View MCQ Question

(Q) মাইটোসিস কোশবিভাজনের ক্যারিওকাইনেসিসে নিম্নলিখিত ঘটনা দুটি কোন্ কোন্ দশায় ঘটে তা নীচের উত্তরগুলো থেকে নির্বাচন করো।- (i) অপত্য ক্রোমোজোম দুটি পরস্পরের থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে (ii) নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয়-

  1. (i) প্রোফেজ (ii) অ্যানাফেজ
  2. (i) অ্যানাফেজ (ii) প্রোফেজ
  3. (i) টেলোফেজ (ii) মেটাফেজ
  4. (i) মেটাফেজ (ii) টেলোফেজ

Ans : (i) অ্যানাফেজ (ii) প্রোফেজ

(Q) মানবদেহের মাইটোসিস কোশবিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোশের প্রতিটি ক্রোমোজোম কটি DNA অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো।-

  1. 46
  2. 1
  3. 23
  4. অসংখ্য

Ans : 1টি DNA অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয়।

(Q) প্রাণীকোশ বিভাজনের সময়ে বেমতন্তু গঠনকারী অঙ্গাণুটি স্থির করো-

  1. নিউক্লিয়াস
  2. রাইবোজোম
  3. সেন্ট্রোজোম
  4. মাইটোকনড্রিয়া

Ans : প্রাণীকোশ বিভাজনের সময় বেমতন্তু গঠনকারী অঙ্গাণুটি হল সেন্ট্রোজোম।

(Q) অ্যামাইটোসিস কোশবিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো।-

  1. যৌনজননকারী জীবের জনন মাতৃকোশে ঘটে
  2. এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়
  3. ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয়
  4. ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না

Ans : অ্যামাইটোসিস কোশ বিভাজনে ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না।

(Q) মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত নীচের কোন্ বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো।-

  1. দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়
  2. জীবের জনন অঙ্গের ও ভ্রূণের বৃদ্ধি ঘটায়
  3. বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে
  4. কোনো কোনো প্রাণীদেহে কোনো অঙ্গহানি ঘটলে সেটি পুনরুৎপাদন করে

Ans : মিয়োসিস বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে।

(Q) মাইটোসিস কোশবিভাজনের কোন্ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায়?-

  1. অ্যানাফেজ
  2. প্রফেজ
  3. মেটাফেজ
  4. টেলোফেজ

Ans : প্রফেজ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায়।

(Q) নীচের কোনটি DNA-র গঠনগত উপাদান নয়?-

  1. ডিঅক্সিরাইবোজ শর্করা
  2. ইউরাসিল ক্ষারক
  3. থাইমিন ক্ষারক
  4. ফসফরিক অ্যাসিড

Ans : ইউরাসিল ক্ষারক DNA-র গঠনগত উপাদান নয়

(Q) তুমি মাইটোসিস কোশবিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়ের আলাদা হতে দেখলে। দশাটি হল-

  1. প্রফেজ
  2. টেলোফেজ
  3. অ্যানাফেজ
  4. মেটাফেজ

Ans : সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখলাম, দশাটি হল অ্যানাফেজ।

(Q) তুমি মাইটোসিস কোশ বিভাজনের একটি দশায় ক্রোমোজোম গণনা করতে সক্ষম হলে। দশাটি শনাক্ত করো-

  1. প্রফেজ
  2. মেটাফেজ
  3. অ্যানাফেজ
  4. টেলোফেজ

Ans : দশাটি হল মেটাফেজ।

(Q) কোশচক্রের সঠিক পর্যায়ক্রম নির্ণয় করো।-

  1. M→G1→G2→S
  2. M→G1→S→G2
  3. S→G1→G2→M
  4. G1→S→G2→M

Ans : G1→S→G2→M

(Q) মানুষের জননকোশের ক্রোমোজোম সেটের সংখ্যা স্থির করো-

  1. ডিপ্লয়েড
  2. হ্যাপ্লয়েড
  3. ট্রিপ্লয়েড
  4. টেট্রাপ্লয়েড

Ans : হ্যাপ্লয়েড

(Q) নীচের কোনটি মেটাফেজ দশার বৈশিষ্ট্য তা স্থির করো-

  1. নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস বিলুপ্ত হয়
  2. ক্রোমোটিডের মেরুবর্তী গমন ঘটে
  3. নিউক্লিয়াস পুনর্গঠিত হয়
  4. ক্রোমোজোমগুলি কোশের বিষুব অঞ্চল বরাবর একটি নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে

