View MCQ Question

(Q) বহির্জাত প্রক্রিয়ার প্রকৃতি হল-

  1. আকস্মিক
  2. ধীর
  3. মাঝারি
  4. অত্যন্ত ধীর

Ans : অত্যন্ত ধীর

(Q) গ্রেড (Grade) কথাটি প্রথম ব্যবহার করেন-

  1. জর্জ অ্যারি
  2. প্র্যাট
  3. গিলবার্ট
  4. পেঙ্ক

Ans : গিলবার্ট

(Q) অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হল-

  1. ক্ষয়ীভবন
  2. পর্যায়ন
  3. আবহবিকার
  4. পুঞ্জিত ক্ষয়

Ans : পর্যায়ন

(Q) যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয়-

  1. আরোহণ
  2. অবরোহণ
  3. পর্যায়ন
  4. জৈবিক আবহবিকার

Ans : আরোহণ

(Q) অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল-

  1. ক্ষয়জাত পর্বত
  2. আগ্নেয় পর্বত
  3. প্লাবনভূমি
  4. বাজাদা

Ans : ক্ষয়জাত পর্বত

(Q) পৃথিবীতে যেসব ভূগঠনকারী প্রক্রিয়া ঘটে থাকে, তাদের বলে-

  1. মহাজাগতিক প্রক্রিয়া
  2. বহির্জাত প্রক্রিয়া
  3. পার্থিব প্রক্রিয়া
  4. অন্তর্জাত প্রক্রিয়া

Ans : পার্থিব প্রক্রিয়া

(Q) পৃথিবীর বহিরঙ্গের পরিবর্তন সংঘটনকারী প্রাকৃতিক প্রক্রিয়াটিকে বলা হয়-

  1. নদীর ক্ষয় প্রক্রিয়া
  2. ভূমিরূপ প্রক্রিয়া
  3. বায়ুপ্রবাহজনিত প্রক্রিয়া
  4. মহাজাগতিক প্রক্রিয়া

Ans : ভূমিরূপ প্রক্রিয়া

(Q) পর্যায়ন প্রক্রিয়া হল একপ্রকারের-

  1. বহির্জাত প্রক্রিয়া
  2. বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া
  3. মৃত্তিকাজাত প্রক্রিয়া
  4. মহাজাগতিক প্রক্রিয়া

Ans : বহির্জাত প্রক্রিয়া

(Q) নদীর জল যখন অনেকগুলি শাখায় ভাগ হয়ে বিভিন্ন খাতে বইতে থাকে, তখন সেই প্রবাহকে বলে-

  1. অনুসারী
  2. অভিসারী
  3. প্রতিবাত
  4. প্রতিসারী

Ans : প্রতিসারী

(Q) অবরোহণের মাত্রা নদীর শক্তি ছাড়া অন্য যে বিষয়ের ওপর নির্ভর করে, তা হল-

  1. পাত সঞ্চলন
  2. ভর সঞ্চলনের পরিমাণ
  3. নদীর স্রোত
  4. জলের পরিমাণ

Ans : ভর সঞ্চলনের পরিমাণ

(Q) বহির্জাত প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তির একটি উৎস বায়ুমণ্ডল হলে, অপর উৎসটি হল-

  1. তাপ
  2. সূর্য
  3. লবণতা
  4. শীতলতা

Ans : সূর্য

(Q) সমুদ্র পৃষ্ঠতলকে ক্ষয়ের যে সীমা বলে অভিহিত করা হয় সেটি হল-

  1. প্রথম সীমা
  2. মধ্য সীমা
  3. শেষ সীমা
  4. সর্বোচ্চ সীমা

Ans : শেষ সীমা

(Q) নিম্নলিখিত 'প্রথম ক্রম' বা 1st order ভূমিরূপটি হল-

  1. পর্বত
  2. মহাদেশ
  3. ভাঁজ
  4. চ্যুতি

Ans : মহাদেশ

(Q) উপত্যকা যে ক্রমের ভূমিরূপ-

  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. কোনোটিই নয়

Ans : তৃতীয়

(Q) নিম্নলিখিত 'দ্বিতীয় ক্রম' বা 2nd order ভূমিরূপটি হল-

  1. মহাদেশ
  2. পর্বতশ্রেণি
  3. ভাঁজ
  4. চ্যুতি

Ans : পর্বতশ্রেণি

(Q) 'পর্যায়ন' বা Gradation-এই ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন-

