View MCQ Question

(Q) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন-

  1. শহরের ইতিহাসে
  2. থানীয় ইতিহাসে
  3. শিল্পচর্চার ইতিহাসে
  4. বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে

Ans : বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে

(Q) 'নদীয়া কাহিনী' গ্রন্থটি রচনা করেন-

  1. নিখিলনাথ রায়
  2. কুমুদরঞ্জন মল্লিক
  3. সতীশচন্দ্র মিত্র
  4. কুমুদনাথ মল্লিক

Ans : কুমুদনাথ মল্লিক

(Q) 'কাউন্সিল অফ এডুকেশন' গঠিত হয়-

  1. ১৮১৩ খ্রিঃ
  2. ১৮২৩ খ্রিঃ
  3. ১৮৩৫ খ্রিঃ
  4. ১৮৪২ খ্রিঃ

Ans : ১৮৪২ খ্রিঃ

(Q) গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত 'স্ত্রীশিক্ষা বিধায়ক' পুস্তিকাটি প্রকাশিত হয়-

  1. ১৮১৭ খ্রিঃ
  2. ১৮২২ খ্রিঃ
  3. ১৮২৩ খ্রিঃ
  4. ১৮৩৫ খ্রিঃ

Ans : ১৮২২ খ্রিঃ

(Q) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন-

  1. স্যার রমেশচন্দ্র মিত্র
  2. স্যার আশুতোষ মুখোপাধ্যায়
  3. স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
  4. স্যার জেমস উইলিয়াম কোলভিল

Ans : স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়

(Q) ঔপনিবেশিক অরণ্য আইনের (১৮৭৮ খ্রিঃ) বিরুদ্ধে সংঘটিত আদিবাসী বিদ্রোহটি হল-

  1. সাঁওতাল হুল
  2. মুণ্ডা বিদ্রোহ
  3. কোল বিদ্রোহ
  4. রম্পা বিদ্রোহ

Ans : মুণ্ডা বিদ্রোহ

(Q) নীলবিদ্রোহের দু'জন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন, এটি ছিল-

  1. পাবনা জেলায়
  2. খুলনা জেলায়
  3. নদিয়া জেলায়
  4. ফরিদপুর জেলায়

Ans : নদিয়া জেলায়

(Q) ব্রিটিশ পার্লামেন্ট 'উন্নততর ভারতশাসন আইন' পাশ করেছিল-

  1. ১৫ জুলাই ১৮৫৮ খ্রিঃ
  2. ২ আগস্ট, ১৮৫৮ খ্রিঃ
  3. ১০ অক্টোবর, ১৮৫৮ খ্রিঃ
  4. ৫ ডিসেম্বর, ১৮৫৮ খ্রিঃ

Ans : ২ আগস্ট, ১৮৫৮ খ্রিঃ

(Q) ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল-

  1. ভারত সভা
  2. বঙ্গভাষা প্রকাশিকা সভা
  3. ল্যান্ড হোল্ডার্স সোসাইটি
  4. ভারতের জাতীয় কংগ্রেস

Ans : বঙ্গভাষা প্রকাশিকা সভা

(Q) নবগোপাল মিত্র ছিলেন হিন্দুমেলার-

  1. সভাপতি
  2. সহ-সভাপতি
  3. সম্পাদক
  4. সহ-সম্পাদক

Ans : সহ-সম্পাদক

(Q) বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু, অধ্যাপক ছিলেন-

  1. গণিত শাস্ত্রের
  2. রসায়ন শাস্ত্রের
  3. পদার্থ বিদ্যার
  4. জীববিদ্যার

Ans : পদার্থ বিদ্যার

(Q) বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন-

  1. উইলিয়ম কেরি
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গঙ্গাকিশোর ভট্টাচার্য
  4. উপেন্দ্র কিশোর রায়চৌধুরী

Ans : গঙ্গাকিশোর ভট্টাচার্য

(Q) সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন-

  1. বাবা রামচন্দ্র
  2. এন. জি. রঙ্গ
  3. স্বামী সহজানন্দ
  4. ফজলুল হক

Ans : স্বামী সহজানন্দ

(Q) কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন-

  1. বিহারে
  2. গুজরাটে
  3. রাজস্থানে
  4. যুক্তপ্রদেশে

Ans : রাজস্থানে

(Q) গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল-

  1. ১৯১৮ খ্রিঃ
  2. ১৯২২ খ্রিঃ
  3. ১৯২৮ খ্রিঃ
  4. ১৯৩২ খ্রিঃ

Ans : ১৯১৮ খ্রিঃ

(Q) ভারতছাড়ো আন্দোলনে (১৯৪২) ভোগেশ্বরী ফুকোননী শহীদ হয়েছিলেন-

  1. গুজরাটে
  2. পাঞ্জাবে
  3. আসামে
  4. উড়িষ্যায়

Ans : আসামে

(Q) অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন-

  1. শচীন্দ্র প্রসাদ বসু
  2. কৃষ্ণকুমার মিত্র
  3. চিত্তরঞ্জন দাস
  4. আনন্দমোহন বসু

