(Q) স্নায়ুকোশের অ্যাক্সনের মেডুলারি সিদ্ এবং নিউরিলেম্মার মাঝে নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার ______ কোশ দেখা যায়।
Ans : সোয়ান
(Q) _________ কোশ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না।
Ans : অ্যামাইটোসিস / প্রত্যক্ষ
(Q) জেনেটিক কাউন্সেলিং থ্যালাসেমিয়া রোগের _______ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে।
Ans : প্রচ্ছন্ন
(Q) পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো _______।
Ans : প্রকরণ
(Q) হাঁপানির সময় শ্বাসনালীর ক্লোমশাখা ও উপক্লোমশাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে ______ র ক্ষরণ ঘটে।
Ans : শ্লেষ্মা
(Q) মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত _______ সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের জলে মিশলে ইউট্রফিকেশন ঘটে।
Ans : ফসফেট
(Q) নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো
ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখের রেটিনার ক্ষমতা হলো উপযোজন।
Ans : মিথ্যা
(Q) নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো
হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার জন্য মাইটোসিস কোশবিভাজন ঘটে।
Ans : মিথ্যা
(Q) নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো
BbRr জিনোটাইপযুক্ত গিনিপিগ উভয় লোকাসের জন্য হেটেরোজাইগাস।
Ans : সত্য
(Q) নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো
নিষ্ক্রিয় অংগসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে।
Ans : মিথ্যা
(Q) নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো
ক্রায়োসংরক্ষণে তরল নাইট্রোজেন ও -196°C উতা ব্যবহার করা হয়।
Ans : সত্য
(Q) নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো
চোখের অপটিক স্নায়ু ও রেটিনার সংযোগস্থলে যে অংশে আলোকসুবেদী কোশ থাকে না, সেটি হলো অন্ধবিন্দু।
Ans : সত্য
(Q) বিসদৃশ শব্দটি বেছে লেখো
ADH, FSH, LH, TSH
Ans : ADH
(Q) উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম কী?
Ans : জিব্বেরেলিন
(Q) নীচের প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও পিউরিন: অ্যাডেনিন :: পিরিমিডিন : _________
Ans : থাইমিন
(Q) বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কী?
Ans : উভয়ই লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন জিন
(Q) সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য ও জিভ মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিনদুটির মধ্যে পার্থক্য কী?
Ans : সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনটি প্রচ্ছন্ন এবং জিভ মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিনটি প্রকট।
(Q) সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণগ্রন্থির ভূমিকা কী?
Ans : জলের সাথে শোষিত অতিরিক্ত জল নির্গত করে।
(Q) নীচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো:
কফের সংগে ঘন শ্লেষ্মা নির্গমন, ব্রংকাইটিস, ধূমপায়ীদের আক্রান্ত হওয়ার অধিক সম্ভাবনা, মানুষের শ্বসনতন্ত্রের ক্লোমশাখার প্রদাহ।
Ans : ব্রংকাইটিস
(Q) কুমির সংরক্ষণে গৃহীত 'প্রোজেক্ট ক্রোকোডাইল'-এ কোন্ বিষয়টির ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে?
