View VSAQ Question

(Q) প্রপাতকূপ (প্রাগুপুল) সৃষ্টি হয় _______ এর পাদদেশে।

Ans : জলপ্রপাত

(Q) বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় _______ শক্তির প্রভাবে।

Ans : কোরিওলিস

(Q) নিরক্ষীয় অঞ্চলে _______ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়।

Ans : পরিচলন

(Q) শীতল ______ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়।

Ans : ল্যাব্রাডর

(Q) বাবহৃত ইম্প্লেকশন সিরিঞ্জ একটি ______ বর্জ্য।

Ans : সংক্রামক

(Q) ন্যাপথা ______ শিল্পের প্রধান কাঁচামাল।

Ans : পেট্রোকেমিক্যাল

(Q) ২০১১ খ্রিষ্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতে সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হল _____।

Ans : সিকিম

(Q) চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধা দেখা যায়?

Ans : দ্রবণ

(Q) বায়ুমন্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায়?

Ans : থার্মোস্ফিয়ার/আয়নোস্ফিয়ার

(Q) কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রস্রোতের দিক পরিবর্তিত হয়?

Ans : ভারত মহাসাগর

(Q) কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম

Ans : মালনাদ

(Q) কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে ২০২০ খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্থ হয়েছে?

Ans : আমফান

(Q) শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদে একটি বৈশিষ্ট্য?

Ans : লবণাম্বু / ম্যানগ্রোভ

(Q) খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী?

Ans : নলপথ / পাইপ লাইন

(Q) ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো।

Ans : সমোন্নতি রেখা

(Q) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো:
নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়।

Ans : শু

(Q) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো:
ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়।

Ans : অ

(Q) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো:
সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়।

Ans : শু

(Q) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো:
হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা।

Ans : অ

(Q) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো:
গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত।

Ans : অ

(Q) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো:
আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ।

Ans : শু

(Q) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো:
মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপেলো।

Ans : অ

(Q) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো
মেরুঅঞ্চলে হিমরেখার উচ্চতা শূন্য মিটার।

Ans : 'শু'

(Q) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো
আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায়।

Ans : 'শু'

(Q) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো
চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু।

Ans : 'অ'

(Q) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো
সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে থাকে তখন সিজিগি হয়।

Ans : 'অ'

(Q) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো
সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে থাকে তখন সিজিগি হয়।

Ans : 'অ'

(Q) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো
দূষিত বাতাসকে স্ক্রাবারের সাহায্যে পরিশ্রুত করা হয়।

Ans : 'শু'

(Q) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো
ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরল।

Ans : 'অ'

(Q) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো
উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটারের ব্যবহার আবশ্যিক।

Ans : 'শু'

(Q) ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে __________ বলে।

Ans : খাড়ি

(Q) বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ________ নামে পরিচিত।

Ans : আর্গ

(Q) বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় _________ যন্ত্রের সাহায্যে।

Ans : অ্যানিমোমিটার

(Q) ________ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়।

Ans : উষ্ণ / সমূদ্র।

(Q) মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় ________ বলে।

Ans : কয়াল

(Q) জোয়ার বাজরা রাগি প্রভৃতি ফসলকে একসাথে _________ বলে।

Ans : মিলেট

(Q) ভারতে মহাকাশ গবেষণা সংস্থাটি _________ স্থানে অবস্থিত।

Ans : ব্যাঙ্গালুরু

(Q) মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো।

Ans : ওয়াদি

(Q) সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উল্লেখ করো।

Ans : ১০০%

(Q) একটি পৃথিবীবিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো।

Ans : গ্র্যাণ্ডব্যাঙ্ক

(Q) একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও।

Ans : সব্জির খোসা, কৃষি বর্জ্য

(Q) গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে?

Ans : খাদার

(Q) ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?

Ans : অসম

(Q) ২০১১ খ্রিষ্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কতো?

Ans : 74.04%

(Q) ভারতের কোন্ সংস্থা ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করে?

Ans : সার্ভে অব ইন্ডিয়া

(Q) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো
ভাগিরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হল দেবপ্রয়াগ।

Ans : 'শু'

(Q) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো
মিস্ট্রাল একটি উষ্ম স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত হয়।

Ans : 'অ'

(Q) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো
এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়।

Ans : 'শু'

(Q) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো
সূর্য, চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে।

Ans : 'শু'

(Q) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো
পুনর্নবীকরণের ফলে পুরানো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়।

Ans : 'শু'

(Q) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো
শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেট বলে।

Ans : 'অ'

(Q) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো
উপগ্রহ চিত্র ব্যাখার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক।

Ans : 'শু'

(Q) আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ___________ বলা হয়।

Ans : নগ্নীভবন

(Q) মরুঅঞ্চলে বায়ুর ________ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়।

Ans : অপসারণ

(Q) বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে, বায়ুর গতিবেগ __________ পায়।

Ans : বৃদ্ধি

(Q) সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ________ স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়।

Ans : অন্তঃ

(Q) ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হল NH ________

Ans : 7/34

(Q) ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা _______ এ অবস্থিত।

Ans : ব্যাঙ্গালুরু

(Q) বৈদ্যুতিন বর্জকে সংক্ষেপে বলা হয় _________ বর্জ্য।

Ans : E

(Q) পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কী?

Ans : আলাস্কার হুবার্ড

(Q) ভূপৃষ্ঠের কোন অঞ্চলের উপর বায়ুমণ্ডলে প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে?

Ans : আন্টাটিকায়

(Q) পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কী?

Ans : পলঘাট

(Q) কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে?

Ans : কয়াল

(Q) ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো।

Ans : কুঞ্চিকল / যোগ

(Q) ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়?

Ans : কলকাতা

(Q) ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি?

Ans : উত্তরপ্রদেশ

(Q) উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়?

Ans : সেন্সর ব্যান্ড, পিক্সেল, অ্যানোটেশন লাইন, ছদ্ম রঙ বা FCC (False Colour Composite).

(Q) বামদিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখো:
বামদিকডানদিক
(i) রত্না(A) পাইন
(ii) সরলবর্গীয় অরণ্য(B) মার্মাগাঁও
(iii) রেলের বগি নির্মাণ কেন্দ্র(C) উচ্চ ফলনশীল ধান বীজ
(iv) লৌহ আকরিক(D) পেরাম্বুর রপ্তানীকারক বন্দর

Ans : i)-C),ii)-A),iii)-D),iv)-B)