(Q) P এর মান কত হলে (P-3) x²+5x+ 10 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। P= _________
Ans : 3
(Q) আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে _____ বলে।
Ans : সমূল চক্রবৃদ্ধি
(Q) দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি ________
Ans : সমানুপাতি
(Q) sin (θ-30°)= 1/2 হলে cox এর মান হবে ________
Ans : 1/2
(Q) লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন V. ভূমির ব্যাসার্ধ R এবং উচ্চতা H হলে, H =___________
Ans : 3v/πr2
(Q) ঊর্ধ্ব ক্রমানুসারে সাজনো 8, 9, 12, 17, x+2 x+4, 30, 34, ও তথ্যের মধ্যমা 24 হলে এর মান
Ans : 22
(Q) সত্য বা মিথ্যা লেখো:
অংশীদারি কারবারে তিনজন সদস্যের মূলধনের অনুপাতে a:b:c এবং নিয়োজিত সময়ের অনুপাত x :y :z হলে তাদের লাভের অনুপাত হবে ax: by:cz
Ans : সত্য
(Q) সত্য বা মিথ্যা লেখো:
যদি a ∝ b, b ∝ 1/3 এবং c ∝ d হয় তবে a ∝ 1/d হবে।
Ans : মিথ্যা
(Q) সত্য বা মিথ্যা লেখো:
কোনো বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে।
Ans : সত্য
(Q) সত্য বা মিথ্যা লেখো:
একটি ঘড়ির ঘন্টার কাঁটা 2 ঘন্টায় π/6 রেডিয়ান কোণ আবর্তন করে।
Ans : মিথ্যা
(Q) সত্য বা মিথ্যা লেখো:
একই ব্যাসার্ধ বিশিষ্ঠ নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমগ্রতলের অনুপাত 2:1
Ans : মিথ্যা
(Q) সত্য বা মিথ্যা লেখো:
একটি শ্রেণীতে সংখ্যক সংখ্যার গড় x̄ । যদি প্রথম (n-1) সংখ্যার সমষ্টি K হয়, তাহলে n- তম সংখ্যাটি হবে (n- 1) x̄+ K I
Ans : মিথ্যা