Ans : শচীন্দ্র প্রসাদ বসু

(Q) বীণা দাস বাংলার ছোটোলাট স্ট্যান্সী জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন-

  1. ১৯২৮ খ্রিঃ
  2. ১৯৩০ খ্রিঃ
  3. ১৯৩২ খ্রিঃ
  4. ১৯৩৬ খ্রিঃ

Ans : ১৯৩২ খ্রিঃ

(Q) স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন-

  1. হৃদয়নাথ কুঞ্জরু
  2. বল্লভ ভাই প্যাটেল
  3. পত্তি শ্রীরামালু
  4. পট্টভি সীতারামাইয়া

Ans : পত্তি শ্রীরামালু

(Q) গোয়া ভারতভুক্ত হয়-

  1. ১৯৪৭ খ্রিঃ
  2. ১৯৫৬ খ্রিঃ
  3. ১৯৬১ খ্রিঃ
  4. ১৯৭১ খ্রিঃ

Ans : ১৯৬১ খ্রিঃ

(Q) রাচেল কারসন যুক্ত ছিলেন-

  1. আঞ্চলিক ইতিহাসে
  2. নারীর ইতিহাসে
  3. পরিবেশের ইতিহাসে
  4. শহরের ইতিহাসে

Ans : পরিবেশের ইতিহাসে

(Q) বঙ্কিমচন্দ্র 'বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদনা করেছিলেন-

  1. তিন বছর
  2. চার বছর
  3. দশ বছর
  4. বারো বছর

Ans : চার বছর

(Q) রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন-

  1. ১৮২১ খ্রিঃ
  2. ১৮২৩ খ্রিঃ
  3. ১৮১৫ খ্রিঃ
  4. ১৮২৬ খ্রিঃ

Ans : ১৮১৫ খ্রিঃ

(Q) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন-

  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. বিদ্যাসাগর
  3. আনন্দমোহন বসু
  4. আশুতোষ মুখোপাধ্যায়

Ans : আশুতোষ মুখোপাধ্যায়

(Q) 'রেনেসাঁস' শব্দটি হল, একটি-

  1. ইংরেজি শব্দ
  2. ফরাসি শব্দ
  3. ইতালিয় শব্দ
  4. ল্যাটিন শব্দ

Ans : ফরাসি শব্দ

(Q) 'জঙ্গলমহল' নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল-

  1. সাঁওতাল বিদ্রোহের পরে
  2. কোল বিদ্রোহের পরে
  3. চুয়াড় বিদ্রোহের পরে
  4. মুণ্ডা বিদ্রোহের পরে

Ans : চুয়াড় বিদ্রোহের পরে

(Q) ভারতের রাজকীয় বনবিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন-

  1. জোহান ব্রুগার
  2. এলিয়াস ফিসার
  3. ডিয়েট্রিস ব্রান্ডিস
  4. ফ্রেডারিক হফম্যান

Ans : ডিয়েট্রিস ব্রান্ডিস

(Q) মহাবিদ্রোহকে (১৮৫৭) যে ব্রিটিশ লেখক 'সিপাহি বিদ্রোহ' আখ্যা দিয়েছেন

  1. চার্লস রেইকস্
  2. নর্টন
  3. ম্যালেসন
  4. ডিজরেলি

Ans : চার্লস রেইকস্

(Q) চৈত্রমেলা, 'হিন্দুমেলা' রূপে পরিচিত হয়-

  1. ১৮৬৭ খ্রিঃ থেকে
  2. ১৮৭০ খ্রিঃ থেকে
  3. ১৮৭২ খ্রিঃ থেকে
  4. ১৮৭৫ খ্রিঃ থেকে

Ans : ১৮৬৭ খ্রিঃ থেকে

(Q) ভারতসভার প্রথম সভাপতি ছিলেন –

  1. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  2. আনন্দমোহন বসু
  3. রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
  4. শিবনাথ শাস্ত্রী