  1. গিলবার্ট
  2. পেঙ্ক
  3. স্ট্রলার
  4. ডেভিস

Ans : গিলবার্ট

(Q) যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, পরিবহণ ও সঞ্চয়কার্যের মধ্যে সামঞ্জস্য তৈরি হয়, সেটি হল-

  1. আবহবিকার প্রক্রিয়া
  2. পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়া
  3. বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া
  4. পর্যায়ন প্রক্রিয়া

Ans : পর্যায়ন প্রক্রিয়া

(Q) পর্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী অন্যতম নিয়ন্ত্রকটি হল-

  1. নদী
  2. কাঁকর
  3. বালি
  4. উল্কা

Ans : নদী

(Q) নীচের যে ভূমিরূপটি অবনমন প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়েছে তা হল-

  1. ক্ষয়জাত পর্বত
  2. আগ্নেয় পর্বত
  3. বদ্বীপ
  4. প্লাবনভূমি

Ans : ক্ষয়জাত পর্বত

(Q) অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত নয় এমন ভূমিরূপটি হল-

  1. স্তূপ পর্বত
  2. অগ্ন্যুৎপাত
  3. সিঙ্কহোল
  4. ভূমিকম্প

Ans : সিঙ্কহোল

(Q) ভূত্বকের পরিবর্তনে অন্তর্জাত শক্তি কাজ করে-

  1. ধীরভাবে
  2. আকস্মিকভাবে
  3. ধীর ও আকস্মিকভাবে
  4. কোনোটিই নয়

Ans : ধীর ও আকস্মিকভাবে

(Q) অন্তর্জাত শক্তির প্রধান উৎস হল-

  1. তেজস্ক্রিয় পদার্থের ভাঙন থেকে উৎপন্ন তাপ
  2. পাতের চলন
  3. জোয়ারভাটা
  4. লাভার উদ্গিরণ

Ans : তেজস্ক্রিয় পদার্থের ভাঙন থেকে উৎপন্ন তাপ

(Q) ভূপৃষ্ঠে নানারকম ভূদৃশ্য তৈরি করতে নীচের যে বহিস্থ প্রক্রিয়াটি অংশ নেয় তা হল-

  1. ভূমিকম্প
  2. অগ্ন্যুৎপাত
  3. মহীভাবক আলোড়ন
  4. নদীপ্রবাহ

Ans : নদীপ্রবাহ

(Q) আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হল-

  1. লোয়েস
  2. চ্যুতি
  3. শল্কমোচন
  4. পুঞ্জিত ক্ষয়

Ans : লোয়েস

(Q) ধস যে প্রক্রিয়ার উদাহরণ-

  1. নগ্নীভবন
  2. পুঞ্জিত ক্ষয়
  3. আরোহণ
  4. জৈবিক প্রক্রিয়া

Ans : পুঞ্জিত ক্ষয়

(Q) কোমল শিলাস্তরে সংনমন বল কার্যকরী হয়-

  1. সমস্থিতিক আলোড়নে
  2. আকস্মিক ভূ-আলোড়নে
  3. মহীভাবক ভূ-আলোড়নে
  4. গিরিজনি ভূ-আলোড়নে

Ans : গিরিজনি ভূ-আলোড়নে

(Q) নিম্নলিখিত পর্বতগুলির মধ্যে যে পর্বত মহীভাবক আলোড়নের ফলে গঠিত হয়, সেটি হল-

  1. ভঙ্গিল পর্বত
  2. ক্ষয়জাত পর্বত
  3. স্তূপ পর্বত
  4. সঞ্চয়জাত পর্বত

Ans : স্তূপ পর্বত

(Q) ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত হল-

  1. ধীর আলোড়ন
  2. গিরিজনি আলোড়ন
  3. আকস্মিক আলোড়ন
  4. মহীভাবক আলোড়ন

Ans : আকস্মিক আলোড়ন

(Q) ভূমিরূপ গঠনকারী ভূ-অভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশকে বলে-

