(Q) নগ্নীভবনের সংজ্ঞা দাও।
Ans : আবহবিকারের মাধ্যমে সৃষ্ট চূর্ণবিচূর্ণ শিলাসমূহ অভিকর্ষের টানে পুঞ্জিত স্খলনরূপে (Mass wasting) নীচে নামে এবং শেষে ক্ষয়ীভবনের মাধ্যমে সেখান থেকে দূরে অপসারিত হয়। সুতরাং আবহবিকার, পুঞ্জিত স্খলন এবং ক্ষয়ীভবন এই তিনটি প্রাকৃতিক প্রক্রিয়ার সম্মিলিত কার্যে ভূপৃষ্ঠের শিলাস্তর উন্মুক্ত বা নগ্ন হয়ে যায়। অর্থাৎ আবহবিকার, পুঞ্জিত স্খলন এবং ক্ষয়ীভবনের মিলিত প্রক্রিয়াকে নগ্নীভবন বলে।
(Q) কার্যকারী সৌর বিকিরণ' বলতে কী বোঝো?
Ans : পৃথিবীতে আগত সৌর বিকিরণের প্রায় 35 শতাংশ (ভিন্ন মতে 34 শতাংশ) ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানে প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। বাকি 65 শতাংশের (ভিন্ন মতে 66 শতাংশ) মধ্যে 14 শতাংশ বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, যেমন জলীয় বাষ্প, ধূলিকণা প্রভৃতি প্রত্যক্ষভাবে শোষণ করে নেয় এবং 51 শতাংশ ভূপৃষ্ঠে এসে পৌঁছোয় ও ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। সুতরাং, পৃথিবীতে আগত সৌর বিকিরণের শতকরা মাত্র (14+51) 65 ভাগের মাধ্যমে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। তাই এই 65 শতাংশই হল কার্যকরী সৌর বিকিরণ।
(Q) 'আপেক্ষিক আর্দ্রতার' সংজ্ঞা দাও।
Ans : কোনো নির্দিষ্ট উন্নতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই একই উস্নতায় ওই একই আয়তনের বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প গ্রহণ করার ক্ষমতা- এই দুয়ের অনুপাতকেই বলা হয় আপেক্ষিক বা সাপেক্ষ আর্দ্রতা।
(Q) 'অ্যাপোজি জোয়ার' বলতে কী বোঝো?
Ans : চাঁদ এক উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এইভাবে প্রদক্ষিণের সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বাধিক (4 লক্ষ 7 হাজার কিমি) হয়, তাকে চাঁদের অ্যাপোজি বা অপসূর অবস্থান (অপভু) বলে (এই সময় চাঁদকে একটু ছোটো ও কম উজ্জ্বল দেখায়)। এই সময় যে জোয়ার হয়, তাকে অ্যাপোজি বা অপভূ জোয়ার বলে।
(Q) কঠিন বর্জ্য পদার্থের সংজ্ঞা দাও।
Ans : দৈনন্দিন কাজকর্মের ফলে উৎপন্ন আপাতভাবে অপ্রয়োজনীয় ও ব্যবহারের অযোগ্য কঠিন পদার্থসমূহকে বলা হয় কঠিন বর্জ্য।
(Q) বর্জ্যের পৃথকীকরণ কী?
Ans : বর্জ্য পৃথকীকরণ: কঠিন বর্জ্য ব্যবস্থাপনার প্রধান দিক হল চরিত্র অনুযায়ী বর্জ্যের পৃথকীকরণ। অর্থাৎ জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর এই দুই ভাগে পৃথক করা। জৈব ভঙ্গুর বর্জ্যগুলি পচনশীল এবং জীববিশ্লেষ্য বলে এদের আলাদাভাবে নিষ্পত্তি করা হয়। অন্যদিকে জৈব অভঙ্গুর বর্জ্যগুলির কিছু পুনর্নবীকরণ (Recycle)-এর জন্য কারখানায় পাঠানো হয়, কিছু বসতি থেকে দূরে উন্মুক্ত স্থানে ফেলে রাখা (open dumping) হয়, কিছু নিয়ন্ত্রিত দহন (Incineration) দ্বারা নিষ্পত্তি করা হয়।
(Q) 'কয়াল' বলতে কী বোঝো?
