View SAQ Question

(Q) 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ 105 টাকা হয়, নির্ণয় কর।

Ans : 2%

(Q) একটি অংশীদারি কারবারে ইলা, রহিমা ও বেলার মূলধণের অনুপাত 3:8:5। ইলার লাভ বেলার লাভের চেয়ে 600 টাকা কম হলে, ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল?

Ans : 4800

(Q) x2 - 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় 'α'. β হলে 1/α+ 1/β এর মান নির্ণয় করো।

Ans : 22/105

(Q) যদি (3x - 2y ): (3x + 2y) - 4:5 হয়, তবে (x+y): (x-y) এর মান কত?

Ans : 7:5

(Q) 'O' কেন্দ্রীয় বৃত্তে BOC ব্যাস, ABCD বৃত্তস্থ চর্তুভুজ, ∠ADC= 110° হলে ∠ACB এর মান নির্ণয় করো।

Ans : 20°

(Q) ABCD ট্রপিজিয়ামের BC || AD এবং AD = 4 সেমি, AC ও BD কর্ণদ্বয় এমনভাবে O বিন্দুতে ছেদ করে যে, AO / OC = DO / OB = 1/2 হয়, তাহলে BC এর দৈর্ঘ্য কত?

Ans : 8 cm

(Q) △ABC এর ∠ ABC = 90°, AB= 6 সেমি, BC=8 সেমি হলে △ ABC এর পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত?

Ans : 5 cm

(Q) r cos 0° = 2√3, r sin 0°= 2 এবং 0°<0<90° হয় তাহলে r এর 0° মান নির্ণয় করো।

Ans : 4° and 30°

(Q) sin (A+B) = 1 এবং cos (A- B)= 1 হলে cot2A এর মান নির্ণয় করো।
0° ≤ (A+B) ≤90° এবং A ≥ B

Ans : 0

(Q) একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

Ans : 300

(Q) একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য 6√2 সেমি হলে, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত?

Ans : 216

(Q) একটি পরিসংখ্যা বিভাজনের গড় 7, Σ,fixi= 140 হলে ∑, fiএর মান নির্ণয় করো।

Ans : 20