(Q) জলাভূমির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
Ans : জলাভূমির দুটি বৈশিষ্ট্য হল-
(i) জলাভূমিতে সাধারণভাবে যথেষ্ট পরিমাণে জল থাকতে হবে।
(ii) জলাভূমি বেশ কিছু জলজ উদ্ভিদ ও প্রাণীর বাসভূমি হবে।
(Q) জলাভূমি কীভাবে তৈরি হয়?
Ans : কোনো মরা নদী বা বিল বুজে গিয়ে বা নদী বাঁক থেকে নদীর কিছুটা অংশ আলাদা হয়ে গিয়ে জলাভূমি তৈরি হয়ে থাকে। আবার বড়ো দিঘি বা বাঁওড় বুজে গিয়েও জলাভূমি তৈরি হয়।
(Q) কখন জলাভূমির জল শুকোয় না?
Ans : মাটির নীচের জল যদি জলাভূমির তলার সঙ্গে যুক্ত থাকে, তাহলে জলাভূমির জল শুকোয় না। খুব বেশি বৃষ্টি হয়ে তার জল মাটির নীচে চলে গেলে সেখানে জলের পরিমাণ ঠিক থাকে। ফলে জলাভূমির জল শুকোয় না।
(Q) কোন্ কোন্ পাখি জলাভূমিতে আসে?
Ans : বক, মাছরাঙা, পানকৌড়ি, চিল শামুকখোল প্রভৃতি পাখি জলাভূমিতে আসে।
(Q) কলকাতার নোংরা গঙ্গার বদলে বিদ্যাধরী নদীতে ফেলা আরম্ভ করা হল কেন?
Ans : কলকাতার নোংরা গঙ্গায় ফেলা শুরু হতে গঙ্গা ভরতে লাগল। ফলে গঙ্গার বন্যাপ্রবণতা বাড়তে লাগল। তাই কলকাতার নোংরা বিদ্যাধরী নদীতে ফেলা শুরু হল।
(Q) বিদ্যাধরী নদীতে ও তার আশপাশে কী কী প্রাণী দেখা যায়?
Ans : বিদ্যাধরী নদীতে ও তার আশপাশে বিভিন্ন মাছ ছাড়া শামুক, সাপ, পোকা, বেজি, শিয়াল পাখি দেখা যায়। আর ভাম-বেড়াল, কচ্ছপ ও নানারকম পাখি দেখা যায়।