View VSAQ Question

(Q) "কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল!"-কোন্ কথা শুনে তপনের এই অবস্থা?

Ans : তপনের ছোটো মেসোমশাই বই লেখেন এবং সেই বই ছাপা হয়-এ কথা শুনে তপনের চোখ মারবেল হয়ে গিয়েছিল।

(Q) "সেই তিনি নাকি বই লেখেন।"-কার কথা বলা হয়েছে?

Ans : 'জ্ঞানচক্ষু' গল্পের আলোচ্যাংশে তপনের নতুন মেসোর কথা বলা হয়েছে।

(Q) "এবিষয়ে সন্দেহ ছিল তপনের।"- কোন্ বিষয়ে তপনের সন্দেহ ছিল?

Ans : লেখকরা যে তপনের বাবা, ছোটোমামা বা মেজোকাকুর মতো একজন সাধারণ মানুষ এই বিষয়টি তপন বিশ্বাস করত না, তাই তার সন্দেহ ছিল।

(Q) কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল?

Ans : 'জ্ঞানচক্ষু' গল্পে নতুন মেসোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল।

(Q) তপনের নতুন মেসো কোন্ পেশার সঙ্গে যুক্ত ছিলেন?

Ans : তপনের নতুন মেসো অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন।

(Q) 'একেবারে নিছক মানুষ!'- কী দেখে মেসোমশাই সম্পর্কে তপনের এই ধারণা হয়েছিল?

Ans : সাধারণ মানুষ যেমন রোজদিনের প্রয়োজনীয় কাজগুলি করার পাশাপাশি খেতে বসে সাধারণ কথা বলেন, স্নানের সময় স্নান করেন ও ঘুমের সময় ঘুমোন তপনের মেসোমশাইও তাই করতেন, যা দেখে তপনের উক্ত ধারণাটি হয়েছিল।

(Q) "সত্যিকার লেখক।”-সত্যিকারের লেখকের কোন্ পরিচয় তপনের কাছে প্রকাশ পেল?

Ans : সত্যিকারের লেখক যেমন বই লেখেন এবং সেই বই ছাপাও হয়, তপনের নতুন মেসোর লেখা অনেক বই তেমনি ছাপা হয়। তাই তপন তার নতুন মেসোর মধ্যে সত্যিকারের লেখকের পরিচয় পায়।

(Q) তপন প্রধানত কী উপলক্ষ্যে মামার বাড়ি এসেছে?

Ans : তপন প্রধানত ছোটোমাসির বিয়ে উপলক্ষ্যে মামার বাড়ি এসেছে।

(Q) "আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন," তপন কী দেখতে পেয়েছিল?

Ans : তপন দেখতে পেয়েছিল লেখক কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তারাও তপনদের মতোই সাধারণ মানুষ।

(Q) কীভাবে তপনের মনে লেখক হওয়ার বাসনা জাগল?

Ans : চোখের সামনে নিজের মেসোমশাই, যিনি একজন লেখক তাকে দেখেই তপনের লেখক হওয়ার বাসনা জাগল।

(Q) ছোটোমাসি কেন মেসোমশাইয়ের দিবানিদ্রা ভাঙিয়ে দিল?

Ans : তপনের লেখা গল্প তার লেখক স্বামীকে পড়ানোর জন্য ছোটোমাসি মেসোমশাইয়ের দিবানিদ্রা ভাঙিয়ে দিল।

(Q) 'প্রবল আপত্তি তোলে,'-কে, কীসে আপত্তি তোলে?

Ans : তপনের লেখা গল্পটি তার ছোটোমাসি দিবানিদ্রারত মেসোমশাইকে দেখানোর জন্যে দ্রুততার সঙ্গে অগ্রসর হলে তপন প্রবল আপত্তি তোলে।

(Q) "তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়।"- তপন কেন মনে মনে পুলকিত হয়েছিল?

