View MCQ Question

(Q) 'জ্ঞানচক্ষু' গল্পটির উৎস হল-

  1. ক্যাকটাস
  2. বকুল কথা
  3. ইজ্জত
  4. কুমকুম

Ans : কুমকুম

(Q) কথাটা শুনে তপনের চোখ-

  1. লাল হয়ে গেল
  2. জ্বালা শুরু হল
  3. মারবেল হয়ে গেল
  4. বুজে গেল

Ans : মারবেল হয়ে গেল

(Q) 'নতুন মেসোমশাই' মানে যার সঙ্গে তপনের-

  1. বড়োমাসির বিয়ে হয়েছিল
  2. ন-মাসির বিয়ে হয়েছিল
  3. ছোটোমাসির বিয়ে হয়েছিল
  4. মেজোমাসির বিয়ে হয়েছিল

Ans : ছোটোমাসির বিয়ে হয়েছিল

(Q) 'তপনের ছোটোমাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে,'-এখানে 'দেদার', শব্দের অর্থ-

  1. আনন্দ
  2. ঘটনা
  3. বিস্তর বা প্রচুর
  4. শুভ কাজ

Ans : বিস্তর বা প্রচুর

(Q) 'তিনি নাকি বই লেখেন।' তিনি হলেন তপনের-

  1. মেজোকাকা
  2. ছোটো মেসোমশাই
  3. বড়োমামা
  4. ছোটোমাসি

Ans : ছোটো মেসোমশাই

(Q) "কিন্তু নতুন মেসোকে দেখে। ______ খুলে গেল তপনের।"-শূন্যস্থান পূরণ করো।

  1. জামা
  2. জুতো
  3. চুপি
  4. জ্ঞানচক্ষু

Ans : জ্ঞানচক্ষু

(Q) "এ দেশের কিছু হবে না" বলে তপনের মেসো চলে যান-

  1. চায়ের টেবিলে
  2. খবরের কাগজ পড়তে
  3. সিনেমা দেখতে
  4. কলেজে

Ans : সিনেমা দেখতে

(Q) "এ দেশের কিছু হবে না"- কার উক্তি?

  1. আশাপূর্ণা দেবীর
  2. তপনের
  3. মেসোমশাইয়ের
  4. মাসিমার

Ans : মেসোমশাইয়ের

(Q) তপন মূলত মামার বাড়ি এসেছে-

  1. গরমের ছুটি উপলক্ষ্যে
  2. বিয়েবাড়ি উপলক্ষ্যে
  3. পুজোর ছুটি কাটাতে
  4. সন্ধ্যাতারার প্রকাশ উপলক্ষ্যে

Ans : বিয়েবাড়ি উপলক্ষ্যে

(Q) বই লেখা ছাড়া তপনের ছোটো মেসোমশাই-

  1. ডাক্তারি করেন
  2. অধ্যাপনা করেন
  3. সরকারি অফিসে চাকরি করেন
  4. ওকালতি করেন

Ans : অধ্যাপনা করেন

(Q) তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন-

  1. অভিনেতা
  2. খেলোয়াড়
  3. চিত্রপরিচালক
  4. লেখক

Ans : লেখক

(Q) 'তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে'-

  1. আনন্দ পায়
  2. উল্লসিত হয়
  3. খুশি হয়
  4. পুলকিত হয়

Ans : পুলকিত হয়

(Q) কে "না আ-আ-" করে প্রবল আপত্তি তোলে?

  1. করুণা
  2. তপন
  3. হরিদা
  4. মেসোমশাই

Ans : তপন

(Q) মেসোমশাইয়ের কলেজের কোন্ ছুটি চলছে?

  1. গরমের
  2. পুজোর
  3. বড়োদিনের
  4. বিয়ের জন্য নেওয়া ছুটি

Ans : গরমের

(Q) তপন প্রথম লিখেছিল-

  1. গল্প
  2. কবিতা
  3. উপন্যাস
  4. প্রবন্ধ

Ans : গল্প

(Q) রত্নের মূল্য কারা বোঝে?

  1. জ্যোতিষ
  2. দোকানদার
  3. পাগল
  4. জহুরি

Ans : জহুরি

(Q) "রত্নের মূল্য জহুরির কাছেই।"-এখানে জহুরি হলেন-

  1. মেজো কাকা
  2. বড়ো মেসোমশাই
  3. ছোটোমামা
  4. ছোটো মেসোমশাই

Ans : ছোটো মেসোমশাই

(Q) তপন গল্প লিখে প্রথম জানিয়েছিল-

  1. ছোটোমামাকে
  2. ছোটোকাকুকে
  3. ছোটোমাসিকে
  4. ছোটোপিসিকে

Ans : ছোটোমাসিকে

(Q) "রত্নের মূল্য জহুরির কাছেই।"-এখানে 'রত্ন' ও 'জহুরি' হল-

  1. তপন ও ছোটোমাসি
  2. তপন ও ছোটোমেসো
  3. তপন ও 'সন্ধ্যাতারা'-র সম্পাদক
  4. তপন ও মেজোকাকু

Ans : তপন ও ছোটোমেসো

(Q) তপনের লেখা গল্পটা ছোটো মেসোমশাইকে দেখায়

  1. ছোটো পিসেমশাই
  2. ছোটো দিদা
  3. ছোটোমাসি
  4. ছোটো ভাই

Ans : ছোটোমাসি

(Q) "মেসোর উপযুক্ত কাজ হবে সেটা।"-কাজটি হল-

  1. গল্প বলা
  2. গল্প লেখা
  3. গল্প ছাপিয়ে দেওয়া
  4. কলেজে ভরতি করা

Ans : গল্প ছাপিয়ে দেওয়া

(Q) তপনের মেসোমশাই কোন্ পত্রিকার সম্পাদককে চিনতেন?

  1. শুকতারা
  2. আনন্দমেলা
  3. সন্ধ্যাতারা
  4. দেশ

Ans : সন্ধ্যাতারা

(Q) 'চায়ের টেবিলে ওঠে কথাটা।'-কোন্ সময়ে চা পান হচ্ছিল?

  1. সকালে
  2. বিকেলে
  3. সন্ধ্যায়
  4. রাতে

Ans : বিকেলে

(Q) তপনের মেসোমশাই কোন্ পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন?

  1. ধ্রুবতারা
  2. শুকতারা
  3. সন্ধ্যাতারা
  4. রংমশাল

Ans : সন্ধ্যাতারা

(Q) 'তপনের হাত আছে।'-এখানে 'হাত' বলতে বোঝানো হয়েছে-

  1. হস্ত
  2. প্রভাব
  3. ক্ষমতা
  4. দক্ষতা

Ans : দক্ষতা

(Q) ভারতে সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্যটি হল-

  1. পশ্চিমবঙ্গ
  2. অসম
  3. কেরল
  4. তামিলনাড়ু

Ans : অসম