  1. অগ্ন্যুৎপাত
  2. ভূ-আন্দোলন
  3. মহাজাগতিক প্রক্রিয়া
  4. আবহবিকার

Ans : ভূ-আন্দোলন

(Q) মহাদেশের সৃষ্টি হয় যে ভূ-আলোড়নে, তা হল-

  1. মহীভাবক
  2. গিরিজনি
  3. সমস্থিতিক
  4. আকস্মিক

Ans : মহীভাবক

(Q) সমস্থিতিক আলোড়ন হল একটি-

  1. বহির্জাত প্রক্রিয়া
  2. আকস্মিক অন্তর্জাত প্রক্রিয়া
  3. ধীর অন্তর্জাত প্রক্রিয়া
  4. আকস্মিক বহির্জাত প্রক্রিয়া

Ans : ধীর অন্তর্জাত প্রক্রিয়া

(Q) অন্তর্জাত প্রক্রিয়ার একটি উদাহরণ হল-

  1. আবহবিকার
  2. পুঞ্জিত ক্ষয়
  3. সমুদ্রতরঙ্গের ক্ষয়কার্য
  4. ভূমিকম্প

Ans : ভূমিকম্প

(Q) যে আলোড়নের ফলে ভূত্বক সাম্য অবস্থা লাভ করে, সেটি হল-

  1. ইউস্ট্যাটিক আলোড়ন
  2. সমস্থিতিক আলোড়ন
  3. মহীভাবক আলোড়ন
  4. গিরিজনি আলোড়ন

Ans : সমস্থিতিক আলোড়ন

(Q) অভ্যন্তরীণ শক্তির উৎস হল-

  1. উল্কাপাত
  2. অভিকর্ষের পার্থক্য
  3. জোয়ারভাটা
  4. ক্ষুব্ধমণ্ডলে উষ্ণতার পরিবাহিতা

Ans : ক্ষুব্ধমণ্ডলে উষ্ণতার পরিবাহিতা

(Q) ভূমিরূপ গঠনে মুখ্য ভূমিকা পালন করে-

  1. পার্থিব প্রক্রিয়া
  2. মহাজাগতিক প্রক্রিয়া
  3. অপ্রাকৃতিক প্রক্রিয়া
  4. কোনোটিই নয়

Ans : পার্থিব প্রক্রিয়া

(Q) মহাকাশ থেকে আগত উল্কা পতনের ফলে ভূপৃষ্ঠে গর্তের সৃষ্টি হওয়াকে কোন ধরনের ভূমিরূপ গঠনের প্রক্রিয়া বলে?

  1. পার্থিব প্রক্রিয়া
  2. মহাজাগতিক প্রক্রিয়া
  3. মনুষ্যজনিত প্রক্রিয়া
  4. কোনোটিই নয়

Ans : মহাজাগতিক প্রক্রিয়া

(Q) নীচের যে ভূমিরূপ অন্তর্জাত প্রক্রিয়ার ফল নয়-

  1. চ্যুতি
  2. নদীর বাঁক বা মিয়েন্ডার
  3. অগ্ন্যুৎপাত
  4. ভঙ্গিল পর্বত

Ans : নদীর বাঁক বা মিয়েন্ডার

(Q) পাহাড়ি অঞ্চলে ধাপচাষ কোন্ ধরনের ভূমিরূপ গঠনের প্রক্রিয়া?