Ans : মেটাফেজ দশার বৈশিষ্ট্য: ক্রোমোজোমগুলি কোশের বিষুব অঞ্চল বরাবর একটি নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে।

(Q) তুমি একটি কোশ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হতে না দেখলে তোমার মতে সেটি কোন প্রকারের কোশবিভাজন হতে পারে তা স্থির করো-

  1. অ্যামাইটোসিস কোশবিভাজন
  2. প্রথম মিয়োটিক বিভাজন
  3. মাইটোসিস কোশবিভাজন
  4. দ্বিতীয় মিয়োটিক বিবাজন

Ans : অ্যামাইটোসিস কোশবিভাজন

(Q) DNA-এর গঠনগত এককটি নির্ধারণ করো-

  1. নিউক্লিওসাইড
  2. নিউক্লিওটাইড
  3. নাইট্রোজেনঘটিত ক্ষার
  4. পেন্টোজ শর্করা

Ans : DNA-র গঠনগত এককটি হল নিউক্লিওটাইড।

(Q) DNA-এর গঠনগত এককটি নির্ধারণ করো-

  1. নিউক্লিওসাইড
  2. নিউক্লিওটাইড
  3. নাইট্রোজেনঘটিত ক্ষার
  4. পেন্টোজ শর্করা

Ans : DNA-র গঠনগত এককটি হল নিউক্লিওটাইড।

(Q) কোশবিভাজনের যে দশায় ক্রোমোজোম সংখ্যা গণনা করা যায়, তা শনাক্ত করো-

  1. প্রোফেজ
  2. মেটাফেজ
  3. অ্যানাফেজ
  4. টেলোফেজ

Ans : কোশবিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোম সংখ্যা গণনা করা

(Q) নিউক্লিওটাইডের গঠনগত উপাদান কী হতে পারে তা নির্ধারণ করো-

  1. শর্করা + ফসফেট
  2. শর্করা + নাইট্রোজেন বেস
  3. শর্করা + ফসফেট + নাইট্রোজেন বেস
  4. শর্করা + ফসফেট + সালফার

Ans : নিউক্লিওটাইডের গঠনগত উপাদান শর্করা + ফসফেট + নাইট্রোজেন বেস

(Q) নীচের কোনটি টেলোফেজ দশার বৈশিষ্ট্য নয়, তা স্থির করো-

  1. নিউক্লিও জালিকার পুনর্গঠন
  2. নিউক্লিও পর্দার পুনরাবির্ভাব
  3. নিউক্লিওলাসের পুনরুৎপত্তি
  4. অপত্য ক্রোমোজোম সৃষ্টি

Ans : অপত্য ক্রোমোজোম সৃষ্টি, টেলোফেজ দশার বৈশিষ্ট্য নয়।

(Q) নীচে দেওয়া চারটি নাইট্রোজেন বেসের মধ্যে কোনটি RNA-এর উপাদান নয় তা তুমি নির্বাচন করো।

  1. অ্যাডেনিন
  2. গুয়ানিন
  3. সাইটোসিন
  4. থাইমিন

Ans : থাইমিন RNA-র উপাদান নয়।

(Q) মানবদেহে জননকোশে অ্যালোজোমের সংখ্যা কত হতে পারে তা নির্ধারণ করো-

  1. 1 টি
  2. 2 টি
  3. 22 টি
  4. 23 টি

Ans : মানবদেহে জননকোশে অ্যালোজোমের সংখ্যা 1টি হতে পারে।

(Q) মাইটোসিস কোশবিভাজনের ক্যারিওকাইনেসিসের সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশা হল-

