View MCQ Question

(Q) ন্যূনতম স্থিতিস্থাপক সামর্থ্য দেখায়

  1. কঠিন
  2. তরল
  3. গ্যাস
  4. কোনোটিই নয়

Ans : গ্যাস

(Q) রবারের স্থিতিস্থাপকতা লোহা অপেক্ষা

  1. বেশি
  2. কম
  3. সমান
  4. স্থিতিস্থাপক নয়

Ans : কম

(Q) স্থিতিস্থাপক ধ্রুবক মাত্রাগতভাবে তুল্য-

  1. পীড়ন
  2. বিকৃতি
  3. পৃষ্ঠটান
  4. ত্বরণ

Ans : পীড়ন

(Q) ধাতুর যে ধর্মের জন্য ধাতুটিকে খুব সরু তারে পরিণত করা যায়, তা হল-

  1. সান্দ্রতা
  2. নমনীয়তা
  3. স্থিতিস্থাপকতা
  4. প্রসারণশীলতা

Ans : প্রসারণশীলতা

(Q) পীড়ন ও বিকৃতির ধারণা ব্যবহার করে যে সূত্রটি প্রকাশ করা হয়, তা হল

  1. ইয়ং-এর সূত্র
  2. হুকের সূত্র
  3. নিউটনের সূত্র
  4. টরিসেলির সূত্র

Ans : ইয়ং-এর সূত্র

(Q) কোনো তারের অনুদৈর্ঘ্য বিকৃতি মাপার জন্য তারটি কী আকারের হওয়া উচিত?

  1. লম্বা সরু তার
  2. ক্ষুদ্র সরু তার
  3. আয়তাকার ব্লক
  4. মোটা তার

Ans : লম্বা সরু তার

(Q) বল প্রয়োগে কোনো তার হঠাৎ ছিঁড়ে গেলে তারের উষ্ণতা

  1. কমবে
  2. একই থাকবে
  3. বাড়বে
  4. প্রথমে কমবে, পরে বাড়বে

Ans : বাড়বে

(Q) পদার্থের কোন্ বৈশিষ্ট্যটি ঝালাইয়ের কাজে লাগে?

  1. সান্দ্রতা
  2. ঘর্ষণ
  3. পৃষ্ঠটান
  4. স্থিতিস্থাপকতা

Ans : স্থিতিস্থাপকতা

(Q) k বলধ্রুবক বিশিষ্ট স্প্রিংকে দুটি সমান অংশে কাটলে প্রতি অংশের বলধ্রুবক হয়

  1. 4k
  2. 2k
  3. k
  4. k/2

Ans : 2k

(Q) যে পদার্থগুলির ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমা অতিক্রম করে পীড়ন বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে পদার্থগুলি ভেঙে যায়, তারা-

  1. নমনীয়
  2. ভঙ্গুর
  3. প্রসার্য
  4. প্লাস্টিক

Ans : ভঙ্গুর

(Q) কোনো পদার্থের ইয়ং গুণাঙ্ক CGS ও SI-তে যথাক্রমে Y1Y2 হল-

  1. Y1 = Y2
  2. Y1 = 10Y2
  3. Y2 = 10Y1
  4. কোনোটিই নয়

Ans : Y1 = 10Y2

(Q) স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির পরিবর্তনের লেখচিত্রটি হয়-

  1. অধিবৃত্ত
  2. বৃত্ত
  3. সরলরেখা
  4. পরাবৃত্ত

Ans : সরলরেখা

(Q) দুটি স্প্রিংয়ের বলধ্রুবক k1k2(k1 > k2)। একই বল F-এর ক্রিয়ায় তাদের দৈর্ঘ্যবৃদ্ধি x1x2 হলে, যা সম্ভব, তা হল -

  1. k1x1 = k2x2
  2. k1/x1 = k2/x2
  3. k21/x1 = k22/x2
  4. (k1/x1)2 = (k2/x2)2

Ans : k1x1 = k2x2

(Q) ছোটো ছোটো তরলবিন্দুর গোলকাকার ধারণ করার কারণ হল -

  1. মহাকর্ষীয় বল
  2. জলের চাপ
  3. পৃষ্ঠটান বল
  4. অভিকর্ষীয় বল

Ans : পৃষ্ঠটান বল

(Q) দুটি কাচের প্লেটের মধ্যে সামান্য জল থাকলে তাদের টেনে সহজে পৃথক করা যায় না। এর কারণ-

