Go To Sir
Government Jobs Notifications
Government Job Preparation
Class V - XII
Mock Test
Other Services
Dear Lottery Result
News
Age Calculator
Unit Converter
Image Resizer
Clock
AI Chat
View MCQ Question
Home
View MCQ Question
(Q) একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো-
ভূমিকম্প
অগ্নুৎপাত
পাত সঞ্চালন
আবহবিকার
Ans : আবহবিকার
(Q) পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সঙ্কীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে-
বার্গসুন্ড
ক্রেভাস
অ্যারেট
সার্ক
Ans : বার্গসুন্ড
(Q) বায়ুমন্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো-
স্ট্র্যাটোস্ফিয়ার
মেসোস্ফিয়ার
ট্রপোস্ফিয়ার
আয়নোস্ফিয়ার
Ans : ট্রপোস্ফিয়ার
(Q) বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয়, যখন-
উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়
উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়
উচ্চতা বৃদ্ধি বা হ্রাসে উষ্ণতা অপরিবর্তিত থাকে
অক্ষাংশের মান বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়
Ans : উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়
(Q) ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো-
৬ ঘন্টা
৬ ঘন্টা ১৩ মিনিট
৬ ঘন্টা ৩০ মিনিট
৬ ঘন্টা ৪৫ মিনিট
Ans : ৬ ঘন্টা ১৩ মিনিট
(Q) সমুদ্রের যে স্থানে উয় ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে-
হিমানী সম্প্রপাত
হিমশৈল
হিমপ্রাচীর
হিমগুল্ম
Ans : হিমপ্রাচীর
(Q) বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো-
ধানের খোসা
ফ্লাই অ্যাশ
পলিথিন
ক্যাডমিয়াম
Ans : ধানের খোসা
(Q) ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো-
ডাল হ্রদ
নৈনিতাল
উলার হ্রদ
প্যাংগং হ্রদ
Ans : প্যাংগং হ্রদ
(Q) ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো-
শিলং মালভূমি
হিমালয়ের পাদদেশ অঞ্চল
পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল
ছোটোনাগপুর মালভূমি
Ans : শিলং মালভূমি
(Q) ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো-
লোহিত মৃত্তিকা
পলি মৃত্তিকা
কৃষ্ণ মৃত্তিকা
ল্যাটেরাইট মৃত্তিকা
Ans : কৃষ্ণ মৃত্তিকা
(Q) ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত-
লক্ষ্ণৌ
নাগপুর
কটক
মুম্বই
Ans : নাগপুর
(Q) বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো-
কাগজ শিল্প
লৌহ ইস্পাত শিল্প
দোহন শিল্প
পেট্রোরসায়ন শিল্প
Ans : কাগজ শিল্প
(Q) 'ভারতের ডেট্রয়েট' বলে পরিচিত-
জামশেদপুর
আহমেদাবা
পুনে
চেন্নাই
Ans : চেন্নাই
(Q) উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রং-এর সাহায্যে নির্দেশ করা হয় তা হলো-
সবুজ
লাল
গাঢ় নীল
হলুদ
Ans : সবুজ
(Q) যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে-
নগ্নীভবন
আরোহন
পর্যায়ন
অবরোহন
Ans : পর্যায়ন
(Q) মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো-
অপসারণ
অবঘর্ষ
ঘর্ষন
লক্ষদান
Ans : অপসারণ
(Q) সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো
১০১২.২ মিলিবার
১০১৩.২ মিলিবার
১০১৪.২ মিলিবার
১০১৫.২ মিলিবার
Ans : ১০১৩.২ মিলিবার
(Q) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে
গ্রীষ্মকালে
বসন্তকালে
শীতকালে
সারাবছরব্যাপী
Ans : সারাবছরব্যাপী
(Q) এল নিনোর প্রভাব দেখা যায়-
আটলান্টিক মহাসাগর
ভারত মহাসাগর
প্রশান্ত মহাসাগর
উত্তর মহাসাগর
Ans : প্রশান্ত মহাসাগর
(Q) কোন স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হল-
১২ ঘন্টা
১২ ঘণ্টা ২৬ মিনিট
২৪ ঘন্টা
২৪ ঘন্টা ৫২ মিনিট
Ans : ১২ ঘণ্টা ২৬ মিনিট