Ans : ভূ-আন্দোলনজনিত কারণে মালাবার উপকূলে বারবার উত্থান ও নিমজ্জন ঘটেছে। এই উত্থান ও নিমজ্জনের ফলে সমুদ্রের
নোনাজল প্রবেশ করে উপকূলে অনেক উপহ্রদ বা ব্যাকওয়াটারস সৃষ্টি হয়েছে যা স্থানীয় ভাষায় কয়াল নামে পরিচিত। কয়ালগুলি যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
(Q) কোন দুইটি নদী মিলিত হয়ে গঙ্গানদীর সৃষ্টি করেছে?
Ans : ভাগীরথী এবং অলকানন্দা এই দুটি নদী মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি করেছে।
(Q) বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও।
Ans : যে পরিকল্পনার মাধ্যমে পার্বত্য বা পাহাড়ি অঞ্চলে নদীর ওপর আড়াআড়ি বাঁধ দিয়ে বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন, জলপথে পরিবহণ, মাছ চাষ, পানীয় জল সরবরাহ, ভূমিক্ষয় নিবারণ প্রভৃতি বহুবিধ উদ্দেশ্য সিদ্ধ হয় এবং নদী উপত্যকা অঞ্চলের সার্বিক কল্যাণ সাধিত হয়, তাকে বহুমখী নদী উপত্যকা পরিকল্পনা বলে।
(Q) 'শিকড় আলগা শিল্প' বলতে কি বোঝো?
Ans : শিল্পে দুই ধরনের কাঁচামাল ব্যবহৃত হয় বিশুদ্ধ কাঁচামাল এবং অবিশুদ্ধ কাঁচামাল। এর মধ্যে বিশুদ্ধ কাঁচামাল ব্যবহারকারী শিল্পগুলির অবস্থানের ক্ষেত্রে কাঁচামাল সংগ্রহের জন্য পরিবহণ
ব্যয়ের গুরুত্ব কম হওয়ায় শিল্পগুলি কাঁচামাল উৎসের কাছে বা বাজারের কাছে বা অন্য যে-কোনো স্থানে গড়ে উঠতে পারে। তাই বিশুদ্ধ কাঁচামাল ব্যবহারকারী শিল্পকে অস্থানু শিল্প বা শিকড় আলগা শিল্প বা Foot Loose শিল্প বলে।
(Q) দূর সংবেদনের সংজ্ঞা দাও।
Ans : দুর সংবেদন হল ভূপৃষ্ঠের কোনো বস্তু বা উপাদানকে স্পর্শ না করে দূর থেকে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করার প্রক্রিয়া।
(Q) 'জিও স্টেশনারি উপগ্রহ' বলতে কী বোঝো?
Ans : যেসব কৃত্রিম উপগ্রহ পৃথিবীর আবর্তন গতির সমান সময়ে (24 ঘণ্টা) পৃথিবীর চারপাশে পশ্চিম থেকে পূর্বে ঘোরে, তাদের জিওস্টেশনারি উপগ্রহ বলে।
(Q) জলবিভাজিকার সংজ্ঞা দাও।
Ans : পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী অববাহিকা যে উচ্চভূমি দ্বারা পৃথক থাকে, তাকে (Water-Shed Or, Water-Parting) বলে। সাধারণতঃ পাহাড়-পর্বত, মালভূমি ইত্যাদি জলবিভাজিকার ভূমিকা পালন করে।
(Q) ইনসেলবার্জ কাকে বলে?
Ans : মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট খাড়া পার্শ্বদেশ ও প্রায় সমতল বা গোলাকার শিখরদেশ বিশিষ্ট কঠিন শিলায় গঠিত বিচ্ছিন্ন দ্বীপের ন্যায় অবশিষ্ট বা ক্ষয়ীভূত পাহাড়কে ইনসেলবার্জ বলে।
(Q) নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো?
