(Q) চড়া কী?
Ans : সাধারণত নদীর মাঝখানের উঁচু জায়গাকে চড়া বলে।
(Q) জলাভূমিতে আসে এমন দুটি পাখির নাম করো।
Ans : জলাভূমিতে আসে এমন দুটি পাখি হল বক ও পানকৌড়ি
(Q) পাঠে উল্লিখিত জলাভূমিতে আগে কোন্ প্রাণী থাকত?
Ans : পাঠে উল্লিখিত জলাভূমিতে আগে কুমির থাকত।
(Q) উত্তরবঙ্গের একটি বিখ্যাত জলাভূমির নাম করো।
Ans : উত্তরবঙ্গের একটি বিখ্যাত জলাভূমি হল কোচবিহারের রসিক বিল
(Q) পুকুরের জলে ভেসে থাকে এমন দুটি উদ্ভিদের নাম করে।
Ans : পুকুরের জলে ভেসে থাকে এমন দুটি উদ্ভিদ হল ছোটা পানা ও কচুরিপানা।
(Q) দুটি স্রোতবিহীন জলাশয়ের নাম করো।
Ans : দুটি স্রোতবিহীন জলাশয় হল ডোবা ও পুকুর।
(Q) দুটি মূলযুক্ত জলজ উদ্ভিদের নাম করো।
Ans : দুটি মূলযুক্ত জলজ উদ্ভিদ হল পদ্ম ও শালুক।
(Q) আমাদের রাজ্যের কোন্ সময়ে ঝিলগুলিতে পরিযায়ী পাখিরা আসে?
Ans : শীতকালে আমাদের রাজ্যের ঝিলগুলিতে পরিযায়ীপাখিরা আসে।
(Q) জলাভূমিকে আর কী কী নামে চেনো?
Ans : জলাভূমিকে পটস, তাল, চাউরস, মোনস, তাল ইত্যাদি নামে চিনি।
(Q) কলকাতার ঢাল কোন্ দিকে?
Ans : কলকাতার ঢাল পূর্বদিকে।
(Q) কে কলকাতার নোংরা জল পূর্বে পাঠানোর পরিকল্পনা কে করেন?
Ans : উইলিয়াম ক্লার্ক কলকাতার নোংরা জলকে পূর্বদিকে পাঠানোর পরিকল্পনা করেন।
(Q) কত সালে উইলিয়াম ক্লার্কের পরিকল্পনা অনুযায়ী কলকাতার পূর্বদিকে নোংরা জল ও আবর্জনা পাঠানো শুরু হয়?
Ans : 1857 সাল থেকে কলকাতার পূর্বদিকে নোংরা জল ও আবর্জনা পাঠানো শুরু হয়।
(Q) পূর্ব কলকাতার জলাভূমি আসলে কোন্ নদীর অংশ?
Ans : পূর্ব কলকাতার জলাভূমি আসলে বিদ্যাধরী নদীর অংশ।
(Q) বিদ্যাধরী নদী দিয়ে নোংরা জল কোথায় পাঠানো হচ্ছিল?
Ans : বিদ্যাধরী নদী দিয়ে নোংরা জল বঙ্গোপসাগরে পাঠানো হচ্ছিল।
(Q) কত বছর আগে কলকাতার নোংরা গঙ্গায় ফেলা হত?
Ans : তিনশো বছর আগে কলকাতার নোংরা গঙ্গার ফেলা হত।
(Q) পূর্ব কলকাতার জলাভূমিতে কোন্ কোন্ জীবজন্তু আসে?
Ans : পূর্ব কলকাতার জলাভূমিতে বেজি, শিয়াল, সাপ ইত্যাদি জীবজন্তু আসে।
(Q) 'গৌর' কাকে বলে?
Ans : জলদাপাড়ার জঙ্গলে যে বড়ো বড়ো কালো গোরুর মতো জন্তু দেখা যায়, তাকে গৌর বা ভারতীয় বাইসন বলে।
(Q) গোরুকে মানুষ কী কী কাজে ব্যবহার করে?
Ans : গোরুকে মানুষ দুধের উৎস হিসেবে, চাষের কাজে, যানবাহন হিসেবে ব্যবহার করে।
(Q) মানুষ মৌমাছি পোষে কেন?
Ans : মধু উৎপাদন করার জন্য মানুষ মৌমাছি পোষে।
(Q) কেন মানুষ হাঁস পুষতে চেয়েছিল?
Ans : ডিম পাওয়ার জন্য মানুষ হাঁস পুষতে চেয়েছিল।
(Q) কোন্ কোন্ প্রাণী বুনো থেকে মানুষের পোষা হয়েছে?
Ans : গোরু, হাঁস ইত্যাদি প্রাণী বুনো থেকে মানুষের পোষা হয়েছে।
(Q) গোরু ছাড়া আর কোন্ কোন্ প্রাণী আমরা দুধ পাওয়ার জন্য পুষি?
Ans : মোষ, ছাগলকে আমরা দুধ পাওয়ার জন্য পুষে থাকি।
(Q) বন্যপশুরা কখন আক্রমণ করে?
Ans : বন্যপশুদের ক্ষতি করতে গেলে বা কখনো ভয় পেলে তারা আক্রমণ করে।
(Q) জঙ্গলে থাকে না এমন কোন্ কোন্ প্রাণী বন্য?
Ans : কাক, চড়াই জঙ্গলে না থাকলেও বন্য।
(Q) বাড়ি পাহারা দেওয়ার জন্য আমরা কোন প্রাণীকে পুষি?
Ans : বাড়ি পাহারা দেওয়ার জন্য আমরা কুকুর পুষি।
(Q) দুটি পালিত পাখির নাম লেখো।
Ans : দুটি পালিত পাখি হল হাঁস ও মুরগি।