View MCQ Question
(Q) উষ্ণতা মাপার জন্য ব্যবহৃত হয়-
- ব্যারোমিটার
- ক্যালোরিমিটার
- অক্সানোমিটার
- থার্মোমিটার
Ans : থার্মোমিটার
(Q) ফারেনহাইট থার্মোমিটার বরফের মধ্যে ডোবানো অবস্থায় পারদসূত্রে উচ্চতা ও ফুটন্ত জলের বাষ্পে পারদসূত্রে উচ্চতার মধ্যবর্তী অঞ্চলকে কত ভাগে ভাগ করা হয়?
- 180
- 212
- 100
- 0
Ans : 180
(Q) দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকেই আমরা বলি-
- তাপমাত্রা
- তাপ
- থার্মোমিটার
- সেলসিয়াস
Ans : তাপ
(Q) যে উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হয় সেটি হল-
- 32°F
- 40°F
- 100°F
- 212°F
Ans : 32°F
(Q) বরফের মধ্যে সেলসিয়াস থার্মোমিটারের পারদকুন্ডকে রাখলে কত পাঠ দেখাবে?
- 0°C
- 32°C
- 100°C
- 212°C
Ans : 0°C
(Q) ফারেনহাইট স্কেলের থার্মোমিটারে ফুটন্ত জলের উষ্ণতা হল-
- 0°F
- 100°F
- 212°F
- 100°F
Ans : 212°F
(Q) সেলসিয়াস স্কেলের থার্মোমিটারে ফুটন্ত জলের উষ্ণতা হল-
- 0°C
- 212°F
- 100°C
- 0°F
Ans : 100°C
(Q) সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি পরিবর্তন ফারেনহাইট স্কেলের 1 ডিগ্রি পরিবর্তনের-
- সমান
- বেশি
- কম
- সমান
Ans : বেশি
(Q) A বস্তুর তাপমাত্রা 100°F এবং B বস্তুর তাপমাত্রা 100°C বৃদ্ধি পেল। এক্ষেত্রে-
- A-এর তাপমাত্রা বৃদ্ধি বেশি
- B-এর তাপমাত্রা বৃদ্ধি বেশি
- A ও B-এর তাপমাত্রা বৃদ্ধি সমান
- B-এর তাপমাত্রা বৃদ্ধি কম
Ans : B-এর তাপমাত্রা বৃদ্ধি বেশি
(Q) তাপ হল একপ্রকার-
- তরল
- গ্যাস
- শক্তি
- বাষ্প
Ans : শক্তি
(Q) এক বালতি গরম জল থেকে এক কাপ গরম জল তুলে নিলে দুটি পাত্রের-
- তাপ সমান থাকবে
- জলের পরিমাণ সমান থাকবে
- উষ্ণতা সমান থাকবে
- তাপ ও উষ্ণতা উভয়েই সমান থাকবে
Ans : উষ্ণতা সমান থাকবে
(Q) জ্বর হওয়ায় কোনো রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেল 104°F। ওই উষ্ণতা সেলসিয়াস থার্মোমিটারে মাপলে সেই মান হবে-
- 40.1
- 40.6
- 40
- 42
Ans : 40
(Q) একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা -1° ও সবচেয়ে বেশি উষ্ণতা 99° মাপা যায়। ওই থার্মোমিটারে 1° করে মোট ক-টি ঘর পাওয়া যাবে?
- 100
- 99
- 101
- 98
Ans : 100
(Q) যে উষ্ণতার পাঠ ফারেনহাইট স্কেলে 32°, তার পাঠ সেলসিয়াস স্কেলে হবে-
- 100°
- 212°
- 0°
- কোনোটিই নয়
Ans : 0°
(Q) SI-তে তাপের একক-
- °C
- cal
- °F
- J
Ans : J