View MCQ Question
(Q) যে সমস্ত তথ্য বা নির্দেশাবলী দ্বারা কম্পিউটারকে পরিচালনা করা হয় তাকে বলে-
- প্রোগ্রামিং
- কম্পিউটার সফটওয়্যার
- কম্পিউটার হার্ডওয়্যার
- ল্যাঙ্গুয়েজ
Ans : কম্পিউটার সফটওয়্যার
(Q) নীচের কোনটি কম্পিউটার সফটওয়্যার নয় লেখো।
- MS-DOS
- MS-Windows
- MS-Excel
- Monitor
Ans : Monitor
(Q) কর্মপদ্ধতি অনুযায়ী সফ্টওয়্যারকে ভাগ করা যায়-
- দুই ভাগে
- তিন ভাগে
- চার ভাগে
- পাঁচ ভাগে
Ans : তিন ভাগে
(Q) যে সফটওয়্যার কম্পিউটার সিস্টেম পরিচালনা করতে ও তার সমস্ত কাজগুলি নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় তাকে বলে-
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার
- ইউটিলিটি সফটওয়্যার
- এডিটর
- সিস্টেম সফটওয়্যার
Ans : সিস্টেম সফটওয়্যার
(Q) কম্পিউটার একমাত্র বুঝতে পারে-
- অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ
- ইউজার রিটন ল্যাঙ্গুয়েজ
- মেশিন ল্যাঙ্গুয়েজ
- কোডিং ল্যাঙ্গুয়েজ
Ans : মেশিন ল্যাঙ্গুয়েজ
(Q) নিম্নলিখিত কোনটির মূল কাজ হল কম্পিউটার ও ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র তৈরি করা-
- ইউটিলিটি সফটওয়্যার
- সফটওয়্যার প্যাকেজ
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার
- ল্যাঙ্গুয়েজ প্রসেসর
Ans : ল্যাঙ্গুয়েজ প্রসেসর
(Q) এডিটর এর উদাহরণ হল-
- MS-Word
- Compiler
- Visual Basic
- Tally
Ans : MS-Word
(Q) ট্রান্সলেটর এর উদাহরণ হল
- অ্যাসেম্বলার
- কম্পাইলার
- ইন্ট্রারপ্রিটার
- সবকটি
Ans : সবকটি
(Q) হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা নির্দেশগুলি মেশিন কোডে রূপান্তরিত করে-
- Assembler
- Compiler
- Linker
- Loader
Ans : Compiler
(Q) অ্যাসেম্বালর অ্যাসেম্বলী ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে কি করে?
- মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে
- হাই লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে।
- কম্পাইলেশন বা সঙ্কলন করে
- সম্পাদন করে
Ans : মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে
(Q) ইন্ট্রারপ্রিটার নীচের কোন কাজটি করে?
- হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে।
- প্রোগ্রাম সঙ্কলন (Compile) করে
- প্রোগ্রাম সম্পাদন (Execute) করে
- প্রোগ্রাম পরিবর্তন ও পরিমার্জন করে
Ans : হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে।
(Q) যে সফটওয়্যার অবজেক্ট মডিউলগুলিকে সংযুক্ত করে একটি মাত্র লোড মডিউলে পরিণত করে তাকে বলা হয়-
- Interpreter
- Linker
- Loader
- Compiler
Ans : Linker
(Q) প্রোগ্রামকে ত্রুটিমুক্ত করতে ব্যবহার করা হয়।
- লোডার
- ডিবাগার
- লিঙ্কার
- লোকেটর
Ans : ডিবাগার
(Q) কম্পিউটারে মেমোরী অ্যাক্সেস এর কাজ যে সফটওয়্যার করে তার নাম হল-
- লোডার
- লিঙ্কার
- লোকেটর
- ডিবাগার
Ans : লোকেটর
(Q) Syntax error কোন ল্যাঙ্গুয়েজে দেখা যায়?
- অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে
- মেশিন ল্যান্সায়েজে
- হাই লেভেল ল্যাঙ্গুেয়েজে
- সব কটিতেই
Ans : সব কটিতেই
(Q) নীচের কোনটি অপারেটিং সিস্টেম নয় লেখো-
- MSDOS
- Windows-7
- MS Word
- Linux
Ans : MS Word
(Q) সিঙ্গল ইউজার অপারেটিং সিস্টেমের একটি উদাহরণ হল-
- MSDOS
- Unix
- Linux
- IBM/VM
Ans : MSDOS
(Q) নীচের কোনটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম নয় লেখো।
- Unix
- Linux
- MSDOS
- IBM/VM
Ans : MSDOS
(Q) মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের অপর নাম হল-
- মাল্টি ইউজার
- সিঙ্গাল ইউজার
- টাইম শেয়ারিং
- মাল্টি টাস্কিং
Ans : মাল্টি টাস্কিং
(Q) মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমটি ব্যবহার হয়-
- পার্সোনাল কম্পিউটারে
- মেইনফ্রেম কম্পিউটারে
- মিনি কম্পিউটারে
- সুপার কম্পিউটারে
Ans : মিনি কম্পিউটারে
(Q) নীচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় লেখো।
- MSDOS
- MS-Excel
- MS Word
- MS-Access
Ans : MSDOS
(Q) ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের উদাহরণ হল-
- MS Word
- MS-Excel
- Oracle
- Tally
Ans : MS Word
(Q) ডেটাবেস প্যাকেজের একটি উদাহরণ হল-
- MS Word
- Page Maker
- Tally
- MS Access
Ans : MS Access
(Q) ইউটিলিটি সফটওয়্যার ব্যবহৃত হয়-
- Letter typing
- Accounts
- Sort and Back up
- Internet
Ans : Sort and Back up
(Q) CUI এর সম্পূর্ণ নাম হল-
- Common Understand Interface
- Character Understand Interface
- Command User Interface
- Comptuer User Interface
Ans : Command User Interface