  1. প্রোফেজ
  2. মেটাফেজ
  3. অ্যানাফেজ
  4. টেলোফেজ

Ans : মাইটোসিস কোশবিভাজনের ক্যারিও- কাইনোসিসের সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশা অ্যানাফেজ।

(Q) নীচের কোনটি মিয়োসিস কোশবিভাজনের গুরুত্ব নয় তা স্থির করো-

  1. প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা
  2. জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি
  3. পুনরুৎপাদন
  4. গ্যামেট উৎপাদন

Ans : পুনরুৎপাদন, মিয়োসিস কোশবিভাজনের গুরুত্ব নয়।

(Q) একটি কোশ মাইটোসিস বিভাজনের মাধ্যমে ৪টি অপত্য কোশ সৃষ্টি করতে কতবার বিভাজিত হবে তা নির্ণয় করো।-

  1. 1 বার
  2. 3 বার
  3. 4 বার
  4. 7 বার

Ans : 3 বার

(Q) মিয়োসিস কোশবিভাজন সংক্রান্ত নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয়, তা শনাক্ত করো-

  1. মিয়োসিসে দু'বার মাতৃকোশ বিভাজিত হয় এবং চারটি হ্যাপ্লয়েড জনন কোশ গঠিত হয়
  2. মিয়োসিসে সমসংস্থ ক্রোমোজোমের ননসিস্টার ক্রোমোটিডদ্বয়ের মধ্যে খন্ডাংশের বিনিময় ঘটে
  3. মিয়োসিস প্রজাতিগত ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন করে
  4. মিয়োসিস।-এ ক্রোমোজোমের ও মিয়োসিস ।।-তে ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটে

Ans : মিয়োসিস কোশবিভাজন সংক্রান্ত মিয়োসিস প্রজাতিগত ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন করে বক্তব্যটি সঠিক নয়।

(Q) মানুষের জননকোশে কয়টি সেক্স ক্রোমোজোম আছে তা নির্বাচন করো-

  1. 46
  2. 22
  3. 2
  4. 1

Ans : মানুষের জননকোশে ২টি সেক্স ক্রোমোজোম আছে।

(Q) রাইবোজোম কোশ অঙ্গানুটি কোশবিভাজনের সময় যে ভূমিকা পালন করে তা স্থির করো-

  1. প্রোটিনসংশ্লেষে সাহায্য করে
  2. টেলোফেজ দশায় নিউক্লিও পর্দা তৈরি করে
  3. কোশবিভাজনে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে
  4. ক্রোমোজোম গঠনে সাহায্য করে

Ans : রাইবোজোম কোশ অঙ্গাণুটি কোশবিভাজনের সময় প্রোটিন সংশ্লেষে সাহায্য করে।

(Q) নীচের কোন্ জোড়টি সঠিক তা নির্বাচন করো-

  1. সাইটোসিন ও ইউরাসিল-পিউরিন ক্ষারক
  2. অ্যাডেনিন ও গুয়ানিন-পিরিমিডিন ক্ষারক
  3. অ্যাডেনিন ও গুয়ানিন-পিউরিন ক্ষারক
  4. থাইমিন ও সাইটোসিন-পিউরিন ক্ষারক

Ans : অ্যাডেনিন ও গুয়ানিন-পিউরিন ক্ষারক জোড়টি সঠিক।

(Q) মিয়োসিস সম্পর্কিত নীচের কোন্ বক্তব্যটি সঠিক তা স্থির করো।-

  1. মিয়োসিস-। এ ক্রোমোটিডের পৃথক্করণ ঘটে
  2. মিয়োসিস-।। তে ক্রসিংওভার ঘটে
  3. মিয়োসিস-।। তে ক্রোমোটিডের পৃথক্করণ ঘটে
  4. মিয়োসিস-। ও মিয়োসিস-।I-এর মধ্যবর্তী ইন্টারকাইনেসিসে-এ DNA সংশ্লেষ ঘটে