  1. সান্দ্রতা
  2. বায়ুমণ্ডলীয় চাপ
  3. পৃষ্ঠটান
  4. ঘর্ষণ

Ans : পৃষ্ঠটান

(Q) বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য তা হল

  1. পৃষ্ঠটান
  2. সান্দ্রতা
  3. প্লবতা
  4. স্থিতিস্থাপকতা

Ans : পৃষ্ঠটান

(Q) বাতাসে ভাসমান সাবানের বুদ্বুদ সর্বদাই গোলাকার হয় যে কারণে, তা হল তরলের-

  1. প্লবতা
  2. চাপ
  3. পৃষ্ঠটান
  4. সান্দ্রতা

Ans : পৃষ্ঠটান

(Q) পারদের উপরিতল উত্তল হয় যে ধর্মের জন্য-

  1. সান্দ্রতা
  2. পৃষ্ঠটান
  3. স্থিতিস্থাপকতা
  4. আপেক্ষিক গুরুত্ব

Ans : পৃষ্ঠটান

(Q) পৃষ্ঠটান হল-

  1. আণবিক ঘটনা
  2. বিভেদতলীয় ঘটনা
  3. একক দৈর্ঘ্যে বল
  4. সবগুলিই সত্য

Ans : সবগুলিই সত্য

(Q) তরলের পষ্ঠটান নির্ভর করে-

  1. ভর
  2. আয়তন
  3. উষ্ণতা
  4. ঘনত্ব-এর ওপর

Ans : উষ্ণতা

(Q) পৃষ্ঠটানের একক কোন্ ভৌতরাশির এককের সঙ্গে অভিন্ন?-

  1. ইয়ং গুণাঙ্ক
  2. চাপ
  3. স্প্রিং-এর বলধ্রুবক
  4. কার্য

Ans : স্প্রিং-এর বলধ্রুবক

(Q) কোনটি পৃষ্ঠটানের একক নয়?

  1. N·m-1
  2. N.m-2
  3. J.m-2
  4. dyn.cm-1

Ans : N.m-2

(Q) সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান -

  1. শূন্য হয়
  2. সর্বোচ্চ হয়
  3. 100 dyn/cm
  4. 200 dyn/cm

Ans : শূন্য হয়

(Q) জলের যে ধর্মের জন্য একটি ছোটো পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হল-

  1. জলের ঘনত্ব
  2. জলের সান্দ্রতা
  3. জলের তাপপরিবাহিতা
  4. জলের পৃষ্ঠটান

Ans : জলের পৃষ্ঠটান

(Q) কাচের বিকারে পারদ রাখলে কাচ অণু ও পারদের মধ্যে ক্রিয়ারত বল হল-

  1. আকর্ষণ বল
  2. বিকর্ষণ বল
  3. আসঞ্জন বল
  4. সংসক্তি বল

Ans : আসঞ্জন বল

(Q) সরু ব্যাসযুক্ত নলে তরলের উপরে ওঠার প্রবণতাকে বলা হয় -

  1. পৃষ্ঠটান
  2. সান্দ্রতা
  3. কৈশিক ক্রিয়া
  4. স্থিতিস্থাপকতা

Ans : কৈশিক ক্রিয়া

(Q) জলে সাবান যোগ করলে জলের-

  1. পৃষ্ঠটান বাড়ে
  2. পৃষ্ঠটান কমে
  3. পৃষ্ঠটান একই থাকে
  4. ঘনত্ব বাড়ে

Ans : পৃষ্ঠটান কমে

(Q) তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান-

  1. বৃদ্ধি পায়
  2. অপরিবর্তিত থাকে
  3. হ্রাস পায়
  4. প্রথমে বৃদ্ধি পায় ও পরে হ্রাস পায়

Ans : হ্রাস পায়

(Q) কোনটি কৈশিকতার দৃষ্টান্ত নয়? -

  1. কঠিনতলের সংস্পর্শে তরলপৃষ্ঠ বক্র হয়ে যাওয়া
  2. স্পাঞ্জের জল শোষণ ক্ষমতা
  3. মাটির কলসির পৃষ্ঠদেশ ভিজে যাওয়া
  4. জলে তেলের ছড়িয়ে পড়া

Ans : জলে তেলের ছড়িয়ে পড়া

(Q) জলের উপর জলীয় বাষ্পের পরিবর্তে শুষ্ক বায়ু থাকলে জলের পৃষ্ঠটান

  1. হ্রাস পায়
  2. বৃদ্ধি পায়
  3. অপরিবর্তিত থাকে
  4. জলের অণুর গঠনের ওপর নির্ভরশীল

Ans : বৃদ্ধি পায়