View MCQ Question

(Q) যে সমস্ত তথ্য বা নির্দেশাবলী দ্বারা কম্পিউটারকে পরিচালনা করা হয় তাকে বলে-

  1. প্রোগ্রামিং
  2. কম্পিউটার সফটওয়‍্যার
  3. কম্পিউটার হার্ডওয়্যার
  4. ল্যাঙ্গুয়েজ

Ans : কম্পিউটার সফটওয়‍্যার

(Q) নীচের কোনটি কম্পিউটার সফটওয়্যার নয় লেখো।

  1. MS-DOS
  2. MS-Windows
  3. MS-Excel
  4. Monitor

Ans : Monitor

(Q) কর্মপদ্ধতি অনুযায়ী সফ্টওয়্যারকে ভাগ করা যায়-

  1. দুই ভাগে
  2. তিন ভাগে
  3. চার ভাগে
  4. পাঁচ ভাগে

Ans : তিন ভাগে

(Q) যে সফটওয়্যার কম্পিউটার সিস্টেম পরিচালনা করতে ও তার সমস্ত কাজগুলি নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় তাকে বলে-

  1. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
  2. ইউটিলিটি সফটওয়্যার
  3. এডিটর
  4. সিস্টেম সফটওয়্যার

Ans : সিস্টেম সফটওয়্যার

(Q) কম্পিউটার একমাত্র বুঝতে পারে-

  1. অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ
  2. ইউজার রিটন ল্যাঙ্গুয়েজ
  3. মেশিন ল্যাঙ্গুয়েজ
  4. কোডিং ল্যাঙ্গুয়েজ

Ans : মেশিন ল্যাঙ্গুয়েজ

(Q) নিম্নলিখিত কোনটির মূল কাজ হল কম্পিউটার ও ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র তৈরি করা-

  1. ইউটিলিটি সফটওয়্যার
  2. সফটওয়্যার প্যাকেজ
  3. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
  4. ল্যাঙ্গুয়েজ প্রসেসর

Ans : ল্যাঙ্গুয়েজ প্রসেসর

(Q) এডিটর এর উদাহরণ হল-

  1. MS-Word
  2. Compiler
  3. Visual Basic
  4. Tally

Ans : MS-Word

(Q) ট্রান্সলেটর এর উদাহরণ হল

  1. অ্যাসেম্বলার
  2. কম্পাইলার
  3. ইন্ট্রারপ্রিটার
  4. সবকটি

Ans : সবকটি

(Q) হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা নির্দেশগুলি মেশিন কোডে রূপান্তরিত করে-

  1. Assembler
  2. Compiler
  3. Linker
  4. Loader

Ans : Compiler

(Q) অ্যাসেম্বালর অ্যাসেম্বলী ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে কি করে?

  1. মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে
  2. হাই লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে।
  3. কম্পাইলেশন বা সঙ্কলন করে
  4. সম্পাদন করে

Ans : মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে

(Q) ইন্ট্রারপ্রিটার নীচের কোন কাজটি করে?

  1. হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে।
  2. প্রোগ্রাম সঙ্কলন (Compile) করে
  3. প্রোগ্রাম সম্পাদন (Execute) করে
  4. প্রোগ্রাম পরিবর্তন ও পরিমার্জন করে

Ans : হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে।

(Q) যে সফটওয়্যার অবজেক্ট মডিউলগুলিকে সংযুক্ত করে একটি মাত্র লোড মডিউলে পরিণত করে তাকে বলা হয়-

  1. Interpreter
  2. Linker
  3. Loader
  4. Compiler

Ans : Linker

(Q) প্রোগ্রামকে ত্রুটিমুক্ত করতে ব্যবহার করা হয়।

  1. লোডার
  2. ডিবাগার
  3. লিঙ্কার
  4. লোকেটর

Ans : ডিবাগার

(Q) কম্পিউটারে মেমোরী অ্যাক্সেস এর কাজ যে সফটওয়্যার করে তার নাম হল-

  1. লোডার
  2. লিঙ্কার
  3. লোকেটর
  4. ডিবাগার

Ans : লোকেটর

(Q) Syntax error কোন ল্যাঙ্গুয়েজে দেখা যায়?

  1. অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে
  2. মেশিন ল্যান্সায়েজে
  3. হাই লেভেল ল্যাঙ্গুেয়েজে
  4. সব কটিতেই

Ans : সব কটিতেই

(Q) নীচের কোনটি অপারেটিং সিস্টেম নয় লেখো-

  1. MSDOS
  2. Windows-7
  3. MS Word
  4. Linux

Ans : MS Word

(Q) সিঙ্গল ইউজার অপারেটিং সিস্টেমের একটি উদাহরণ হল-

  1. MSDOS
  2. Unix
  3. Linux
  4. IBM/VM

Ans : MSDOS

(Q) নীচের কোনটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম নয় লেখো।

  1. Unix
  2. Linux
  3. MSDOS
  4. IBM/VM

Ans : MSDOS

(Q) মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের অপর নাম হল-

  1. মাল্টি ইউজার
  2. সিঙ্গাল ইউজার
  3. টাইম শেয়ারিং
  4. মাল্টি টাস্কিং

Ans : মাল্টি টাস্কিং

(Q) মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমটি ব্যবহার হয়-

  1. পার্সোনাল কম্পিউটারে
  2. মেইনফ্রেম কম্পিউটারে
  3. মিনি কম্পিউটারে
  4. সুপার কম্পিউটারে

Ans : মিনি কম্পিউটারে

(Q) নীচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় লেখো।

  1. MSDOS
  2. MS-Excel
  3. MS Word
  4. MS-Access

Ans : MSDOS

(Q) ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের উদাহরণ হল-

  1. MS Word
  2. MS-Excel
  3. Oracle
  4. Tally

Ans : MS Word

(Q) ডেটাবেস প্যাকেজের একটি উদাহরণ হল-

  1. MS Word
  2. Page Maker
  3. Tally
  4. MS Access

Ans : MS Access

(Q) ইউটিলিটি সফটওয়্যার ব্যবহৃত হয়-

  1. Letter typing
  2. Accounts
  3. Sort and Back up
  4. Internet

Ans : Sort and Back up

(Q) CUI এর সম্পূর্ণ নাম হল-

  1. Common Understand Interface
  2. Character Understand Interface
  3. Command User Interface
  4. Comptuer User Interface

Ans : Command User Interface