Ans : রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

(Q) বাংলাপুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন-

  1. উইলিয়াম কেরি
  2. রামমোহন রায়
  3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. গঙ্গাকিশোর ভট্টাচার্য

Ans : গঙ্গাকিশোর ভট্টাচার্য

(Q) বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয়-

  1. ১৭৭৮ খ্রিঃ
  2. ১৮৭৮ খ্রিঃ
  3. ১৯২৫ খ্রিঃ
  4. ১৯৩৫ খ্রিঃ

Ans : ১৯৩৫ খ্রিঃ

(Q) 'দেশপ্রাণ' নামে পরিচিত ছিলেন

  1. অশ্বিনীকুমার দত্ত
  2. সতীশচন্দ্র সামস্ত
  3. যতীন্দ্রমোহন সেনগুপ্ত
  4. বীরেন্দ্রনাথ শাসমল

Ans : বীরেন্দ্রনাথ শাসমল

(Q) ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল-

  1. গিরনি কামগার ইউনিয়ন
  2. মাদ্রাজ লেবার ইউনিয়ন
  3. ইন্ডিয়ান মিলহ্যান্ডস্ ইউনিয়ন
  4. সর্বভারতীয় ট্রেডইউনিয়ন কংগ্রেস

Ans : মাদ্রাজ লেবার ইউনিয়ন

(Q) কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন-

  1. বীরেন্দ্রনাথ শাসমল
  2. প্রফুল্লচন্দ্র সেন
  3. ফজলুল হক
  4. বাবা রামচন্দ্র

Ans : ফজলুল হক

(Q) 'বঙ্গলক্ষ্মীর ব্রতকথা' রচনা করেন-

  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. অবনীন্দ্রনাথ ঠাকুর
  3. রজনীকান্ত সেন
  4. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

Ans : রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

(Q) নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেম

  1. উর্মিলা দেবী
  2. বাসন্তী দেবী
  3. সরলাদেবী চৌধুরানি
  4. সুনীতি দেবী

Ans : উর্মিলা দেবী

(Q) এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন-

  1. রামস্বামী নাইকার
  2. ত্যাগরাজা চেটি
  3. নারায়ন গুরু
  4. ভীমরাও আম্বেদকর

Ans : নারায়ন গুরু

(Q) ভাষাভিত্তিক পৃথক অন্তপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল

  1. ১৯৪৭ খ্রিঃ
  2. ১৯৫০ খ্রিঃ
  3. ১৯৫৩ খ্রিঃ
  4. ১৯৫৬ খ্রিঃ

Ans : ১৯৫৩ খ্রিঃ

(Q) পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়

  1. ১৯৫০ খ্রিঃ
  2. ১৯৫২ খ্রিঃ
  3. ১৯৫৬ খ্রিঃ
  4. ১৯৬০ খ্রিঃ

Ans : ১৯৫৬ খ্রিঃ

(Q) 'বিশ্বপরিবেশ দিবস' পালিত হয়-

  1. ৮ ই জানুয়ারি
  2. ২৪ শে ফেব্রুয়ারি
  3. ৮ ই মার্চ
  4. ৫ ই জুন

Ans : ৫ ই জুন

(Q) ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে-

  1. পর্তুগিজ
  2. ইংরেজ
  3. মুঘল
  4. ওলন্দাজ

Ans : পর্তুগিজ

(Q) প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয়-

  1. ১৮৭২ খ্রিঃ
  2. ১৮৭৮ খ্রিঃ
  3. ১৮৮২ খ্রিঃ
  4. ১৮৯০ খ্রিঃ

Ans : ১৮৮২ খ্রিঃ

(Q) দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে যোগ দেন-

  1. ১৮৩০ খ্রিঃ
  2. ১৮৩৩ খ্রিঃ
  3. ১৮৪৩ খ্রিঃ
  4. ১৮৫০ খ্রিঃ

Ans : ১৮৩৩ খ্রিঃ

(Q) বাংলার নবজাগরণ ছিল-

  1. ব্যক্তিকেন্দ্রিক
  2. প্রতিষ্ঠানকেন্দ্রিক
  3. কলকাতাকেন্দ্রিক
  4. গ্রামকেন্দ্রিক

Ans : কলকাতাকেন্দ্রিক

(Q) দ্বিতীয় অরণ্য আইনে (১৮৭৮) লাভবান হয়েছিল-

  1. আদিবাসী সম্প্রদায়
  2. ব্রিটিশ সরকার
  3. ব্যবসায়ী শ্রেণি
  4. ব্রিটিশ সরকার ও আদিবাসীশ্রেণি উভয়েই

