View MCQ Question

(Q) রবি শস্য চাষ করা হয়-

  1. গ্রীষ্মকালে
  2. বর্ষাকালে
  3. শীতকালে
  4. শরৎকালে

Ans : শীতকালে

(Q) ভারতে ইক্ষু গবেষণাগারটি অবস্থিত-

  1. কটকে
  2. লখনউতে
  3. পুসাতে
  4. জোড়হাটে

Ans : লখনউতে

(Q) বোরো ধান কাটা হয়-

  1. শীতকালে
  2. বর্ষাকালে
  3. গ্রীষ্মকালে
  4. বসন্তকালে

Ans : গ্রীষ্মকালে

(Q) সুজাতা একটি উচ্চফলনশীল-

  1. ধান বীজ
  2. গম বীজ
  3. তুলো বীজ
  4. ইক্ষু বীজ

Ans : তুলো বীজ

(Q) কফি উৎপাদনে ভারতের কোন্ রাজ্য প্রথম স্থান অধিকার করে?-

  1. মহারাষ্ট্র
  2. তামিলনাড়ু
  3. কর্ণাটক
  4. কেরল

Ans : কর্ণাটক

(Q) একটি খরিফ শস্যের উদাহরণ হল-

  1. গম
  2. তুলো
  3. সরষে
  4. বার্লি

Ans : তুলো

(Q) একটি রবি শস্যের উদাহরণ হল-

  1. ধান
  2. গম
  3. পাট
  4. তুলো

Ans : গম

(Q) গম চাষের জন্য কমপক্ষে কতগুলি তুষারমুক্ত দিন প্রয়োজন?-

  1. 50 দিন
  2. 60 দিন
  3. 100 দিন
  4. 110 দিন

Ans : 110 দিন

(Q) ধান চাষের জন্য যে পরিমাণ বৃষ্টিপাতের প্রয়োজন হয়, তা হল-

  1. 50-100 সেমি
  2. 100-200 সেমি
  3. 300-400 সেমি
  4. 400-500 সেমি

Ans : 100-200 সেমি

(Q) ICAR দ্বারা কোন্ রাজ্যগুলিকে 'গম অঞ্চল' হিসেবে চিহ্নিত করা হয়-

  1. হরিয়ানা-উত্তরপ্রদেশ
  2. উত্তরপ্রদেশ-বিহার
  3. পাঞ্জাব-হরিয়ানা
  4. বিহার-পশ্চিমবঙ্গ

Ans : পাঞ্জাব-হরিয়ানা

(Q) হেক্টরপ্রতি চা উৎপাদন হয় সর্বাধিক যে রাজ্যে-

  1. পশ্চিমবঙ্গ
  2. অসম
  3. কেরল
  4. কর্ণাটক

Ans : কর্ণাটক

(Q) কর্ণাটকের পাহাড়ি অঞ্চল যে ফসল চাষের জন্য বিখ্যাত, তা হল-

  1. কফি
  2. গম
  3. চা
  4. ধান

Ans : কফি

(Q) বাগিচা ফসল হল-

  1. ধান
  2. পাট
  3. চা
  4. আখ

Ans : চা

(Q) ভারতে ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল-

  1. অস্ত্রপ্রদেশ
  2. পশ্চিমবঙ্গ
  3. উত্তরপ্রদেশ
  4. পাঞ্জাব

Ans : পশ্চিমবঙ্গ

(Q) ভারতে হেক্টরপ্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল-

  1. অস্ত্রপ্রদেশ
  2. পশ্চিমবঙ্গ
  3. পাঞ্জাব
  4. উত্তরপ্রদেশ

Ans : পাঞ্জাব

(Q) বাজরা উৎপাদনে কোন্ রাজ্যের স্থান ভারতে প্রথম?-

  1. রাজস্থান
  2. উত্তরপ্রদেশ
  3. গুজরাত
  4. হরিয়ানা

Ans : রাজস্থান

(Q) কর্ণাটকে সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয়-

  1. মহীশূরে
  2. চিকমাগালুরে
  3. কোদাগুতে
  4. হাসানে

Ans : কোদাগুতে

(Q) যে মাটিতে তুলো চাষ ভালো হয়, তা হল-

  1. ল্যাটেরাইট মাটি
  2. লালমাটি
  3. কালোমাটি
  4. বেলেমাটি

Ans : কালোমাটি

(Q) গম হল একটি-

  1. রবি শস্য
  2. খরিফ শস্য
  3. জায়িদ শস্য
  4. পানীয় ফসল

Ans : রবি শস্য

(Q) কোন্ কৃষিব্যবস্থায় উৎপাদিত ফসলের সম্পূর্ণটাই কৃষকের নিজের এবং পারিবারিক ভোগের জন্য ব্যবহার করা হয়?-

