View MCQ Question

(Q) With the slightest touch, the snail shrinks into its house with [সামান্যতম স্পর্শে, শামুকটি তার ঘরের মধ্যে কুঁকড়ে ঢুকে যায়]-

  1. displeasure [বিরক্তিতে]
  2. pleasure [আনন্দে]
  3. pain [যন্ত্রণায়]
  4. surprise [বিস্ময়ে]

Ans : displeasure [বিরক্তিতে]

(Q) In its house, the snail lives with [তার ঘরে, শামুকের সঙ্গে বাস করে]-

  1. parents [মা-বাবা]
  2. friends [বন্ধুরা]
  3. relatives [আত্মীয়স্বজন]
  4. no one [কেউই নয়]

Ans : no one [কেউই নয়]

(Q) The snail lives his life like a [শামুক তার জীবন যাপন করে]-

  1. traveller [পর্যটকের মতো]
  2. king [রাজার মতো]
  3. vagabond [ভবঘুরের মতো]
  4. hermit [সন্ন্যাসীর মতো]

Ans : hermit [সন্ন্যাসীর মতো]

(Q) Here 'that house' refers to [এখানে 'ওই বাড়ি' বলতে বোঝায়]-

  1. a room [ঘর]
  2. a hut [কুঁড়েঘর]
  3. a cottage [পর্ণকুটির]
  4. his own shell [তার নিজের খোলস]

Ans : his own shell [তার নিজের খোলস]

(Q) The snail is [শামুক হল]-

  1. homeless [গৃহহীন]
  2. heartless [হৃদয়হীন]
  3. fearless [ভয়ডরহীন]
  4. lifeless [প্রাণহীন]

Ans : fearless [ভয়ডরহীন]

(Q) The snail sticks to [শামুক আটকে থাকে]-

  1. grass [ঘাসে]
  2. wall [দেয়ালে]
  3. leaf [পাতায়]
  4. all of the above [ওপরের সবকটিতে]

Ans : all of the above [ওপরের সবকটিতে]

(Q) The snail hides [শামুক লুকিয়ে পড়ে]-

  1. secure [নিরাপদে]
  2. insecure [অনিশ্চয়তায়]
  3. careless [যত্নহীনভাবে]
  4. frightened [ভয় পেয়ে]

Ans : secure [নিরাপদে]

(Q) When there is imminent danger, the snail hides [যখন বিপদ আসন্ন, শামুক লুকোয়]-

  1. outside the house [ঘরের বাইরে]
  2. beside the house [ঘরের পাশে]
  3. within the house [ঘরের ভিতর]
  4. far from the house [ঘর থেকে দূরে]

Ans : within the house [ঘরের ভিতর]

(Q) The snail has the power which is [শামুকের যে ক্ষমতা আছে তা হল]-

  1. self-centred [আত্মকেন্দ্রিক]
  2. self-collecting [আত্ম-সংবৃত]
  3. self-respect [আত্মসম্মান]
  4. self-confidence [আত্মবিশ্বাস]

Ans : self-collecting [আত্ম-সংবৃত]

(Q) With the slightest touch, the snail shrinks into the house with much [আলতো স্পর্শে, শামুক কুঁকড়ে ঘরে ঢুকে যায় খুব]-

  1. pleasure [আনন্দে]
  2. displeasure [নিরানন্দে]
  3. happiness [সুখে]
  4. joyance [হর্ষে]

Ans : displeasure [নিরানন্দে]

(Q) "Except himself has chatelis none" Here 'chatells' means [এখানে 'chatells' মানে]-

  1. personal belongings [ব্যক্তিগত সম্পত্তি]
  2. personal dwellings [ব্যক্তিগত বাসস্থান]
  3. personal materials [ব্যক্তিগত উপকরণ]
  4. personal pleasures [ব্যক্তিগত আনন্দ]

Ans : personal belongings [ব্যক্তিগত সম্পত্তি]

(Q) The snail is well satisfied [শামুক দারুণ তৃপ্ত]-

  1. with his fate [তার ভাগ্যকে নিয়ে]
  2. with his whole treasure [তার সমস্ত সম্পদ নিয়ে]
  3. with his family [তার পরিবার নিয়ে]
  4. none of the three [তিনটির কোনোটিই নয়]

Ans : with his whole treasure [তার সমস্ত সম্পদ নিয়ে]