  1. পার্থিব প্রক্রিয়া
  2. মহাজাগতিক প্রক্রিয়া
  3. মনুষ্যজনিত প্রক্রিয়া
  4. কোনোটিই নয়

Ans : মনুষ্যজনিত প্রক্রিয়া

(Q) বহির্জাত প্রক্রিয়া হল প্রধানত-

  1. আরোহণ প্রক্রিয়া
  2. অবরোহণ প্রক্রিয়া
  3. আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া
  4. কোনোটিই নয়

Ans : আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া

(Q) নিম্নলিখিত জোড়গুলির মধ্যে কোন্ জোড়টি কার্যকারণ সম্পর্কিত?

  1. V আকৃতির উপত্যকা ও অবরোহণ
  2. V আকৃতির উপত্যকা ও আরোহণ
  3. স্বাভাবিক বাঁধ ও অবরোহণ
  4. ঢালের পশ্চাৎ অপসারণ ও আরোহণ

Ans : V আকৃতির উপত্যকা ও অবরোহণ

(Q) ভূত্বকে উঁচু ও নীচু স্থানের মধ্যে উচ্চতাজনিত ভারসাম্যলাভের অবস্থাকে বলা হয়-

  1. ইউস্ট্যাটিক সঞ্চলন
  2. পর্যায়ন
  3. সমস্থিতি
  4. অবরোহণ

Ans : সমস্থিতি

(Q) ইউস্ট্যাটিক সঞ্চলন হল-

  1. বহির্জাত প্রক্রিয়া
  2. ধীর অন্তর্জাত প্রক্রিয়া
  3. আকস্মিক অন্তর্জাত প্রক্রিয়া
  4. আকস্মিক বহির্জাত প্রক্রিয়া

Ans : ধীর অন্তর্জাত প্রক্রিয়া

(Q) হিমবাহের গলন কোন্ প্রকার প্রক্রিয়ার সম্পর্কযুক্ত?

  1. বহির্জাত প্রক্রিয়া
  2. সমস্থিতিক আলোড়ন
  3. ইউস্ট্যাটিক সঞ্চলন
  4. মহাজাগতিক প্রক্রিয়া

Ans : ইউস্ট্যাটিক সঞ্চলন

(Q) ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভুপৃষ্ঠের সমতলীকরণ হওয়ার প্রক্রিয়াকে বলা হয়-

  1. সমস্থিতিক সঞ্চলন
  2. ইউস্ট্যাটিক সঞ্চলন
  3. আবহবিকার
  4. পর্যায়ন

Ans : পর্যায়ন

(Q) যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থের সঞ্চয় ও পুঞ্জীভবন হয় তা হল-

  1. ধস
  2. আরোহণ
  3. অবরোহণ
  4. ভর অপসারণ

Ans : আরোহণ

(Q) যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার বৃদ্ধি ঘটে তা হল-

  1. অবরোহণ
  2. আরোহণ
  3. ধস
  4. আবহবিকার

Ans : আরোহণ

(Q) অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা-

  1. হ্রাস পায়
  2. বৃদ্ধি পায়
  3. ভারসাম্য অবস্থায় পৌঁছায়
  4. একই থাকে

Ans : হ্রাস পায়

(Q) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অবরোহণ প্রক্রিয়া নয়?

  1. নদীর ক্ষয়কার্য
  2. নদীর সঞ্চয়কার্য
  3. আবহবিকার
  4. পুঞ্জিত ক্ষয়

Ans : নদীর সঞ্চয়কার্য

(Q) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়?

  1. অবরোহণ
  2. আরোহণ
  3. আবহবিকার
  4. অগ্ন্যুৎপাত

Ans : অগ্ন্যুৎপাত

(Q) বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিটি হল-

  1. অগ্ন্যুৎপাত
  2. ভূমিকম্প
  3. সমুদ্রতরঙ্গ
  4. পাত সঞ্চলন

Ans : সমুদ্রতরঙ্গ

(Q) পর্যায়ন বা পর্যায়িতকরণ ঘটে-

  1. ক্ষয়ের দ্বারা
  2. সঞ্চয়ের দ্বারা
  3. আবহবিকারের দ্বারা
  4. সবকটিই সঠিক

Ans : সবকটিই সঠিক