View MCQ Question

(Q) সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে, দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত-

  1. 20:21
  2. 10:11
  3. 5:6
  4. 1:1

Ans : 20:21

(Q) যদি ax² + abcx + bc=0 (a≠0) দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের অনোন্যক হয় তাহলে

  1. abc= 1
  2. ba=c
  3. bc=1
  4. a =bc

Ans : a =bc

(Q) 5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব-

  1. 1 cm
  2. 2 cm
  3. 3 cm
  4. 4 cm

Ans : 1 cm

(Q) tanθ + cotθ এর সর্বনিম্নমান-

  1. 0
  2. 2
  3. -2
  4. 1

Ans : 2

(Q) সমান ভূমি বিশিষ্ঠ একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত-

  1. 1:3
  2. 2:3
  3. 1:2
  4. 3:4

Ans : 2:3

(Q) প্রথম দশটি স্বভাবিক সংখ্যার গড় A এবং মধ্যমা M হলে সম্পর্কটি

  1. A>M
  2. A< M
  3. A= 1/M
  4. A= M

Ans : A= M