(Q) নিম্নলিখিত গুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হলো-
পারদ
কৃষি জমির বর্জ্য
সেলুলোজ
রান্নাঘরের বর্জ্য
Ans : পারদ
(Q) বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হল-
৩০ টি
২৯ টি
২৮ টি
২৭ টি
Ans : ২৮ টি
(Q) ভারতের সর্বোচ্চ মালভূমি হল-
মালবের মালভূমি
মেঘালয় মালভূমি
তেলেঙ্গানা মালভূমি
লাদাখ মালভূমি
Ans : লাদাখ মালভূমি
(Q) গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত-
কানপুর
এলাহাবাদ
দেবপ্রয়াগ
বারাণসি
Ans : এলাহাবাদ
(Q) পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো-
জম্মু ও কাশ্মীর
তামিলনাড়
কেরল
মেঘালয়
Ans : জম্মু ও কাশ্মীর
(Q) ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানঅধিকারী রাজ্যটি হল-
কেরল
তামিলনাড়ু
কর্ণাটক
অন্ধ্রপ্রদেশ
Ans : কর্ণাটক
(Q) ভারতে বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো-
দুর্গাপুর স্টিল প্ল্যান্ট
ভিলাই স্টিল প্ল্যান্ট
সালেম স্টিল প্ল্যান্ট
টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট
Ans : টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট
(Q) 74 M/7 মানচিত্রের সংখ্যা সূচক স্কেল হল-
1:10,000
1:25,000
1:50,000
1:1,00,000
Ans : 1:50,000
(Q) যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে-
আবহবিকার
পর্যায়ন প্রক্রিয়া
অন্তর্জাত প্রক্রিয়া
পুঞ্জয় প্রক্রিয়া
Ans : পুঞ্জয় প্রক্রিয়া
(Q) মরু সমপ্রায়ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়-
ইয়াদাও
জুইগেন
বালিয়াড়ি
ইনসেলবার্জ
Ans : ইনসেলবার্জ
(Q) অশ্ব অক্ষাংশ অবস্থিত-
নিরক্ষীয় নিম্নচাপ বলয়
উপক্রান্তীয় উচ্চচাপ বলয়
মেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়
মেরু উচ্চচাপ বলয়
Ans : উপক্রান্তীয় উচ্চচাপ বলয়
(Q) দিনরাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায়-
নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে
ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে
ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে
Ans : উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে
(Q) সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে-
বায়ুপ্রবাহ
পৃথিবীর পরিক্রমণ
মগ্নচড়া
সব কটিই প্রযোজ্য
Ans : সব কটিই প্রযোজ্য
(Q) কোনো স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায়-
দু-ঘণ্টার বেশি
ছয় ঘণ্টার বেশি
চার ঘণ্টার বেশি
আট ঘণ্টার বেশি
Ans : ছয় ঘণ্টার বেশি
(Q) যানবাহনের কার্বনকণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়-
পরিস্রাবক ঘূর্ণায়ণ
তাড়িতিক অধঃক্ষেপক
স্ক্রাবার
আস্তরণযুক্ত অ্যালুমিনা
Ans : স্ক্রাবার
(Q) ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হ'ল-
নিরক্ষরেখা
মকরক্রান্তিরেখা
মূল মধ্যরেখা
কর্কটক্রান্তিরেখা
Ans : কর্কটক্রান্তিরেখা
(Q) গোদাবরী ও কৃষা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হ'ল-
কোলেরু
পুলিকট
চিল্কা
ভেম্বনাদ
Ans : কোলেরু
(Q) ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটি হ'ল-
কূপ ও নলকূপ
জলাশয়
খাল
ফোয়ারা
Ans : কূপ ও নলকূপ
(Q) ভারতে পশ্চিমীঝঞ্জা দেখা যায়-
গ্রীষ্মকালে
শরৎকালে
বর্ষাকালে
শীতকালে
Ans : শীতকালে
(Q) সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়-
ইক্ষু চাষে
চা চাষে
পাট চাষে
কফি চাষে
Ans : ইক্ষু চাষে
(Q) পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত-
জুনপুটে
কোলকাতায়
শঙ্করপুরে
হলদিয়ায়
Ans : হলদিয়ায়
(Q) ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হল-
বাদামি
কালো
লাল
নীল
Ans : বাদামি