View MCQ Question
(Q) নীচের কোন অ্যালগোরিদমটি নিজেকেই নিজে কল করে-
- ডায়রেক্ট অ্যালগোরিদম
- ইন ডায়রেক্ট অ্যালগোরিদম
- রিকারসিভ অ্যালগোরিদম
- নন রিকারসিভ অ্যালগোরিদম
Ans : রিকারসিভ অ্যালগোরিদম
(Q) নীচের কোনটি নন রিকারসিভ অ্যালগোরিদম পদ্ধতির মাধ্যমে সমস্যার সমাধান করে।
- Looping
- Step by Step
- Input/Output
- Repetition
Ans : Step by Step
(Q) নীচের কোনটি অ্যালগোরিদমের বৈশিষ্ট্য নয় লেখো-
- Input
- Output
- Connector
- Correctness
Ans : Connector
(Q) সিউডো একটি _______ শব্দ যার অর্থ হল কৃত্রিম, তাই সিউডোকোডকে ছদ্ম প্রোগ্রাম বলা চলে।
- রোমান
- গ্রীক
- ভারতীয়
- স্প্যানিস
Ans : গ্রীক
(Q) সিউডোকোডকে _______ করা যায় না, তাই কম্পিউটারে ব্যবহার করে সঠিকতা যাচাই করা যায় না।
- চিত্ররূপ
- এক্সিকিউট
- অ্যালগোরিদম
- ভাষায় রূপান্তর
Ans : এক্সিকিউট
(Q) নীচের কোনটি সিউডোকোডের একটি কী-ওয়ার্ড ?
- Switch
- Input
- While
- Output
Ans : While
(Q) অ্যালগোরিদমের জটিলতার দুটি ভাগ হল-
- Space ও Time Complexity
- Date & Time Complexity
- Problem & Time Complexity
- Problem & Space Complexity
Ans : Space ও Time Complexity
(Q) নীচের কোনটি একটি প্রোগ্রামের Complexity Time ও Execution Time-এর যোগফল।
- N (P)
- S (P)
- T (P)
- N (S)
Ans : T (P)
(Q) ডেটা প্রসেসিং এর জটিলতা কম থাকলে অ্যালগোরিদমটি সম্পূর্ণ হতে সবচেয়ে কম সময় লাগে। এই ক্ষেত্রকে বলা হয়-
- Average Case
- Best Case
- Worst Case
- সবকটি
Ans : Best Case
(Q) অ্যালগোরিদমের রানিং টাইম সর্বোচ্চ হলে তাকে বলা হয়-
- Average Case
- Best Case
- Worst Case
- সবকটি
Ans : Worst Case
(Q) নীচের কোনটির দ্বারা আমরা টাইম কমপ্লেক্সিটি বের করে থাকি।
- Asymtotic Notation
- Best Case
- Space Complexity
- Worst Case
Ans : Asymtotic Notation
(Q) অ্যাসিমটোটিক নোটেশন কোনো একটি প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি নির্ধারণ করে।
- প্রোগ্রাম রান করার আগে
- প্রোগ্রাম রান করার পর
- প্রোগ্রাম রান করার সময়
- অ্যালগোরিদম ডিজাইনের আগে
Ans : প্রোগ্রাম রান করার আগে
(Q) বিগ ওমেগর সিম্বলটি হল-
- θ
- α
- Ω
- β
Ans : Ω
(Q) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যালগোরিদমের Big O নোটেশনের মাধ্যমে প্রকাশ করা হয়-
- লোয়ার বাউন্ড
- অ্যাভারেজ বাউন্ড
- মিডল বাউন্ড
- আপার বাউন্ড
Ans : আপার বাউন্ড
(Q) Big O হচ্ছে একটা অ্যালগোরিদম রান করতে __________ কত সময় লাগবে তার পরিমাপ।
- সর্বনিম্ন
- অ্যাভারেজ
- সর্বোচ্চ
- সবকটি
Ans : সর্বোচ্চ
(Q) Big O নোটেশন অনুযায়ী নীচে কোনগুলির Value কখনোই c.g (n) Value-এর থেকে বড় হবে না।
- g (n)
- c (n)
- f (n)
- k (n)
Ans : f (n)