Ans : ব্রিটিশ সরকার ও আদিবাসীশ্রেণি উভয়েই

(Q) 'হুল' কথাটির অর্থ হল-

  1. ঈশ্বর
  2. স্বাধীনতা
  3. অস্ত্র
  4. বিদ্রোহ

Ans : বিদ্রোহ

(Q) মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮) প্রধান উদ্দেশ্য ছিল

  1. ভারতবাসীর আনুগত্য অর্জন
  2. ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যবসার অধিকার লাভ
  3. ভারতীয় প্রজাদের স্বায়ত্ত্বশাসনের অধিকার প্রদান
  4. মহাবিদ্রোহে (১৮৫৭) বন্দী ভারতীয়দের মুক্তিদান

Ans : ভারতীয় প্রজাদের স্বায়ত্ত্বশাসনের অধিকার প্রদান

(Q) ল্যান্ডহোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন-

  1. রাজা রাধাকান্ত দেব
  2. প্রসন্ন কুমার ঠাকুর
  3. রাজা রামমোহন রায়
  4. দ্বারকানাথ ঠাকুর

Ans : রাজা রাধাকান্ত দেব

(Q) হিন্দুমেলার সম্পাদক ছিলেন-

  1. নবগোপাল মিত্র
  2. গণেন্দ্রনাথ ঠাকুর
  3. রাজনারায়ণ বসু
  4. গগনেন্দ্রনাথ ঠাকুর

Ans : গগনেন্দ্রনাথ ঠাকুর

(Q) বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়-

  1. ১৫৫৬ খ্রিঃ
  2. ১৭৭৮ খ্রিঃ
  3. ১৭৮৫ খ্রিঃ
  4. ১৮০০ খ্রিঃ

Ans : ১৭৭৮ খ্রিঃ

(Q) বেঙ্গল টেক্সিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন-

  1. অরবিন্দ ঘোষ
  2. সতীশচন্দ্র বসু
  3. যোগেশচন্দ্র ঘোষ
  4. প্রমথনাথ বসু

Ans : প্রমথনাথ বসু

(Q) 'দেশপ্রাণ' নামে পরিচিত ছিলেন-

  1. সতীশচন্দ্র সামস্ত
  2. অশ্বিনীকুমার দত্ত
  3. বীরেন্দ্রনাথ শাসমল
  4. যতীন্দ্রমোহন সেনগুপ্ত

Ans : বীরেন্দ্রনাথ শাসমল

(Q) মোপলা বিদ্রোহ (১৯২১) হয়েছিল-

  1. মালাবার উপকূলে
  2. কোঙ্কন উপকূলে
  3. গোদাবরী উপত্যকায়
  4. তেলেঙ্গানা অঞ্চলে

Ans : মালাবার উপকূলে

(Q) 'মিরাট ষড়যন্ত্র মামলা' (১৯২৯) হয়েছিল-

  1. জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে
  2. বিপ্লবীদের বিরুদ্ধে
  3. শ্রমিক নেতাদের বিরুদ্ধে
  4. কৃষক নেতাদের বিরুদ্ধে

Ans : শ্রমিক নেতাদের বিরুদ্ধে

(Q) 'নারী সত্যাগ্রহ সমিতি' প্রতিষ্ঠিত হয়েছিল-

  1. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে
  2. অসহযোগ আন্দোলনের সময়ে
  3. আইন অমান্য আন্দোলনের সময়ে
  4. ভারত ছাড়ো আন্দোলনের সময়ে

Ans : অসহযোগ আন্দোলনের সময়ে

(Q) 'মাস্টার দা' নামে পরিচিত ছিলেন-

  1. বেণীমাধব দাস
  2. সূর্য সেন
  3. কৃয়কুমার মিত্র
  4. হেমচন্দ্র ঘোষ

Ans : সূর্য সেন

(Q) মাদ্রাজে 'আত্মসম্মান আন্দোলন' শুরু করেন-

  1. রামস্বামী নাইকার
  2. নারায়ণ গুরু
  3. ভীমরাও আম্বেদকর
  4. গান্ধিজি

Ans : রামস্বামী নাইকার

(Q) স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল

  1. কাশ্মীর
  2. জুনাগড়
  3. হায়দ্রাবাদ
  4. জয়পুর

Ans : হায়দ্রাবাদ

(Q) পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল-

  1. গোদাবরী উপত্যকায়
  2. দক্ষিণ উড়িষ্যায়
  3. কাথিয়াবাড় উপদ্বীপে
  4. মালাবার উপকূলে

Ans : মালাবার উপকূলে