(Q) পৃথিবীকে বেষ্টন করে যে গ্যাসীয় আবরণ রয়েছে তাকে কী বলে?
Ans : বায়ুমণ্ডল।
(Q) বায়ুমন্ডলের প্রধান উপাদান কী কী?
Ans : অক্সিজেন ও নাইট্রোজেন।
(Q) বায়ুমণ্ডলের কোন্ স্তরে ঝড়, বৃষ্টি হয়?
Ans : ট্রপোস্ফিয়ারে।
(Q) বায়ুমণ্ডলের কোন্ স্তরকে শান্তমণ্ডল বলে?
Ans : স্ট্র্যাটোস্ফিয়ারকে।
(Q) বায়ুমণ্ডলের কোন্ স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে?
অনুরূপ প্রশ্ন :প্লেন চালানো বা বেলুন ওড়ানোর জন্য বায়ুমণ্ডলের কোন্ স্তরটি ব্যবহার করা হয়?
Ans : স্ট্র্যাটোস্ফিয়ার।
(Q) বায়ুমণ্ডলের কোন্ স্তরে বায়ুর উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে?
Ans : আয়নোস্ফিয়ারে।
(Q) বায়ুমণ্ডলের কোন্ স্তরে মেরুজ্যোতি দেখা যায়?
Ans : থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়নোস্ফিয়ার স্তরে।
(Q) বায়ুমণ্ডলের কোন্ স্তরে মহাকাশ স্টেশন থাকে?
Ans : এক্সোস্ফিয়ার স্তরে।
(Q) বায়ুমণ্ডলের কোন্ স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় থাকে?
অনুরূপ প্রশ্ন: ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বায়ুর কোন্ স্তরে দেখা যায়?
Ans : ম্যাগনেটোস্ফিয়ারে।
(Q) বায়ুমণ্ডলের ওপরের দিকের উষ্ণতা কম থাকে কেন?
Ans : জলীয় বাষ্প ও ধূলিকণার পরিমাণ কম থাকে বলে।
(Q) কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোন্ জায়গায় উষ্ণতা অপেক্ষাকৃত কম?
Ans : কলকাতা অপেক্ষা দার্জিলিংয়ের উষ্ণতা কম।
(Q) ভূপৃষ্ঠ থেকে প্রতি কিলোমিটার উপরে উঠলে বায়ুর উষ্ণতা কত করে কমে?
Ans : প্রায় 6.5°C।
(Q) কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোন্ জায়গাতে বায়ুর চাপ কম হয়?
Ans : দার্জিলিংয়ে।
(Q) নিরক্ষরেখার উপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত?
Ans : ভূপৃষ্ঠ থেকে প্রায় 15-16 কিলোমিটার পর্যন্ত।
(Q) মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের বিস্তার কত?
Ans : ভূপৃষ্ঠ থেকে প্রায় 5-6 কিলোমিটার পর্যন্ত।
(Q) ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় বায়ুর উষ্ণতা কত?
অনুরূপ প্রশ্ন:ট্রপোপজে বায়ুর উষ্ণতা কত?
Ans : -56°C মেরু অঞ্চলে এবং -80°C নিরক্ষীয় অঞ্চলে।
(Q) ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগ স্থলকে কী বলে?
Ans : ট্রপোপজ।
(Q) বায়ুমণ্ডলের কোন্ স্তরের অপর নাম ক্ষুব্ধমণ্ডল?
অনুরূপ প্রশ্ন:বায়ুমণ্ডলের কোন্ স্তরটি আবহমণ্ডল নামে পরিচিত?
Ans : ট্রপোস্ফিয়ার।
(Q) ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয়?
Ans : মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি আবহাওয়াগত বায়বীর গোলোযোগ ঘটে বলে একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়।
(Q) বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি?
Ans : মেসোস্ফিয়ার।
(Q) স্ট্রাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে?
Ans : বাড়ে।
(Q) ভূপৃষ্ঠের জীবজগৎ বায়ুমণ্ডলের কোন্ স্তরের প্রত্যক্ষ সংস্পর্শে থাকে?
Ans : ভূপৃষ্ঠের জীবজগৎ বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারের প্রত্যক্ষ সংস্পর্শে থাকে।
(Q) কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন্ স্তরটি উপযোগী?
Ans : এক্সোস্ফিয়ার।
(Q) এক্সোস্ফিয়ারে মূলত কোন্ কোন্ গ্যাস অবস্থান করে?
Ans : হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস অবস্থান করে।
(Q) বায়ুমণ্ডলের কোন্ স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা ক্রম হ্রাসমান?
Ans : ট্রপোস্ফিয়ার।
(Q) ট্রপোস্ফিয়ারের সর্বনিম্ন অঞ্চলের বায়ুর চাপ কত?
Ans : 76 সেমি পারদ স্তম্ভের চাপের সমান।
(Q) রেডিয়ো তরঙ্গের সাহায্যে যোগাযোগে কোন্ বায়ুস্তরকে কাজে লাগানো হয়?
অনুরূপ প্রশ্ন: বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
Ans : থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়নোস্ফিয়ার স্তর।
(Q) বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কী?
Ans : ট্রপোস্ফিয়ার।
(Q) ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের সম্পর্ক কীরূপ?
Ans : ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা হ্রাস পায়।
(Q) বায়ুমণ্ডলের কোন্ স্তর উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে?
Ans : ট্রপোস্ফিয়ার।
(Q) বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি?
Ans : এক্সোস্ফিয়ার।
(Q) থার্মোস্ফিয়ার অঞ্চলে কোন্ কোন্ গ্যাসের প্রাধান্য দেখা যায়?
Ans : নাইট্রোজেন, অক্সিজেন এবং হিলিয়াম।
(Q) থার্মোস্ফিয়ারে উষ্ণতার সর্বোচ্চ মান কত?
Ans : 1200°CI
(Q) স্ট্যাটোপজ কী?
Ans : স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সংযোগস্থলে যে অঞ্চলে উষ্ণতা স্থির থাকে, তাকে স্ট্র্যাটোপজ বলে।
(Q) স্ট্র্যাটোপজের উষ্ণতা কত?
Ans : 0°CI
(Q) কার্যকরী সৌরবিকিরণ কী?
Ans : সূর্যরশ্মির যে 60% রশ্মি ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তাকে কার্যকরী সৌর বিকিরণ বলে।
(Q) ল্যাপস রেট কাকে বলে?
Ans : ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উপরে ওঠার সময় নির্দিষ্ট হারে উষ্ণতা হ্রাসের ঘটনাকে ল্যাপস্ রেট বলে। ভূপৃষ্ঠ থেকে প্রতি কিলোমিটার উপরে উঠলে বায়ুর উষ্ণতা প্রায় 6.5°C হারে হ্রাস পায়।
(Q) পরিচল স্রোতের দুটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও।
Ans : সমুদ্রবায়ু এবং স্থলবায়ু।