Ans : ছোটোমাসির হইচইয়ের ফলে তপনের লেখাটি লেখক ছোটোমেসোর হাতে পৌঁছোলে লেখাটির প্রকৃত মূল্য তিনি বুঝতে পারবেন-এই ভেবেই তপন মনে মনে পুলকিত হয়েছিল।

(Q) "রত্নের মূল্য জহুরির কাছেই।"-এখানে 'রত্ন' ও 'জহুরি' কে?

Ans : এখানে রত্ন হল তপন ও জহুরি হল তপনের নতুন মেসোমশাই।

(Q) 'নতুন মেসোই বুঝবে।'-কী বুঝবে?

Ans : 'জ্ঞানচক্ষু' গল্পে তপনের নতুন মেসোমশাই একজন লেখক হওয়ার দরুন তার লেখা গল্পের প্রকৃত মূল্য বুঝবে।

(Q) 'তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়।'-তপন কখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়?

Ans : নতুন মেসোর মুখে করুণার ছাপ দেখে তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়।

(Q) তপনের গল্প পড়ে ছোটো মেসোমশাই কী মন্তব্য করেছিলেন?

Ans : তপনের গল্প পড়ে ছোটো মেসোমশাই গল্পের প্রশংসা করে বলেন যে, একটু কারেকশান করে দিলেই গল্পটা ছাপতে দেওয়া যেতে পারে।

(Q) "একটু 'কারেকশান' করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে।”- কে, কী ছাপানোর কথা বলেছেন?

Ans : আধুনিক কথাসাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত 'জ্ঞানচক্ষু' গল্পে তপনের লেখা গল্প তার লেখক ছোটো মেসোমশাই ছাপানোর কথা বলেছেন।

(Q) 'তপন প্রথমটা ভাবে ঠাট্টা,'-কোন্ কথাটা তপন ঠাট্টা ভেবেছিল?

Ans : নতুন মেসোমশাই তপনের লেখা গল্পটি ছাপিয়ে দেবেন বলায় প্রথমে কথাটা তপন ঠাট্টা ভেবেছিল।

(Q) তপনের গল্পটি ছোটো মেসোমশাই কোন্ পত্রিকায় ছাপতে দেন?

Ans : তপনের গল্পটি ছোটো মেসোমশাই 'সন্ধ্যাতারা' পত্রিকায় ছাপতে দেন।

(Q) "মেসোর উপযুক্ত কাজ হবে সেটা।"-উক্তিটি কার?

Ans : আশাপূর্ণা দেবী রচিত 'জ্ঞানচক্ষু' গল্প থেকে গৃহীত আলোচ্য উদ্ধৃতিটি তপনের ছোটোমাসির উক্তি।

(Q) "ওর হবে।"-এখানে কার কথা বলা হয়েছে?

Ans : এখানে 'জ্ঞানচক্ষু' গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের কথা বলা হয়েছে।

(Q) "মেসোর উপযুক্ত কাজ হবে সেটা।"-বক্তা কোন্ কাজটিকে "উপযুক্ত কাজ" বলেছে?

Ans : তপনের লেখা প্রথম গল্পটি ছোটোমাসি যখন তার লেখক স্বামীকে দেখান তখন তিনি তপনের লেখাটি দেখে প্রশংসা করেন ও গল্পটি একটু কারেকশানের পর ছাপার যোগ্য বলে জানান। এই কথা শুনে ছোটোমাসি তার লেখক স্বামীকে তপনের লেখা গল্পটি ছাপিয়ে দিতে বলেন এবং এই কাজটিকেই মেসো হিসেবে তাঁর উপযুক্ত কাজ হবে বলে উল্লেখ করেন।

(Q) "তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে।"-তপনের গল্পের বিষয়বস্তু কী ছিল?

Ans : তপনের লেখা গল্পের বিষয়বস্তু ছিল তার স্কুলে ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি।

(Q) ধান উৎপাদনে ভারতে কোন্ রাজ্য প্রথম স্থান অধিকার করে?

Ans : পশ্চিমবঙ্গ