  1. জীবিকাসত্তাভিত্তিক কৃষি
  2. বাণিজ্যিক কৃষি
  3. উদ্যান কৃষি
  4. মিশ্র কৃষি

Ans : জীবিকাসত্তাভিত্তিক কৃষি

(Q) ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল-

  1. মহারাষ্ট্র
  2. উত্তরপ্রদেশ
  3. বিহার
  4. পশ্চিমবঙ্গ

Ans : মহারাষ্ট্র

(Q) কল্যাণসোনা ভারতের কোন্ উচ্চফলনশীল বীজের প্রজাতি?-

  1. ধান
  2. গম
  3. চা
  4. কার্পাস

Ans : গম

(Q) ভারতে কৃষিক্ষেত্রে ব্যবহৃত উচ্চফলনশীল ধান বীজ হল-

  1. সোনালিকা
  2. কল্যাণসোনা
  3. আইআর-৪
  4. সফেদ লারমা

Ans : আইআর-৪

(Q) ভারতের জাতীয় বীজ নিগম গঠিত হয়-

  1. 1963 সালে
  2. 1965 সালে
  3. 1977 সালে
  4. 1980 সালে

Ans : 1963 সালে

(Q) আমন ধানের বীজ বপন করা হয়-

  1. এপ্রিল-মে মাসে
  2. নভেম্বর-ডিসেম্বর মাসে
  3. জুন-জুলাই মাসে
  4. আগস্ট-সেপ্টেম্বর মাসে

Ans : জুন-জুলাই মাসে

(Q) চায়ের গবেষণাগার আছে-

  1. কর্ণাটকের চিকমাগালুরে
  2. উত্তরপ্রদেশের লখনউয়ে
  3. অসমের জোড়হাটে
  4. পশ্চিমবঙ্গের দার্জিলিঙে

Ans : অসমের জোড়হাটে

(Q) আখ উৎপাদনে ভারতে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল-

  1. উত্তরপ্রদেশ
  2. মহারাষ্ট্র
  3. কর্ণাটক
  4. পাঞ্জাব

Ans : উত্তরপ্রদেশ

(Q) স্থানান্তর কৃষিকে উত্তর-পূর্ব ভারতে কী বলে?-

  1. তামরাই
  2. লাদাং
  3. ঝুম
  4. রোকা

Ans : ঝুম

(Q) সবুজবিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন-

  1. ড. নরম্যান বোরলগ
  2. ড. সাহা
  3. ড. হাসান
  4. ড. মুখোপাধ্যায়

Ans : ড. নরম্যান বোরলগ

(Q) ভারতের প্রধান ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত?

  1. পুসায়
  2. কটকে
  3. চন্দননগরে
  4. চুঁচুড়ায়

Ans : কটকে

(Q) ভারতে সবুজবিপ্লব সবচেয়ে বেশি কার্যকরী হয়েছে-

  1. তৈলবীজ উৎপাদনে
  2. ধান উৎপাদনে
  3. গম উৎপাদনে
  4. চা উৎপাদনে

Ans : গম উৎপাদনে

(Q) কার্পাস যে নামে পরিচিত, তা হল-

  1. স্বর্ণতন্তু
  2. রৌপ্যতন্তু
  3. বীজতন্তু
  4. হীরক তন্তু

Ans : বীজতন্তু

(Q) বল উইভিল পোকার আক্রমণ যে প্রকার ফসলের খেতে ঘটে, তা হল-

  1. চা
  2. ধান
  3. গম
  4. তুলো

Ans : তুলো

(Q) তুলো হল একপ্রকার-

  1. খাদ্য ফসল
  2. পানীয় ফসল
  3. বাগিচা ফসল
  4. তন্তু ফসল

Ans : তন্তু ফসল

(Q) একটি জায়িদ ফসল হল-

  1. তরমুজ
  2. সরষে
  3. ধান
  4. গম

Ans : তরমুজ

(Q) ভারতীয় কৃষিতে প্রদত্ত কোন্ বৈশিষ্ট্যটি দেখা যায়?-

  1. খাদ্যশস্যের প্রাধান্য
  2. বৃহৎ কৃষিজোত
  3. ব্যাপক কৃষিপদ্ধতি
  4. আধুনিক কৃষি যন্ত্রপাতি

Ans : খাদ্যশস্যের প্রাধান্য

(Q) ভারতের একটি প্রধান তৈলবীজ হল-

  1. আলু
  2. গম
  3. সরষে
  4. কফি

Ans : সরষে

(Q) যে মাটিতে সবচেয়ে ভালো ধান চাষ হয়, সেটি হল-

  1. পলিমাটিতে
  2. লালমাটিতে
  3. বেলেমাটিতে
  4. কালোমাটিতে

Ans : পলিমাটিতে

(Q) আখ ও তুলা উৎপাদনে ভারত পৃথিবীতে কোন্ স্থান অধিকার করে?-

  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ

Ans : দ্বিতীয়

(Q) ভারতে কফি বোর্ডের সদর দপ্তর যে শহরে অবস্থিত সেটি হল-

  1. কলকাতা
  2. বেঙ্গালুরু
  3. চেন্নাই
  4. আমেদাবাদ

Ans : বেঙ্গালুরু

(Q) গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে-

  1. উত্তরপ্রদেশ
  2. পশ্চিমবঙ্গ
  3. কেরল
  4. মেঘালয়

Ans : উত্তরপ্রদেশ

(Q) সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হল-

  1. খারিফ শস্য
  2. রবি শস্য
  3. জায়িদ শস্য
  4. কোনোটিই নয়

Ans : জায়িদ শস্য