Ans : মিয়োসিস-।। তে ক্রোমোটিডের পৃথক্করণ ঘটে, বক্তব্যটি সঠিক।

(Q) মানুষের জননকোশে অটোজোমের সংখ্যা নির্ণয় করো-

  1. 23
  2. 22
  3. 46
  4. 48

Ans : মানুষের জননকোশে অটোজোমের সংখ্যা 22

(Q) কোশ বিভাজন সংক্রান্ত নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো-

  1. প্রাণীকোশের মেটাফেজে ছোটো ক্রোমোজোমগুলি বেমের পরিধিতে থাকে
  2. অ্যামাইটোসিসে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য কোশ গঠন করে
  3. উদ্ভিদ সাইটোকাইনেসিসে ফ্রাগমোপ্লাস্ট গলগি ভেসিকল-এর সঙ্গে মিলিত হয়ে কোশপাত গঠন করে
  4. মিয়োসিস-।। তে সমসংস্থ ক্রোমোজোম পাশাপাশি আসে ও জোড় বাঁধে

Ans : মিয়োসিস-II তে সমসংস্থ ক্রোমোজোম পাশাপাশি আসে ও জোড় বাঁধে, বক্তব্যটি সঠিক নয়।

(Q) কোশচক্রের গুরুত্ব সংক্রান্ত নীচে কোন্ বক্তব্যটি সঠিক তা স্থির করো-

  1. নিউক্লিয়াসে DNA-র পরিমাণ তিনগুণ হয়
  2. কোশচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে টিউমার সৃষ্টি হয়
  3. বিভাজিত কোশগুলোতে কোশীয় উপাদানগুলির সাম্যাবস্থা বজায় থাকে না
  4. সব কোশই সমানভাবে কোশচক্রে অংশীদার হয়

Ans : কোশচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে টিউমার সৃষ্টি হয়, বক্তব্যটি সঠিক।

(Q) নিউক্লিক অ্যাসিডে যে অ্যাসিডটি থাকে তার নাম শনাক্ত করো-

  1. ফসফোগ্লিসারিক অ্যাসিড
  2. হাইড্রোক্লোরিক অ্যাসিড
  3. ফসফোরিক অ্যাসিড
  4. সালফিউরিক অ্যাসিড

Ans : নিউক্লিক অ্যাসিডে যে অ্যাসিডটি থাকে তার নাম ফসফোরিক অ্যাসিড।

(Q) DNA-এর ক্ষেত্রে কোন্ বক্তব্যটি সঠিক তা স্থির করো-

  1. DNA-তে পিরিমিডিন ক্ষারকরূপে সাইটোসিন ও ইউরাসিল থাকে
  2. DNA-তে শুধুমাত্র অহিস্টোন প্রোটিন থাকে
  3. DNA-তে রাইবোজ শর্করা থাকে
  4. DNA-তে ডি-অক্সিরাইবোজ শর্করা থাকে

Ans : DNA-তে ডি-অক্সিরাইবোজ শর্করা থাকে, বক্তব্যটি সঠিক।

(Q) নীচের কোনটি ক্যারিওকাইনেসিসের বৈশিষ্ট্য নয় তা স্থির করো-

  1. প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ-এই চারটি উপদশার মাধ্যমে চালিত হয়
  2. গ্যামেট উৎপাদন করে
  3. এই পদ্ধতিতে কোশের সংখ্যা বৃদ্ধি পায়
  4. এই পদ্ধতিতে নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পায়

Ans : গ্যামেট উৎপাদন করে, বৈশিষ্ট্যটি ক্যারিও- কাইনেসিসের বৈশিষ্ট্য নয়।

(Q) মাইটোসিসের দীর্ঘস্থায়ী ও স্বল্পস্থায়ী দশটি শনাক্ত করো-

  1. মেটাফেজ, টেলোফেজ
  2. অ্যানাফেজ, প্রোফেজ
  3. প্রোফেজ, মেটাফেজ
  4. প্রোফেজ, অ্যানাফেজ

