Go To Sir
Government Jobs Notifications
Government Job Preparation
Class V - XII
Mock Test
Other Services
Dear Lottery Result
News
Age Calculator
Unit Converter
Image Resizer
Clock
AI Chat
View MCQ Question
Home
View MCQ Question
(Q) রবি শস্য চাষ করা হয়-
গ্রীষ্মকালে
বর্ষাকালে
শীতকালে
শরৎকালে
Ans : শীতকালে
(Q) ভারতে ইক্ষু গবেষণাগারটি অবস্থিত-
কটকে
লখনউতে
পুসাতে
জোড়হাটে
Ans : লখনউতে
(Q) বোরো ধান কাটা হয়-
শীতকালে
বর্ষাকালে
গ্রীষ্মকালে
বসন্তকালে
Ans : গ্রীষ্মকালে
(Q) সুজাতা একটি উচ্চফলনশীল-
ধান বীজ
গম বীজ
তুলো বীজ
ইক্ষু বীজ
Ans : তুলো বীজ
(Q) কফি উৎপাদনে ভারতের কোন্ রাজ্য প্রথম স্থান অধিকার করে?-
মহারাষ্ট্র
তামিলনাড়ু
কর্ণাটক
কেরল
Ans : কর্ণাটক
(Q) একটি খরিফ শস্যের উদাহরণ হল-
গম
তুলো
সরষে
বার্লি
Ans : তুলো
(Q) একটি রবি শস্যের উদাহরণ হল-
ধান
গম
পাট
তুলো
Ans : গম
(Q) গম চাষের জন্য কমপক্ষে কতগুলি তুষারমুক্ত দিন প্রয়োজন?-
50 দিন
60 দিন
100 দিন
110 দিন
Ans : 110 দিন
(Q) ধান চাষের জন্য যে পরিমাণ বৃষ্টিপাতের প্রয়োজন হয়, তা হল-
50-100 সেমি
100-200 সেমি
300-400 সেমি
400-500 সেমি
Ans : 100-200 সেমি
(Q) ICAR দ্বারা কোন্ রাজ্যগুলিকে 'গম অঞ্চল' হিসেবে চিহ্নিত করা হয়-
হরিয়ানা-উত্তরপ্রদেশ
উত্তরপ্রদেশ-বিহার
পাঞ্জাব-হরিয়ানা
বিহার-পশ্চিমবঙ্গ
Ans : পাঞ্জাব-হরিয়ানা
(Q) হেক্টরপ্রতি চা উৎপাদন হয় সর্বাধিক যে রাজ্যে-
পশ্চিমবঙ্গ
অসম
কেরল
কর্ণাটক
Ans : কর্ণাটক
(Q) কর্ণাটকের পাহাড়ি অঞ্চল যে ফসল চাষের জন্য বিখ্যাত, তা হল-
কফি
গম
চা
ধান
Ans : কফি
(Q) বাগিচা ফসল হল-
ধান
পাট
চা
আখ
Ans : চা
(Q) ভারতে ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল-
অস্ত্রপ্রদেশ
পশ্চিমবঙ্গ
উত্তরপ্রদেশ
পাঞ্জাব
Ans : পশ্চিমবঙ্গ
(Q) ভারতে হেক্টরপ্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল-
অস্ত্রপ্রদেশ
পশ্চিমবঙ্গ
পাঞ্জাব
উত্তরপ্রদেশ
Ans : পাঞ্জাব
(Q) বাজরা উৎপাদনে কোন্ রাজ্যের স্থান ভারতে প্রথম?-
রাজস্থান
উত্তরপ্রদেশ
গুজরাত
হরিয়ানা
Ans : রাজস্থান
(Q) কর্ণাটকে সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয়-
মহীশূরে
চিকমাগালুরে
কোদাগুতে
হাসানে
Ans : কোদাগুতে
(Q) যে মাটিতে তুলো চাষ ভালো হয়, তা হল-
ল্যাটেরাইট মাটি
লালমাটি
কালোমাটি
বেলেমাটি
Ans : কালোমাটি
(Q) গম হল একটি-
রবি শস্য
খরিফ শস্য
জায়িদ শস্য
পানীয় ফসল
Ans : রবি শস্য
(Q) কোন্ কৃষিব্যবস্থায় উৎপাদিত ফসলের সম্পূর্ণটাই কৃষকের নিজের এবং পারিবারিক ভোগের জন্য ব্যবহার করা হয়?-
জীবিকাসত্তাভিত্তিক কৃষি
বাণিজ্যিক কৃষি
উদ্যান কৃষি
মিশ্র কৃষি
Ans : জীবিকাসত্তাভিত্তিক কৃষি
(Q) ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল-