Ans : কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে নিরপেক্ষ আর্দ্রতা বা চরম আদ্রর্তা বলে অর্থাৎ, একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণই হল চরম আদ্রর্তা।
(Q) হিমপ্রাচীরের সংজ্ঞা দাও।
Ans : উত্তর আটলান্টিক মহাসাগরে সুমেরু অঞ্চল থেকে আগত ল্যাব্রাডর স্রোতের শীতল ও গাঢ় সবুজ রঙের জলের পাশ দিয়ে বিপরীত দিকে প্রবাহিত উপসাগরীয় স্রোতের উষ্ণ ও গাঢ় নীল জলের সীমারেখা স্পষ্ট দেখা যায়। এই সীমারেখাকে হিমপ্রাচীর বলে।
(Q) বর্জ্যের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও।
Ans : বর্জ্যপদার্থকে নতুন প্রকার প্রয়োজনীয় দ্রব্যে পরিণত করার প্রক্রিয়াই হল পুনর্নবীকরণ। যেমন- জৈব আবর্জনাকে জৈব সারে পরিণত করে বাড়ির বাগানে ব্যবহার করা যায়।
(Q) কম্পোস্টিং বলতে কী বোঝো?
Ans : জৈব বিশ্লেষ্য বর্জ্য ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লেষণ করাকে কম্পোস্টিং বলে।
(Q) মরুস্থলী বলতে কী বোঝো?
Ans : ভারতীয় মরু অঞ্চলের সর্ব পশ্চিম অংশে অবস্থিত উদ্ভিদহীন বালুকাময় যে মরুভূমি অঞ্চলটি থর মরুভূমির অংশরূপে ভারতীয় সীমানা ছাড়িয়ে পাকিস্তানে প্রবেশ করেছে তাকে মরুস্থলী বা বালুকাময় অঞ্চল বলে।
(Q) সামাজিক বনসৃজনের দুটি সুবিধা উল্লেখ করো।
Ans : সামাজিক বনসৃজন এর সুবিধা-
(১) বন্ধ্যা, রুক্ষ, পতিত জমির ওপর এই প্রকল্প তৈরি করলে ওই জমির অর্থনৈতিক ব্যবহার ও গুরুত্ব বাড়ে।
(২) গরিব মানুষের প্রাথমিক উদ্দেশ্য না থাকলেও ব্যাপক মাত্রায় সামাজিক বনসৃজন প্রকল্প গৃহীত হলে তার মাধ্যমে প্রাকৃতিক ও বাস্তুঅন্ত্রিক ভারসাম্য রক্ষিত হয়।
(Q) পাঞ্জাব-হরিয়ানা অঞ্চলের কৃষি উন্নতির দুটি সুফল লেখো।
Ans :
(১) শস্যের উৎপাদন বৃদ্ধিঃ পাঞ্জাব-হরিয়ানার বেশিরভাগ এলাকা উর্বর পলিগঠিত সমতল ভূমি হওয়াই গম ধান, আখ তুলো প্রভৃতি উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
(২)কৃষি জমির সম্প্রসারণ: উন্নত জলসেচ ব্যবস্থার ফলে এই অঞ্চলে কম বৃষ্টিপাত হলেও জলসেচ ব্যবস্থার ব্যাপক প্রসার ঘটেছে।
(Q) ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও।
Ans : যে ইঞ্জিনিয়ারিং শিল্পে বৃহদায়তন ও ভারী অথচ জটিল যন্ত্রপাতি তৈরি হয় তাকে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলে।
(Q) উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও।
Ans : মহাকাশে কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর কোন নির্দিষ্ট স্থানের যে চিত্র তোলা হয় তাকে উপগ্রহ চিত্র বলে। একে ইংরেজি ভাষায় স্যাটেলাইট ইমেজও বলা হয়।
(Q) মিলিয়ন শীট বলতে কি বোঝো?
Ans : ভূবৈচিত্রসূচক মানচিত্র সঠিকভাবে অঙ্কন তথা সমীক্ষার সুবিধার্থে ভারতীয় সার্ভে অফ ইন্ডিয়া সমগ্র ভারতীয় উপমহাদেশকে প্রথম পর্যায়ে 4° অক্ষরেখা এবং 4° দ্রাঘিমা রেখার (4°×4°) ভিত্তিতে 135 টি গ্রিডে ভাগ করেছে। এগুলি বৃহৎ পর্যায়ের মানচিত্র এবং এর স্কেল হল 1 সেমিতে 10 কিমি (R.F= 1:1000000)। এই ধরনের ভূবৈচিত্রসূচক মানচিত্র গুলোকে মিলিয়ন শিট বলে।
(Q) প্রপাতকুপ কাকে বলে?