Ans : মাইটোসিসে দীর্ঘস্থায়ী ও স্বল্পস্থায়ী দশাটি হল প্রোফেজ, অ্যানাফেজ।

(Q) বার্ধক্য ও ক্যানসারের সঙ্গে সম্পর্কিত ক্রোমোজোমের অংশটি চিহ্নিত করো-

  1. NOR
  2. সেন্ট্রোমিয়ার
  3. স্যাটেলাইট
  4. টেলোমিয়ার

Ans : বার্ধক্য ও ক্যানসারের সঙ্গে সম্পর্কিত ক্রোমোজোমের অংশটি হল টেলোমিয়ার।

(Q) কোশ বিভাজনের সময় সেন্ট্রোজোমের কাজটি শনাক্ত করো-

  1. মাতৃক্রোমোজোম থেকে অপত্য ক্রোমোজোম গঠন
  2. প্রোটিন সংশ্লেষ
  3. শক্তি উৎপাদন
  4. বেম গঠন ও মেরু নির্ধারণ

Ans : কোশ বিভাজনের সমষ সেন্ট্রোজোম বেম গঠন ও মেরু নির্ধারণ করে।

(Q) মানুষের অটোজোম সংক্রান্ত সঠিক নয় বক্তব্যটি চিহ্নিত করো-

  1. এরা যৌন বৈশিষ্ট্য বহনকারী
  2. জননকোশে এর সংখ্যা 22 জোড়া
  3. দেহকোশে এদের সংখ্যা 46টি
  4. জননকোশে এর সংখ্যা 22টি

Ans : মানুষের অটোজোম সংক্রান্ত বক্তব্য জনন কোশে এদের সংখ্যা 22টি সঠিক।

(Q) নীচের কোনটি ক্রোমোজোমের গৌণ কাজের সঙ্গে সংশ্লিষ্ট তা চিহ্নিত করো-

  1. স্যাটেলাইট
  2. নিউক্লিয়ার অর্গানাইজার
  3. কাইনেটোকোর
  4. টেলোমিয়ার

Ans : নিউক্লিয়ার অর্গানাইজার ক্রোমোজোমের গৌণ কাজের সঙ্গে সংশ্লিষ্ট।

(Q) নীচের কোনটি ক্রোমোজোমের রাসায়নিক উপাদান নয় তা চিহ্নিত করো-

  1. নিউক্লিক অ্যাসিড
  2. লিপিড
  3. প্রোটিন
  4. ধাতব আয়ন

Ans : লিপিড ক্রোমোজোমের রাসায়নিক উপাদন নয়।

(Q) নীচের কোনটি জিন বিষয়ক সঠিক তথ্য নয় তা শনাক্ত করো-

  1. জিন ক্রোমোজোমে রৈখিক সজ্জা ক্রমে অবস্থান করে না
  2. জিন একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের পলিনিউক্লিওটাইড শৃঙ্খল
  3. ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর জিনের স্থান নির্দিষ্ট থাকে
  4. জিন ক্রোমোজোমের অবিচ্ছন্ন অঙ্গ

Ans : জিন ক্রোমোজোমে রৈখিক সজ্জাক্রমে অবস্থান করে না, সঠিক তথ্য নয়।

(Q) সেক্স ক্রোমোজোম বিষয়ক নীচের কোন্ তথ্যটি সঠিক তা চিহ্নিত করো-

  1. নারীদের সেক্স ক্রোমোজোম দুটি একই প্রকারের
  2. সেক্স ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণ করে না
  3. পুরুষের দেহে সেক্স ক্রোমোজোম দুটি একই প্রকারের হয়
  4. সেক্স ক্রোমোজোম সাধারণত একজোড়া

Ans : নারীদের সেক্স ক্রোমোজোম দুটি একই প্রকারের, তথ্যটি সঠিক।

(Q) নীচের কোন্ মন্তবটি সঠিক তা নির্বাচন করো-

  1. পিউরিন, অ্যাডেনিন ও ইউরাসিল
  2. পিউরিন, গুয়ানিন, সাইটোসিন
  3. পিউরিন, থাইমিন, ইউরাসিল
  4. পিউরিন, অ্যাডেনিন ও গুয়ানিন