Ans : প্রজনন
(Q) ন্যাস্টিক চলন বহিঃস্থ উদ্দীপকের _______ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়।
Ans : তীব্রতা
(Q) ________ কোশবিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে।
Ans : মিয়োসিস
(Q) বীজের কুঞ্চিত আকার একটি _________ বৈশিষ্ট্য।
Ans : প্রচ্ছন্ন
(Q) উটের রক্তের RBCর আকৃতি ______ হওয়ায় এটি অধিক মাত্রায় জলক্ষয় সহন করতে পারে।
Ans : ডিম্বাকার
(Q) বায়ুদূষণের সংগে সংশ্লিষ্ট একটি ব্যাধি হলো _________।
Ans : অ্যাজমা বা হাঁপানি
(Q) নীলগিরি ও __________ উভয়ই হলো বায়োস্ফিয়ার রিজার্ভ।
Ans : সুন্দরবন
(Q) সত্য বা মিথ্যা নির্ণয় করো:
অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়।
Ans : মিথ্যা
(Q) সত্য বা মিথ্যা নির্ণয় করো:
চেক পয়েন্টগুলোর কাজ বিঘ্নিত হলে কোশবিভাজন অনিয়ন্ত্রিত হয়।
Ans : সত্য
(Q) সত্য বা মিথ্যা নির্ণয় করো:
YyRR জিনোটাইপযুক্ত মটরগাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়।
Ans : মিথ্যা
(Q) সত্য বা মিথ্যা নির্ণয় করো:
একটি বনে বিভিন্ন ধরণের বাঘেদের মধ্যে অন্তঃপ্রজাতি ও আন্তঃপ্রজাতি সংগ্রাম উভয়ই পরিলক্ষিত হতে পারে।
Ans : সত্য
(Q) সত্য বা মিথ্যা নির্ণয় করো:
নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস।
Ans : সত্য
(Q) সত্য বা মিথ্যা নির্ণয় করো:
ট্রাইসেপস একটি ফ্লেক্সর পেশি।
Ans : মিথ্যা
(Q) আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচাঁড়াল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদ
Ans : এর সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেন।
(Q) মানুষের মধ্যে যদি মিয়োসিস এর পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোম সংখ্যা হত ________
Ans : ৮৮ টি
(Q) মানুষের পপুলেশনে 'X' ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হল __________
Ans : হিমোফিলিয়া
(Q) আধুনিক ঘোড়ার খুর হল তাদের পূর্বপুরুষের _____ নম্বর আঙ্গুলের রূপান্তর।
Ans : ৩
(Q) নাইট্রোজেন চক্রের _________ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলো ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তরিত হয়।
Ans : নাইট্রিফিকেশন
(Q) বাজারে বহুল বিকৃত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ____ জলের প্রচুর অপচয় ঘটে
Ans : ভৌম
(Q) নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো
ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধি জনিত চলন
Ans : সত্য
(Q) নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো
মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে
Ans : মিথ্যা
(Q) নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো
মেন্ডেল তাঁর বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন
Ans : মিথ্যা
(Q) নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো
বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে
Ans : সত্য
(Q) নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো
পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হল রডোডেনড্রন
Ans : সত্য
(Q) নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো
কোরয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে
Ans : মিথ্যা
(Q) বিসদৃশ শব্দটি বেছে লেখঃ
গুরুমস্তিষ্ক, হাইপো থ্যালামাস, পনস, থ্যালামাস।
Ans : পনস
(Q) সুস্থ মানুষের মধ্যে দেখা যায়, এমন একটি বংশাণুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও।
Ans : রোলার জিভ / যুক্ত ও মুক্ত কানের লতি।
(Q) সোয়ান কোশ কোথায় থাকে?
Ans : নিউরোনের অ্যানের বাইরের আবরণীতে সোয়ান কোশ থাকে।
(Q) নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূণ্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।
মাইটোসিস : ভ্রূণমূল :: মিয়োসিস :
Ans : ভ্রুণস্থলী / রেণুমাতৃকোশ।
(Q) মেন্ডেল তাঁর দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন?
Ans : স্বাধীন সঞ্চারণ সূত্র বা স্বাধীন বিন্যাস সূত্র।
(Q) শিম্পাঞ্জিরা কীভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়?
Ans : শত্রু পাথরের পাটাতনে (নেহাই) বাদাম রেখে পাথর বা গাছের শক্ত ডালকে হাতুড়ির মতো চালিয়ে বাদাম ভেঙে খায়।
(Q) নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো:
SPM, বায়ুদূষণ, গ্রিণহাউস গ্যাস, ফুসফুসের রোগ
Ans : বায়ুদূষণ
(Q) স্থানীয় মানুষ ও বনদপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো।
Ans : জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট (JFM)
(Q) A-স্তন্তে দেওয়া শব্দের সঙ্গে ৪- স্তন্তে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড় টি পুনরায় লেখ।
| A স্তম্ভ | B স্তম্ভ |
|---|
| (i) জিব্বেরেলিন | (A) rrYY |
| (ii) শাখা কলম | (B) ভূগর্ভস্থ জলের পূনর্নবীকরন |
| (iii) কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজ যুক্ত মটর গাছের জিনোটাইপ | (C) পিরিমিডিন ক্ষারক |
| (iv) সমসংস্থ অঙ্গ | (D) মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে |
| (v) জলাভূমি | (E) গঠন এক কিন্তু কাজ ভিন্ন |
| (vi) থাইমিন ও ইউরাসিল | (F) RRYy |
|
| (G) গোলাপ |
Ans : i)-D, ii)-G, iii)-A, iv)-E, v)-B, vi)-C