Ans : জলপ্রপাতের জল প্রবল বেগে যেখানে পড়ে সেখানে বিশালাকার গহ্বরের মত সৃষ্টি হয়, একে প্রপাত কূপ (Plunge Pool) বলে।
(Q) লোয়েশের সংজ্ঞা দাও।
Ans : লোয়েশ এক প্রকার সুক্ষ হলুদ বর্ণের বায়ু বাহিত ধুলো। সাধারনত মরুভূমি হতে অতি সুক্ষ বালুকরাশি বায়ু দ্বারা বাহিত হয়ে বহুদুরে অবস্থিত কোন নিম্নভূমিতে সঞ্চিত হলে তাকে লোয়েশ বলে।
(Q) আপেক্ষিক আর্দ্রতা কী?
Ans : আপেক্ষিক আর্দ্রতা হলো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে এবং একই তাপমাত্রায় ঐ বায়ু সম্ভাব্য (সর্বোচ্চ) কতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে তার অনুপাত।
(Q) পেরিগি জোয়ার বলতে কি বোঝো?
Ans : উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণের সময় চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে (3 লক্ষ 56 হাজার কিমি) থাকে, চাদের সেই অবস্থানকে পেরিজি বা অনুসুর অবস্থান বলে (কাছে থাকার জন্য এই সময় চাঁদকে প্রায় 14 শতাংশ বড়ো এবং প্রায় 25 গুণ উজ্জ্বল দেখায়)। এই সময়ে সৃষ্ট জোয়ারকে পেরিজি বা অনুভূ জোয়ার বলে।
(Q) বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে?
Ans : ফাঁকা জমিতে গর্ত খুঁড়ে বর্জ্য পদার্থ ভরাট করাকে বর্জ্য ভরাটকরণ বলে। এতে বর্জ্য পদার্থ ধীরে ধীরে বিশ্লেষিত হয়ে মাটির সঙ্গে মিশে যায়।
(Q) পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও।
Ans : শহরের গৃহস্থালি, হাসপাতাল প্রভৃতি উৎস থেকে আগত সমস্ত কঠিন বর্জ্য (বাজার থেকে আনা পলিপ্যাক, কাগজের ঠোঙা, পলিব্যাগ, গাছের পাতা, খড়, শাকসবজির অবশিষ্টাংশ) যেগুলি গারবেজ হিসাবে বেশি পরিচিত তাদের পুরসভার বর্জ্য বলে।
(Q) ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো।
Ans : (১) মরুজ উদ্ভিদ সাধারণত আকারে ছোট ও ঝোপযুক্ত হয়। (২) পাতা রূপান্তরিত হতে কন্টকে পরিণত হতে দেখা যায়।
(Q) অনুসারী শিল্প কাকে বলে?
Ans : একটি বৃহদায়তন শিল্পকে কেন্দ্র করে তার চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে ওঠে, এই বৃহদায়তন শিল্পকে কেন্দ্রীয় শিল্প এবং এই কেন্দ্রীয় শিল্পকে ঘিরে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলিকে অনুসারী শিল্প বা সহযোগী শিল্প বলা হয়।
(Q) সেন্সর বলতে কি বোঝো?
Ans : পরিবেশের কোন পরিস্থিতি (শব্দ, তাপ, আলো) ইত্যাদি প্রতি সাড়া দিতে পারে। Sensor হচ্ছে এক ধরনের কনভার্টার যা পরিবেশগত কোন পরিবর্তনকে সিগন্যালে পরিণত করে।
(Q) ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো।
Ans : ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের তিনটি ব্যবহার হল-
(১) সামরিক প্রয়োজন: ভূবৈচিত্র্যসূচক মানচিত্র সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সামরিক প্রয়োজনে।
(২) ভূমি ব্যবহারের পরিবর্তন বা নদীর গতিপথের পরিবর্তন বোঝার জন্য কোনো অঞ্চলের ভূমি ব্যবহারের পরিবর্তন বা নদীর গতিপথের পরিবর্তন বোঝার জন্য বিভিন্ন সময়ে প্রকাশিত ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ব্যবহার করা হয়