Ans : সঠিক সম্পর্কটি হল পিউরিন, থাইমিন, ইউরাসিল।

(Q) নীচের কোনটি কোশ বিভাজনের তাৎপর্যের সঙ্গে সংশ্লিষ্ট নয় তা নির্বাচন করো-

  1. সমন্বয়
  2. বৃদ্ধি
  3. ক্ষয়পূরণ
  4. প্রজনন

Ans : সমন্বয়, কোশ বিভাজনের তাৎপর্যের সঙ্গে সংশ্লিষ্ট নয়।

(Q) মাইটোসিস কোশ বিভাজনের সংগঠন সম্পর্কিত নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয় তা চিহ্নিত করো-

  1. জনন মাতৃকোশ ও রেণু মাতৃকোশে ঘটে
  2. মূল, কান্ড ও পাতার বর্ধনশীল অঞ্চলের ভাজক কলা কোশে ঘটে
  3. উন্নত প্রাণীদের সকল দেহকোশে ঘটে
  4. উদ্ভিদের ভ্রুণমুকুল ও ভ্রুণ মূলের কোশে ঘটে

Ans : মাইটোসিস কোশবিভাজন জনন মাতৃকোশ ও রেণুমাতৃকোশে ঘটে বক্তব্যটি সঠিক নয়।

(Q) কোশচক্রের চেক পয়েন্ট বিঘ্নিত হলে নিচের কোন্ ঘটনা ঘটে না?-

  1. কোশ বিভাজন অনিয়ন্ত্রিত দ্রুত হয়
  2. টিউমার নামক কোশ সৃষ্টি হয়
  3. কোশ বিভাজন সুনিয়ন্ত্রিত ও মন্থর হয়
  4. ক্যান্সার ধর্মী টিউমার রক্ত বাহির মাধ্যমে সৃষ্টির স্থান থেকে দেহের অন্যত্র ছড়িয়ে পড়ে

Ans : কোশচক্রের চেকপয়েন্ট বিঘ্নিত হলে কোশবিভাজন সুনিয়ন্ত্রিত ও মন্থর হয়, ঘটনাটি ঘটে না।

(Q) স্পাইরাইলেজেশন ও কন্ডেনসেশন ক্যারিওকাইনেসিস-এর কোন্ দশার বৈশিষ্ট্য তা নির্বাচন করো-

  1. প্রফেজ
  2. অ্যানাফেজ
  3. টেলোফেজ
  4. মেটাফেজ

Ans : প্রফেজ দশার বৈশিষ্ট্য।

(Q) জিন মূলত কোনটির অংশ? -

  1. RNA
  2. DNA
  3. DNA ও RNA উভয় এর
  4. কোনোটিই নয়

Ans : জিন মূলত DNA-র অংশ।

(Q) মানবদেহে অটোজোমের সংখ্যা হল-

  1. 40টি
  2. 42টি
  3. 44টি
  4. 45টি

Ans : মানবদেহে অটোজোমের সংখ্যা হল 44টি।

(Q) ক্রোমোজোম যখন একক সংখ্যক সেটে থাকে, তাকে বলে-

  1. হ্যাপ্লয়েড
  2. ডিপ্লয়েড
  3. ট্রিপ্লয়েড
  4. এর কোনোটিই নয়

Ans : ক্রোমোজোম যখন একক সংখ্যক সেটে থাকে তাকে বলে হ্যাপ্লয়েড।

(Q) ক্রোমোজোমে অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশ-গুলিকে বলে-

  1. ক্রোমোনিমা
  2. ক্রোমোমিয়ার
  3. ক্রোমাটিড
  4. সেন্ট্রোমিয়ার

Ans : ক্রোমোজোমে অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলিকে বলে ক্রোমোমিয়ার।

