View MCQ Question
(Q) জর্জ বুল বুলিয়ান বীজগণিত সম্পর্কে তার "On Certain Theorem in Calculus of Verification" নামক গবেষণা পত্র প্রকাশ করেন।
- 1800 সালে
- 1833 সালে
- 1904 সালে
- 1900 সালে
Ans : 1833 সালে
(Q) বুলিয়ান বীজগণিত প্রবর্তন করেন-
- ক্লদ শ্যানন
- জর্জ বুল
- অ্যারিস্টটল
- গডফ্রে লিবনিজ
Ans : জর্জ বুল
(Q) বুলিয়ান বীজগণিতে চলরাশিগুলির মধ্যে কয় ধরনের অপারেশন দেখা যায়।
- দুই
- চার
- তিন
- পাঁচ
Ans : তিন
(Q) বুলিয়ান বীজগণিতে '+' এর সাপেক্ষে অদ্বিতীয় সদস্য হল-
- 1
- 0
- 2
- 3
Ans : 0
(Q) বুলিয়ান বীজগণিতে Identity সূত্রটি হল-
- A + 0 = 0
- A + 0 = A
- A + 0 = C
- A + 0 = 1
Ans : A + 0 = A
(Q) বুলিয়ান বীজগণিতে Involution বা Double Complement সূত্র অনুসারে-
- Ā = Ā
- Ā = A.A
- Ā = Ā
- কোনোটিই সঠিক নয়
Ans : কোনোটিই সঠিক নয়
(Q) AND গেট এর ট্রুথ টেবিলে দুটি চলরাশি (A,B) থাকলে ট্রুথ টেবিলে রো এর সংখ্যা হবে-
- 2 টি
- ৪ টি
- 4 টি
- 16 টি
Ans : 4 টি
(Q) নীচের কোনটি বেসিক গেট নয়?
- OR
- NOT
- NOR
- AND
Ans : NOR
(Q) NOR Gate নীচের কোনটির Complement?
- AND
- OR
- NOT
- NAND
Ans : OR
(Q) AND gate এর আউটপুট High (1) হয় যখন-
- সব ইনপুট low হয়
- সব ইনপুট High হয়
- যে কোনো একটি ইনপুট High হয়
- যে কোনো একটি ইনপুট Low হয়
Ans : সব ইনপুট High হয়
(Q) নীচের কোন দুটি Universal gate?
- AND ও NAND
- NOR ও NAND
- XOR ও XNOR
- XOR ও NOR
Ans : NOR ও NAND
(Q) NAND gate ব্যবহার করে OR gate তৈরি করতে কয়টি NAND gate এর প্রয়োজন?
- 2
- 3
- 4
- 5
Ans : 3
(Q) NOR gate থেকে OR gate তৈরি করতে কতগুলি NOR gate এর প্রযোজন?
- 1
- 3
- 4
- 2
Ans : 2
(Q) NOR gate থেকে AND gate তৈরি করতে কয়টি NOR gate এর প্রয়োজন?
- 3
- 2
- 4
- 5
Ans : 3
(Q) SOP এর পূর্ণরূপ কি?
- Sum or Product
- Sum of Product
- Sum out of Product
- কোনোটিই নয়
Ans : Sum of Product
(Q) Minterm form কে প্রকাশ করা হয় নীচের কোন চিহ্ন দ্বারা-
- ∑
- θ
- π
- Ω
Ans : ∑
(Q) Maxterm form কে প্রকাশ করা হয় নীচের কোন চিহ্ন যারা-
- ∑
- θ
- π
- Ω
Ans : π
(Q) POS এর পূর্ণরূপ কি?
- Product of Sum
- Profit of Sum
- Product or Sum
- Profit or Sum
Ans : Product of Sum
(Q) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বুলিয়ান ফাংশনের সরলীকরণের একটি গুরুত্বপূর্ণ সচিত্র পদ্ধতি।
- K-Map
- Truth Table
- SOP
- POS
Ans : K-Map
(Q) দুটি চলরাশির বর্ণক্ষেত্রের (K-Map এ) প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেল এর মান যথাক্রমে 00, 01, 10 হলে চতুর্থ সেল এর মান হল-
- 12
- 21
- 11
- 22
Ans : 11
(Q) K-Map এ তিনটি চলরাশি যুক্ত (A. B. C) বর্গক্ষেত্রে অষ্টম সেলের মান হল-
- 7
- 8
- 6
- 4
Ans : 6
(Q) K-Map এ চারটি চলরাশির বর্গক্ষেত্রের 11 তম সেল এর মান 1111 যার ওভারঅল ভ্যালু বা ডেসিমেল মান-
- 11
- 13
- 16
- 15
Ans : 15