(Q) কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়?
Ans : ৫ জুন আন্তর্জাতিক পরিবেশ দিবসরূপে উদযাপন করা হয়।
(Q) সরকারী নথিপত্র কোথায় সংরক্ষিত হয়?
Ans : সরকারি নথিপত্র মহাফেজখানায় সংরক্ষিত হয়।
(Q) কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়?
Ans : ১৯৩০ খ্রিস্টাব্দে (২২ জুন) নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়।
(Q) বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন?
Ans : রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন।
(Q) ঠিক বা ভুল নির্ণয় করো:
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষকশ্রেণির মধ্যে
Ans : ভুল
(Q) নীলবিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার।
Ans : ঠিক
(Q) ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদুমিঞা
Ans : ভুল
(Q) 'দি বেঙ্গলী' পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
Ans : ঠিক
(Q) ভারতের প্রথম ভাইসরয় ছিলেন ______ ।
Ans : লর্ড ক্যানিং
(Q) কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় _______ খ্রিস্টাব্দে।
Ans : ১৮৩৫
(Q) 'গোরা' উপন্যাসটি রচনা করেন _______ ।
Ans : রবীন্দ্রনাথ ঠাকুর
(Q) হরিসিং ছিলেন কাশ্মীরের _______ ।
Ans : শেষ মহারাজা
(Q) নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো:
বিবৃতি: হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ১৮১৭ খ্রিস্টাব্দে।
ব্যাখ্যা ১: এটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল হিন্দুশাস্ত্রে শিক্ষাদান করা।
ব্যাখ্যা ২:এটি ছিল হিন্দু ছাত্র-ছাত্রীদের জন্য একটি সহ-শিক্ষামূলক প্রতিষ্ঠান।
ব্যাখ্যা ৩:এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য।
Ans : ব্যাখ্যা ৩:এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য।
(Q) নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো:
বিবৃতি:বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল ১৯২৮ খ্রিস্টাব্দে।
ব্যাখ্যা ১:এটি ছিল কারখানার মালিকশ্রেণির শোষণের বিরুদ্ধে শ্রমিকশ্রেণির একটি আন্দোলন।
ব্যাখ্যা ২:এটি ছিল মূলতঃ সরকারি রাজস্ববৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষকশ্রেণি ও কৃষিশ্রমিকদের যৌথ আন্দোলন।
ব্যাখ্যা ৩:এটি ছিল ঋণ-দাস কৃষিশ্রমিকদের ধনী কৃষকশ্রেণির শোষণ-অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন।
Ans : ব্যাখ্যা ২:এটি ছিল মূলতঃ সরকারি রাজস্ববৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষকশ্রেণি ও কৃষিশ্রমিকদের যৌথ আন্দোলন।
(Q) নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো:
বিবৃতি:দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা।
ব্যাখ্যা ১:তিনি অসহযোগ আন্দোলনের সময়ে মেদিনীপুরে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
ব্যাখ্যা ২: তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
ব্যাখ্যা ৩: তিনি ছিলেন বাংলায় ভারতছাড়ো আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা।
Ans : ব্যাখ্যা ১:তিনি অসহযোগ আন্দোলনের সময়ে মেদিনীপুরে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
(Q) নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো:
বিবৃতি:১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ই ফেব্রুয়ারি দিনটি রসিদ আলি দিবস রূপে পালিত হয়।
ব্যাখ্যা ১: রসিদ আলি ছিলেন 'ভারত ছাড়ো' আন্দোলনের জনৈক শহীদ।
ব্যাখ্যা ২:রসিদ আলি ছিলেন একজন জনপ্রিয় ছাত্রনেতা।
ব্যাখ্যা ৩:রসিদ আলি ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন।
Ans : ব্যাখ্যা ৩:রসিদ আলি ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন।
(Q) ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়?
Ans : ১৮৫৩ খ্রীঃ
(Q) গ্রামবার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হত?
Ans : গ্রামবার্তা পত্রিকাটি কুষ্ঠিয়া থেকে প্রকাশিত হত।
(Q) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট-এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
Ans : প্রমথনাথ বসু
(Q) 'গান্ধিবুড়ি' নামে কে পরিচিত ছিলেন?
Ans : মাতঙ্গিনী হাজরা
(Q) ঠিক বা ভুল নির্ণয় করো:
বিপিনচন্দ্র পালের জীবনীগ্রন্থের নাম 'সত্তর বৎসর'।
Ans : ঠিক
(Q) ঠিক বা ভুল নির্ণয় করো:
প্রথম ভারতীয় শবব্যবচ্ছেদকারী ছিলেন মধুসুদন দত্ত।
Ans : ভুল
(Q) ঠিক বা ভুল নির্ণয় করো:
ড. অনিল শীল আঠারো শতককে 'সভাসামতির যুগ' বলে অভিহিত করেছেন।
Ans : ভুল
(Q) ঠিক বা ভুল নির্ণয় করো:
গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী।
Ans : ভুল
(Q) বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কী?
Ans : সত্তর বৎসর
(Q) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
Ans : গুরুদাস বন্দ্যোপাধ্যায়
(Q) কত খ্রিষ্টাব্দে 'নীল কমিশন' গঠিত হয়?
Ans : ১৮৬০ খ্রিস্টাব্দে
(Q) 'বর্ণপরিচয়' কে রচনা করেন?
Ans : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(Q) ঠিক বা ভুল নির্ণয় করো:
'নদীয়া কাহিনী' গ্রন্থটি 'শহরের ইতিহাস'-এর অন্তর্গত।
Ans : ভুল
(Q) ঠিক বা ভুল নির্ণয় করো:
বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্মসমাজের নেতা।
Ans : ভুল
(Q) ঠিক বা ভুল নির্ণয় করো:
ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু।
Ans : ঠিক
(Q) ঠিক বা ভুল নির্ণয় করো:
লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী।
Ans : ভুল
(Q) 'ক' স্তন্ত এর সাথে 'খ' স্তম্ভ মেলাও:
| 'ক' স্তম্ভ | 'খ' স্তম্ভ |
|---|
| (i) টমাস ব্যাবিংটন মেকলে | (A) ল্যান্ডহোল্ডার্স সোসাইটি |
| (ii) কেশবচন্দ্র সেন | (B) বর্তমান ভারত |
| (iii) রাজা রাধাকান্ত দেব | (C) পাশ্চাত্য শিক্ষা |
| (iv) স্বামী বিবেকানন্দ | (D) নববিধান |
Ans : টমাস ব্যাবিংটন মেকলে - পাশ্চাত্য শিক্ষা, কেশবচন্দ্র সেন - নববিধান, রাজা রাধাকান্ত দেব - ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, স্বামী বিবেকানন্দ - বর্তমান ভারত
(Q) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন __________
Ans : ভবানী পাঠক
(Q) নীলবিদ্রোহের একটি কেন্দ্র ছিল __________
Ans : নদীয়া
(Q) মহাবিদ্রোহের (১৮৫৭ খ্রিঃ) সময়ে ভারতের গভর্নর জেনারেল ছিলেন _________
Ans : লর্ড ক্যানিং
(Q) হায়দ্রাবাদ রাজ্যটি স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয় ______ খ্রিষ্টাব্দে।
Ans : ১৯৪৮