View MCQ Question

(Q) রাসায়নিক তুলাযন্ত্রে ভর মাপার সময় কোন্ তুলাপাত্রে পদার্থের নমুনা নেওয়া হয়-

  1. বাম তুলাপাত্রে
  2. ডান তুলাপাত্রে
  3. যে-কোনোটিতে নেওয়া যায়
  4. যে-কোনোটিতে

Ans : বাম তুলাপাত্রে

(Q) রাসায়নিক তুলাযন্ত্রে ভর মাপার সময় কোন্ তুলাপাত্রে বাটখারা নেওয়া যায়-

  1. বাম তুলাপাত্রে
  2. ডান তুলাপাত্রে
  3. যে-কোনোটিতে নেওয়া যায়
  4. যে-কোনোটিতে

Ans : ডান তুলাপাত্রে

(Q) পরীক্ষাগারে আগুনের উৎস হিসেবে সর্বাধিক ব্যবহৃত সরঞ্জামটি হল-

  1. স্পিরিট ল্যাম্প
  2. বুনসেন বার্নার
  3. কেরোসিন ল্যাম্প
  4. গ্যাস ওভেন

Ans : বুনসেন বার্নার

(Q) বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত শঙ্কু আকৃতির ছোটো গলার কাচপাত্রটির নাম হল-

  1. উলফ বোতল
  2. টেস্টটিউব
  3. কনিক্যাল ফ্লাস্ক
  4. বিকার

Ans : কনিক্যাল ফ্লাস্ক

(Q) পরীক্ষাগারে চোঙাকৃতি মুখের কাছে একটু ছুঁচোলো পাত্রটি হল-

  1. টেস্টটিউব
  2. বিকার
  3. কনিক্যাল ফ্লাস্ক
  4. উল্ফ বোতল

Ans : বিকার

(Q) পরীক্ষাগারে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় তৈরি গ্যাস সংগ্রহ করার জন্য যে চোঙাকৃতি ঢাকনাবিশিষ্ট বড়ো কাচপাত্র ব্যবহার করা হয় তা হল

  1. উল্ফ বোতল
  2. গ্যাসজার
  3. গোলতল ফ্লাস্ক
  4. বিকার

Ans : গ্যাসজার

(Q) রাসায়নিক তুলাযন্ত্রে পদার্থের কী পরিমাপ হয়-

  1. ভার
  2. ভর
  3. ওজন
  4. গুণগত মান

Ans : ভর

(Q) কোনো পদার্থ, দ্রবণের নমুনা অল্প পরিমাণে রাখার জন্য যে গোলাকার পাত্র ব্যবহার করা হয় তা হল-

  1. গোলতল ফ্লাস্ক
  2. ওয়াচ গ্লাস
  3. বিকার
  4. টেস্টটিউব

Ans : ওয়াচ গ্লাস

(Q) পরীক্ষাগারে গ্যাস তৈরির জন্য দু-মুখবিশিষ্ট পাত্রটি হল-

  1. গ্যাসজার
  2. উল্ফ বোতল
  3. কনিক্যাল ফ্লাস্ক
  4. পরীক্ষানল

Ans : উল্ফ বোতল

(Q) বাটখারা তুলাযন্ত্রে চাপানোর সময় কী ব্যবহার করা হয়?

  1. স্ট্যান্ড
  2. ক্ল‍্যাম্প
  3. চিমটে
  4. বিকার

Ans : চিমটে

(Q) সাধারণ বাল্বের চেয়ে LED ব্যবহারের সুবিধা হল-

  1. বিদ্যুতের ব্যবহার কম
  2. আয়ু অনেক বেশি
  3. খারাপ হয় কম
  4. সবকটিই

Ans : সবকটিই

(Q) প্রশমন বা টাইট্রেশন পরীক্ষার জন্য প্রয়োজন হয়-

  1. ব্যুরেট ও পিপেট
  2. রাসায়নিক তুলাযন্ত্র
  3. বুনসেন বার্নার
  4. তড়িৎকোশ

Ans : ব্যুরেট ও পিপেট

(Q) ত্রিপদ স্ট্যান্ডের তারজালির মাঝখানে কীসের প্রলেপ দেওয়া থাকে?

  1. নিকেলের প্রলেপ
  2. অ্যাসবেস্টসের প্রলেপ
  3. সিলভারের প্রলেপ
  4. কোনোটিই নয়

Ans : অ্যাসবেস্টসের প্রলেপ

(Q) কাচনির্মিত শঙ্কু আকৃতির ও সরু নলাকৃতির পাত্রটি হল-

  1. টেস্টটিউব
  2. গোলতল ফ্লাস্ক
  3. উল্ফ বোতল
  4. ফানেল

Ans : ফানেল