View MCQ Question

(Q) CPU এর সম্পূর্ন নাম হল-

  1. Central Processing Unit
  2. Control Processing Unit
  3. Central Performing Unit
  4. Control Performing Unit

Ans : Central Processing Unit

(Q) ALU হল-

  1. আঅ্যারিথমেটিক ইউনিট
  2. অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট
  3. অ্যারিথমেটিক অ্যান্ড লিগাল ইউনিট
  4. কোনটিই নয়

Ans : অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট

(Q) গুণ ও ভাগ করার জন্য কম্পিউটারের যে অংশটি ব্যবহার হয়

  1. ALU
  2. CU
  3. Memory
  4. কোনোটিই নয়

Ans : ALU

(Q) প্রাইমারি মেমোরীর একটি উদাহরণ হল

  1. ফ্লপি
  2. সিডি
  3. হার্ড ডিস্ক
  4. র‍্যাম

Ans : র‍্যাম

(Q) RAM এর সম্পূর্ণ নাম হল-

  1. Random Access Module
  2. Read Access Memory
  3. Random Access Memory
  4. Read Access Module

Ans : Random Access Memory

(Q) __________ র‍্যাম হল ট্রানজিস্টার প্রযুক্তিতে তৈরি।

  1. রম
  2. ক্যাশ মেমোরী
  3. ডাইনামিক র‍্যাম
  4. স্ট্যাটিক র‍্যাম

Ans : স্ট্যাটিক র‍্যাম

(Q) নীচের কোনটি অস্থায়ীভাবে ডেটা সঞ্চয় করতে পারে?

  1. RAM
  2. ROM
  3. ALU
  4. CU

Ans : RAM

(Q) নিম্নলিখিত কোন Memory Volatile?

  1. Ram
  2. Rom
  3. Sram
  4. Dram

Ans : Ram

(Q) RAM কত প্রকারের হয়?

  1. 2
  2. 3
  3. 4
  4. 5

Ans : 2

(Q) ক্যাশ মেমোরী কোথায় অবস্থান করে?

  1. হার্ড ডিস্ক
  2. Ram ও CPU এর মাঝখানে
  3. র‍্যাম এর মধ্যে
  4. Rom

Ans : র‍্যাম এর মধ্যে

(Q) কম্পিউটারে প্রসেসিং স্পিড দ্রুত করার জন্য নীচের কোন মেমোরী ব্যবহৃত হয়?

  1. ভার্চুয়াল মেমোরী
  2. ফ্ল্যাশ মেমোরী
  3. ক্যাশ মেমোরী
  4. UVPROM

Ans : ক্যাশ মেমোরী

(Q) নীচের কোনটি ROM এর শ্রেণীভুক্ত নয়?

  1. UVPROM
  2. UROM
  3. EEPROM
  4. EPROM

Ans : UROM

(Q) ROM কে কত ভাগে ভাগ করা যায়?

  1. 2
  2. 6
  3. 8
  4. কোনোটিই নয়

Ans : কোনোটিই নয়

(Q) CD-RW এর মানে কী?

  1. বার বার তথ্য লিখতে অথবা মুছতে পারি
  2. একবার তথ্য শুধু লিখতে পারি
  3. বারবার তথ্য মুছতে পারা যায় না
  4. কোনোটিই নয়

Ans : বার বার তথ্য লিখতে অথবা মুছতে পারি

(Q) ম্যাগনেটিক ডিস্কের উদাহরণ হল-

  1. হার্ড ডিস্ক
  2. ব্লুরে ডিস্ক
  3. ফ্লপি ডিস্ক
  4. a এবং b উভয়ই

Ans : a এবং b উভয়ই

(Q) নীচের কোনটি অপটিক্যাল মিডিয়া নয় লেখো।

  1. সিডি
  2. হার্ড ডিস্ক
  3. ডিভিডি
  4. ব্লুরে ডিস্ক

Ans : হার্ড ডিস্ক

(Q) DVD এর সম্পূর্ণ নাম হল-

  1. Digital Version Disk
  2. Digital Versatile Disk
  3. Data Versatile Disk
  4. কোনোটিই নয়

Ans : Digital Versatile Disk

(Q) পেন ড্রাইভ এর অপর নাম হল-

  1. ম্যাগমেটিভ ড্রাইভ
  2. অপটিক্যাল ড্রাইভ
  3. ইউএসবি স্টোরেজ ড্রাইভ
  4. হার্ড ড্রাইভ

Ans : ইউএসবি স্টোরেজ ড্রাইভ

(Q) ডকুমেন্টকে অনলাইনে সেভ করার জন্য __________ ড্রাইভ ব্যবহার হয়।

  1. পেন ড্রাইভ
  2. হার্ড ডিস্ক
  3. গুগল ড্রাইভ
  4. ব্লুরে ডিস্ক

Ans : গুগল ড্রাইভ

(Q) কী বোর্ডে নিউমেরিক কী থাকে ______ পর্যন্ত।

  1. 0 থেকে 9
  2. 0 থেকে 10
  3. 1 থেকে 10
  4. 1 থেকে 9

Ans : 1 থেকে 9

(Q) স্ক্লর বাটন দেখা যায়

  1. কী-বোর্ডে
  2. মাউসে
  3. জয়স্টিকে
  4. স্ক্যানারে

Ans : মাউসে

(Q) নীচের কোনটি একটি পয়েন্টিং ডিভাইস?

