View MCQ Question
(Q) বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান হল
- নাইট্রোজেন ও হাইড্রোজেন
- অক্সিজেন ও হাইড্রোজেন
- নাইট্রোজেন ও অক্সিজেন
- অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড
Ans : নাইট্রোজেন ও অক্সিজেন
(Q) বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়াগত প্রাকৃতিক গোলযোগ ঘটে তা হল
- ট্রপোস্ফিয়ার
- স্ট্র্যাটোস্ফিয়ার
- মেসোস্ফিয়ার
- থার্মোস্ফিয়ার
Ans : ট্রপোস্ফিয়ার
(Q) বায়ুমণ্ডলের কোন্ স্তরে মেরুজ্যোতি দেখা যায়
- ট্রপোস্ফিয়ার
- স্ট্র্যাটোস্ফিয়ার
- মেসোস্ফিয়ার
- থার্মোস্ফিয়ার
Ans : থার্মোস্ফিয়ার
(Q) প্রতি কিলোমিটার ওপরে উঠলে বায়ুর উষ্ণতা কমে প্রায়
- 5°C করে
- 5.5°C করে
- 6°C করে
- 6.5°C করে
Ans : 6.5°C করে
(Q) স্ট্র্যাটোপজে বায়ুর উষ্ণতা হল
- -55°C
- -93°C
- 0°C
- 1200°C
Ans : 0°C
(Q) 'ভ্যান অ্যালেন বিকিরণ বলয়' বায়ুমণ্ডলের কোন স্তরে দেখতে পাওয়া যায়
- মেসোস্ফিয়ার-এ
- ম্যাগনেটোস্ফিয়ার-এ
- এক্সোস্ফিয়ার-এ
- থার্মোস্ফিয়ার-এ
Ans : ম্যাগনেটোস্ফিয়ার-এ
(Q) সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ গ্যাসের বায়ুর চাপের পরিমাণ প্রায়
- 1003 মিলিবার
- 1013 মিলিবার
- 1030 মিলিবার
- 1031 মিলিবার
Ans : 1013 মিলিবার
(Q) বায়ুমণ্ডলের সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট স্তরটি হল
- থার্মোস্ফিয়ার
- ট্রপোস্ফিয়ার
- মেসোস্ফিয়ার
- স্ট্যাটোস্ফিয়ার
Ans : ট্রপোস্ফিয়ার
(Q) বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হল
- স্ট্র্যাটোস্ফিয়ার
- আয়নোস্ফিয়ার
- ওজোনোস্ফিয়ার
- মেসোস্ফিয়ার
Ans : মেসোস্ফিয়ার
(Q) বায়ুমণ্ডলের কোন্ স্তরে অধিকতম বায়ুদূষণ ঘটে
- ম্যাগনেটোস্ফিয়ার
- ট্রপোস্ফিয়ার
- ওজোনোস্ফিয়ার
- স্ট্র্যাটোস্ফিয়ার
Ans : ট্রপোস্ফিয়ার
(Q) বায়ুমণ্ডলের যে স্তরটি জলবায়ু নিয়ন্ত্রণ করে
- মেসোস্ফিয়ার
- স্ট্র্যাটোস্ফিয়ার
- এক্সোস্ফিয়ার
- ট্রপোস্ফিয়ার
Ans : ট্রপোস্ফিয়ার
(Q) বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন্ স্তরে ঘনীভূত অবস্থায় থাকে
- স্ট্যাটোস্ফিয়ার
- মেসোস্ফিয়ার
- আয়নোস্ফিয়ার
- ট্রপোস্ফিয়ার
Ans : স্ট্যাটোস্ফিয়ার
(Q) বায়ুমণ্ডলের ওজনের মধ্যে ট্রপোস্ফিয়ারের অন্তর্গত অংশ হল
- 55 ভাগ
- 75 ভাগ
- 25 ভাগ
- 65 ভাগ
Ans : 75 ভাগ
(Q) বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হল
- ওজোনোস্ফিয়ার
- আয়নোস্ফিয়ার
- থার্মোস্ফিয়ার
- এক্সোস্ফিয়ার
Ans : এক্সোস্ফিয়ার
(Q) কোন্ স্তরটিকে 'শান্তমন্ডল' বলা হয়
- মেসোস্ফিয়ার
- স্ট্যাটোস্ফিয়ার
- ট্রপোস্ফিয়ার
- থার্মোস্ফিয়ার
Ans : স্ট্যাটোস্ফিয়ার
(Q) ভূপৃষ্ঠ থেকে 4km উচ্চতায় একটি বস্তু অবস্থিত, বায়ুমণ্ডলের কোন্ স্তরে বস্তুটি অবস্থিত
- স্ট্যাটোস্ফিয়ার
- মেসোস্ফিয়ার
- ট্রপোস্ফিয়ার
- থার্মোস্ফিয়ার
Ans : ট্রপোস্ফিয়ার
(Q) বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের
- ওজোনোস্ফিয়ার স্তরে
- মেসোস্ফিয়ার স্তরে
- আয়নোস্ফিয়ার স্তরে
- থার্মোস্ফিয়ার স্তরে
Ans : আয়নোস্ফিয়ার স্তরে
(Q) উচ্চতা বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলের যে সব স্তরের উষ্ণতা বৃদ্ধি পায় তা হল
- ট্রপোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার
- স্ট্যাটোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার
- ওজোনোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার
- মেসোস্ফিয়ার এবং ওজোনোস্ফিয়ার
Ans : স্ট্যাটোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার
(Q) বায়ুমন্ডলের যে স্তরটি জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে সেটি হল
- ট্রপোস্ফিয়ার
- স্ট্র্যাটোস্ফিয়ার
- মেসোস্ফিয়ার
- থার্মোস্ফিয়ার
Ans : ট্রপোস্ফিয়ার
(Q) বায়ুমণ্ডলের যে অঞ্চলে কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন থাকে সেটি হল
- স্ট্র্যাটোস্ফিয়ার
- মেসোস্ফিয়ার
- থার্মোস্ফিয়ার
- এক্সোস্ফিয়ার
Ans : এক্সোস্ফিয়ার
(Q) কারম্যান রেখা যা বায়ুমণ্ডল ও মহাকাশের মধ্যে সীমারেখা নির্দেশ করে। ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা কত
- 150 km
- 100 km
- 120 km
- 50 km
Ans : 100 km