(Q) স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের-

  1. মুখ্য খাঁজে
  2. গৌণ খাঁজে
  3. সেন্ট্রোমিয়ারে
  4. ক্রোমাটিডে

Ans : স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের গৌণ খাঁজে।

(Q) কোন্ কোশ বিভাজনকে সদৃশ বিভাজন বলে?-

  1. মাইটোসিস
  2. অ্যামাইটোসিস
  3. মিয়োসিস
  4. সাইটোকাইনেসিস

Ans : মাইটোসিস কোশ বিভাজনকে সদৃশ বিভাজন বলে।

(Q) ক্রোমোজোমে আম্লিক প্রোটিনে কোন্ অ্যামাইনো অ্যাসিড থাকে?-

  1. ভ্যালিন
  2. ট্রিপটোফ্যান
  3. লাইসিন
  4. লিউসিন

Ans : ক্রোমোজোমে আম্লিক প্রোটিনো ট্রিপটোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থাকে।

(Q) মাইটোসিস কোশ বিভাজনের কোন্ দশায় বেম গঠিত হয়?-

  1. প্রফেজ
  2. মেটাফেজ
  3. অ্যানাফেজ
  4. টেলোফেজ

Ans : মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশায় বেম গঠিত হয়।

(Q) সেন্ট্রোমিয়ারবিহীন ক্রোমোজোমকে বলে-

  1. মেটাসেন্ট্রিক
  2. টেলোসেন্ট্রিক
  3. অ্যাসেন্ট্রিক
  4. অ্যাক্রোসেন্ট্রিক

Ans : সেন্ট্রোমিয়ারবিহীন ক্রোমোজোমকে বলে অ্যাসেন্ট্রিক।

(Q) কোন প্রকার জননে মাইটোসিস এবং মিয়োসিস দুই প্রকার কোশ বিভাজনই দেখা যায়?-

  1. অযৌন জনন
  2. যৌন জনন
  3. অঙ্গজ জনন
  4. এর কোনোটিই নয়

Ans : মাইটোসিস এবং মিয়োসিস দুই প্রকার কোশবিভাজনই দেখা যায় যৌন জননে।

(Q) ক্রোমোজোমের শেষপ্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে তাকে বলে-

  1. মেটাসেন্ট্রিক
  2. সাবমেটাসেন্ট্রিক
  3. অ্যাক্রোসেন্ট্রিক
  4. টেলোসেন্ট্রিক

Ans : ক্রোমোজোমের শেষপ্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে তাকে বলে টেলোসেন্ট্রিক।

(Q) একটি মাতৃকোশ থেকে চারটি অপত্য কোশ সৃষ্টি হয়-

  1. অ্যামাইটোসিসে
  2. মাইটোসিসে
  3. মিয়োসিসে
  4. অপুংজনিতে

Ans : একটি মাতৃকোশ থেকে চারটি অপত্য কোশ সৃষ্টি হয় মিয়োসিসে।

(Q) মানুষের প্রতিটি দেহকোশে সেক্স ক্রোমোজোম থাকে-

  1. 2টি
  2. 4টি
  3. 46টি
  4. 23 জোড়া

Ans : মানুষের প্রতিটি দেহকোশে ২টি সেক্স ক্রোমোজোম থাকে।

(Q) কোন্ দশায় ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে?-

  1. প্রফেজ
  2. মেটাফেজ
  3. অ্যানাফেজ
  4. টেলোফেজ

Ans : ক্রোমোজোম গুলি বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে মেটাফেজ দশায়।

(Q) কোন্ দশায় ক্রোমোজোমগুলি বেমের দুই বিপরীত মেরুর দিকে ধাবমান হয়? -

  1. প্রফেজ
  2. মেটাফেজ
  3. অ্যানাফেজ
  4. টেলোফেজ

Ans : অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলি বেমের বিপরীত মেরুর দিকে ধাবমান হয়।

(Q) মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য?-

  1. 44A+XX
  2. 44A+XY
  3. 44A+XXY
  4. 44A + XYY

Ans : মানুষের ক্ষেত্রে 44A + XY একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য।

(Q) স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি?-

  1. XY
  2. XX
  3. YY
  4. XO

Ans : স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হচ্ছে XXI

(Q) মানবদেহে ক্রোমোজোমের মোট সংখ্যা হল-

  1. 44টি
  2. 2টি
  3. 46টি
  4. 10টি

Ans : মানবদেহে ক্রোমোজোমের মোট সংখ্যা হল 46টি।