাম

Ans : আমেরিগো ভেসপুচি

(Q) 'কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা'- এই ধারণাটি প্রচার করেন-

  1. রুডইয়ার্ড কিপলিং
  2. চার্লস ডারউইন
  3. মেকলে
  4. জুলি ফেরি

Ans : রুডইয়ার্ড কিপলিং

(Q) পূল্ভের মিউজিয়াম অবস্থিত-

  1. ফ্রান্সে
  2. জার্মানিতে
  3. ইংল্যান্ডে
  4. হল্যান্ড

Ans : ফ্রান্সে

(Q) রাজতরঙ্গিনীর রচয়িতা ছিলেন-

  1. বিলহন
  2. কলহন
  3. বাণভট্ট
  4. কালিদাস

Ans : কলহন

(Q) স্তন্ত-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও:
স্তম্ভ-১স্তম্ভ-২
(i) ফারুকশিয়ারের ফরমান(A) 1773
(ii) পিটের ভারত শাসন আইন(B) 1717
(iii) রেগুলেটিং আইন(C) 1765
(iv) কোম্পানির দেওয়ানি লাভ(D) 1784

  1. (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D
  2. (i)-D, (ii)-B, (iii)- (iv)-A
  3. (i)-B, (ii)-D, (iii)-A, (iv)-C
  4. (i)-B, (ii)-A, (iii)-C, (iv)-D

Ans : (i)-B, (ii)-D, (iii)-A, (iv)-C