  1. কী-বোর্ড
  2. মাউস
  3. টাচস্ক্রিন
  4. মাইক্রোফোন

Ans : মাউস

(Q) কোন যন্ত্রের সাহায্যে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হয়?

  1. স্ক্যানার
  2. টাচ স্ক্রিন
  3. ও. সি. আর
  4. ও. এম. আর

Ans : টাচ স্ক্রিন

(Q) ATM পরিসেবায় ব্যবহার করা হয় যে যন্ত্র তার নাম হল-

  1. স্ক্যানার
  2. টাচ স্ক্রিন
  3. ও. সি. আর
  4. ও. এম. আর

Ans : টাচ স্ক্রিন

(Q) বর্তমানে তেল, সাবান, জামাকাপড় ও পণ্যসামগ্রীর প্যাকেটে যে সরূমোটা সাদা কালো দাগ থাকে তাকে __________ বলে।

  1. ও. এম. আর শীট
  2. টাচ স্ক্রিন
  3. বারকোড
  4. ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন

Ans : বারকোড

(Q) ATM এর সম্পূর্ণ নাম হল-

  1. Automated tellor machine
  2. Automatic tellor machine
  3. Auto tailor machine
  4. কোনোটিই নয়

Ans : Automated tellor machine

(Q) নীচের কোনটি আউটপুট ডিভাইস নয় লেখো।

  1. জয়স্টিক
  2. প্রিন্টার
  3. মনিটর
  4. প্রজেক্টর

Ans : জয়স্টিক

(Q) LCD মনিটর এর প্রধান উপাদান হল-

  1. ক্যাথোড রে টিউব
  2. HDMI কেবল
  3. লিকুইড ক্রিস্টাল মলিকিউল
  4. কোনটিই নয়

Ans : লিকুইড ক্রিস্টাল মলিকিউল

(Q) ইমপ্যাক্ট প্রিন্টারের উদাহরণ হল-

  1. ইঙ্কজেক্ট প্রিন্টার
  2. লেজার প্রিন্টার
  3. প্লটার
  4. ডট ম্যাট্রিক্স প্রিন্টার

Ans : ডট ম্যাট্রিক্স প্রিন্টার

(Q) ডট ম্যাট্রিক্স প্রিন্টারে কোন উপাদানটি ব্যবহার হয়-

  1. রিবন
  2. টোনার
  3. কার্টিজ
  4. ম্যাগমেটিক টেপ

Ans : রিবন

(Q) কোন প্রিন্টারে কালি স্প্রে-র মাধ্যমে প্রিন্ট করা হয়?

  1. লেজার প্রিন্টার
  2. ডট ম্যাট্রিক্স প্রিন্টার
  3. ইঙ্কজেট প্রিন্টার
  4. থামাল প্রিন্টার

Ans : ইঙ্কজেট প্রিন্টার

(Q) LED এর পূর্ণ রূপটি হল-

  1. Light Electrical Disk
  2. Liquid Emitting Drive
  3. Light Emitting Diode
  4. Liquid Emitting Diode

Ans : Light Emitting Diode

(Q) অ্যাকুমুলেটর এর প্রধান কাজ হল-

  1. তথ্য সঞ্চয় করা
  2. সমগ্র ইউনিটগুলিকে নিয়ন্ত্রণ করা
  3. গাণিতিক অপারেশন ও ফলাফল নির্ণয় করা
  4. কোনোটিই নয়

Ans : গাণিতিক অপারেশন ও ফলাফল নির্ণয় করা

(Q) VDU এর পুরো নাম হল-

  1. Visual Display Unit
  2. Video Display Unit
  3. Visual Design Unit
  4. Video Design Unit

Ans : Visual Display Unit

(Q) প্লটারের ব্যবহার হল-

  1. ভৌগলিক মানচিত্র অঙ্কন
  2. কারিগরি শিক্ষায় ছবি তৈরি
  3. চার্ট ও গ্রাফ তৈরি
  4. সবকটি

Ans : ভৌগলিক মানচিত্র অঙ্কন