View VSAQ Question

(Q) উষ্ণতা মাপার যন্ত্রের নাম কী?

Ans : উষ্ণতা মাপার যন্ত্রটি হল থার্মোমিটার।

(Q) কনিক্যাল ফ্লাস্ক কী?

Ans : শঙ্কু আকৃতির ছোটো গলার কাচপাত্রকে কনিক্যাল ফ্লাস্ক বলে।

(Q) পরীক্ষাগারে উৎপন্ন গ্যাস কোন্ পাত্রে সংগ্রহ করা হয়?

Ans : পরীক্ষাগারে উৎপন্ন গ্যাস গ্যাসজারে সংগ্রহ করা হয়।

(Q) রাসায়নিক তুলাযন্ত্র ব্যবহারের সুবিধা কী?

Ans : সাধারণ তুলাযন্ত্রের তুলনায় এই তুলাযন্ত্র অনেক বেশি সুবেদী অর্থাৎ ভরের সামান্য পার্থক্যও মাপা যায়।

(Q) তারজালির ওপরে রাখা পাত্র সমানভাবে উত্তপ্ত হওয়ার জন্য তারজালির মাঝখানে কীসের প্রলেপ দেওয়া থাকে?

Ans : তারজালির মাঝখানে অ্যাসবেসটসের প্রলেপ দেওয়া হয়।

(Q) একটি প্রশম অক্সাইডের নাম লেখো।

Ans : জল হল একটি প্রশম অক্সাইড।

(Q) মাপক চোং কীজন্য ব্যবহৃত হয়?

Ans : মাপক চোং তরল পদার্থের আয়তন মাপার জন্য ব্যবহৃত হয়।

(Q) সাধারণ থার্মোমিটার কী?

Ans : বিভিন্ন বস্তু বা পরীক্ষাধীন পদার্থ অথবা বায়ুমণ্ডলের উষ্ণতা পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সাধারণ থার্মোমিটার বলে।

(Q) থার্মোমিটার প্রধানত কত প্রকারের হয়?

Ans : থার্মোমিটার প্রধানত তিন প্রকারের হয়। যেমন- সেন্টিগ্রেড, ফারেনহাইট ও কেলভিন।

(Q) ব্যাটারি কাকে বলে?

Ans : দুই বা ততোধিক নির্জলকোশ জুড়ে যে কোশ সমবায় তৈরি করা হয় তাকে ব্যাটারি বলা হয়।

(Q) তড়িৎবর্তনীর তড়িৎপ্রবাহ চালু ও বন্ধ করতে কী প্রয়োজন হয়?

Ans : তড়িৎবর্তনীর তড়িৎপ্রবাহ চালু ও বন্ধ করতে সুইচ প্রয়োজন হয়।

(Q) পরীক্ষাগারে সুইচ কত প্রকারের হয় ও কী কী?

Ans : সুইচ দু-প্রকারের হয়। যেমন- প্লাগ ধরনের ও টেপা ধরনের

(Q) তড়িৎ পরিবাহী তামার তার কী দিয়ে মোড়া থাকে?

Ans : তড়িৎ পরিবাহী তামার তার পিভিসি (PVC-Polyvinyl Chloride) জাতীয় পলিমার দ্বারা মোড়া থাকে।

(Q) LED-এর পুরো কথাটি কী?

Ans : LED-এর পুরো কথাটি হল Light Emitting Diode I

(Q) রাসায়নিক তুলাযন্ত্র বলতে কী বোঝ?

Ans : কোনো নমুনা পদার্থের সঠিক ভর মাপার জন্য অথবা সঠিক ভর নেওয়ার জন্য ব্যবহৃত যন্ত্রকে রাসায়নিক তুলাযন্ত্র বলা হয়।

(Q) সাধারণ তুলাযন্ত্রের থেকে রাসায়নিক তুলাযন্ত্রের পার্থক্য কোথায়?

Ans : সাধারণ তুলাযন্ত্রের তুলনায় রাসায়নিক তুলাযন্ত্রের সাহায্যে সামান্য ভরের পার্থক্যও মাপা যায়। অর্থাৎ, রাসায়নিক তুলাযন্ত্র অনেক বেশি সুবেদী।

(Q) রাসায়নিক তুলাযন্ত্রে কোন্ দিকের পাত্রে কী নেওয়া হয়?

Ans : রাসায়নিক তুলাযন্ত্রে তুলার বামদিকের তুলাপাত্রে পদার্থের নমুনা ও ডানদিকের পাত্রে প্রয়োজনীয় ভরের বাটখারা নেওয়া হয়।

(Q) প্রশমন বিক্রিয়ায় পিপেট কী কাজে লাগে?

Ans : প্রশমন বিক্রিয়ায় নির্দিষ্ট আয়তনের বিক্রিয়ক তরল নেওয়ার জন্য পিপেট ব্যবহার করা হয়।

(Q) প্রশমন বিক্রিয়ায় ব্যুরেট কী কাজে লাগে?

Ans : প্রশমন বিক্রিয়ায় বিক্রিয়ক তরলের প্রশমনের জন্য প্রয়োজনীয় তরলের সঠিক আয়তন জানার জন্য যে সরঞ্জাম ব্যবহার করা হয় তাকে ব্যুরেট বলা হয়।

(Q) মাপক চোং সাধারণত কী মাপের হয়?

Ans : মাপক চোং সাধারণত 50 mL, 100 mL, 200 mL. 500 mL ইত্যাদি মাপের হয়।

(Q) সাধারণ ব্যুরেটে কী থেকে কী পর্যন্ত দাগ কাটা থাকে?

Ans : সাধারণ ব্যুরেটে 0mL থেকে 50mL পর্যন্ত দাগ কাটা থাকে।

(Q) পিপেট সাধারণত কী মাপের হতে পারে?

Ans : পিপেট সাধারণত 2 mL, 5 mL, 10 mL, 25 ml. ইত্যাদি বিভিন্ন মাপের হতে পারে।