মহারাষ্ট্র
উত্তরপ্রদেশ
বিহার
পশ্চিমবঙ্গ
Ans : মহারাষ্ট্র
(Q) কল্যাণসোনা ভারতের কোন্ উচ্চফলনশীল বীজের প্রজাতি?-
ধান
গম
চা
কার্পাস
Ans : গম
(Q) ভারতে কৃষিক্ষেত্রে ব্যবহৃত উচ্চফলনশীল ধান বীজ হল-
সোনালিকা
কল্যাণসোনা
আইআর-৪
সফেদ লারমা
Ans : আইআর-৪
(Q) ভারতের জাতীয় বীজ নিগম গঠিত হয়-
1963 সালে
1965 সালে
1977 সালে
1980 সালে
Ans : 1963 সালে
(Q) আমন ধানের বীজ বপন করা হয়-
এপ্রিল-মে মাসে
নভেম্বর-ডিসেম্বর মাসে
জুন-জুলাই মাসে
আগস্ট-সেপ্টেম্বর মাসে
Ans : জুন-জুলাই মাসে
(Q) চায়ের গবেষণাগার আছে-
কর্ণাটকের চিকমাগালুরে
উত্তরপ্রদেশের লখনউয়ে
অসমের জোড়হাটে
পশ্চিমবঙ্গের দার্জিলিঙে
Ans : অসমের জোড়হাটে
(Q) আখ উৎপাদনে ভারতে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল-
উত্তরপ্রদেশ
মহারাষ্ট্র
কর্ণাটক
পাঞ্জাব
Ans : উত্তরপ্রদেশ
(Q) স্থানান্তর কৃষিকে উত্তর-পূর্ব ভারতে কী বলে?-
তামরাই
লাদাং
ঝুম
রোকা
Ans : ঝুম
(Q) সবুজবিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন-
ড. নরম্যান বোরলগ
ড. সাহা
ড. হাসান
ড. মুখোপাধ্যায়
Ans : ড. নরম্যান বোরলগ
(Q) ভারতের প্রধান ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত?
পুসায়
কটকে
চন্দননগরে
চুঁচুড়ায়
Ans : কটকে
(Q) ভারতে সবুজবিপ্লব সবচেয়ে বেশি কার্যকরী হয়েছে-
তৈলবীজ উৎপাদনে
ধান উৎপাদনে
গম উৎপাদনে
চা উৎপাদনে
Ans : গম উৎপাদনে
(Q) কার্পাস যে নামে পরিচিত, তা হল-
স্বর্ণতন্তু
রৌপ্যতন্তু
বীজতন্তু
হীরক তন্তু
Ans : বীজতন্তু
(Q) বল উইভিল পোকার আক্রমণ যে প্রকার ফসলের খেতে ঘটে, তা হল-
চা
ধান
গম
তুলো
Ans : তুলো
(Q) তুলো হল একপ্রকার-
খাদ্য ফসল
পানীয় ফসল
বাগিচা ফসল
তন্তু ফসল
Ans : তন্তু ফসল
(Q) একটি জায়িদ ফসল হল-
তরমুজ
সরষে
ধান
গম
Ans : তরমুজ
(Q) ভারতীয় কৃষিতে প্রদত্ত কোন্ বৈশিষ্ট্যটি দেখা যায়?-
খাদ্যশস্যের প্রাধান্য
বৃহৎ কৃষিজোত
ব্যাপক কৃষিপদ্ধতি
আধুনিক কৃষি যন্ত্রপাতি
Ans : খাদ্যশস্যের প্রাধান্য
(Q) ভারতের একটি প্রধান তৈলবীজ হল-
আলু
গম
সরষে
কফি
Ans : সরষে
(Q) যে মাটিতে সবচেয়ে ভালো ধান চাষ হয়, সেটি হল-
পলিমাটিতে
লালমাটিতে
বেলেমাটিতে
কালোমাটিতে
Ans : পলিমাটিতে
(Q) আখ ও তুলা উৎপাদনে ভারত পৃথিবীতে কোন্ স্থান অধিকার করে?-
প্রথম
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
Ans : দ্বিতীয়
(Q) ভারতে কফি বোর্ডের সদর দপ্তর যে শহরে অবস্থিত সেটি হল-
কলকাতা
বেঙ্গালুরু
চেন্নাই
আমেদাবাদ
Ans : বেঙ্গালুরু
(Q) গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে-
উত্তরপ্রদেশ
পশ্চিমবঙ্গ
কেরল
মেঘালয়
Ans : উত্তরপ্রদেশ
(Q) সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হল-
খারিফ শস্য
রবি শস্য
জায়িদ শস্য
কোনোটিই নয়
Ans : জায়িদ শস্য