(Q) আনুমানিক কত বছর আগে পৃথিবীতে মানুষের আবির্ভাব হয়েছিল?
Ans : প্রায় 1 লক্ষ 20 হাজার বছর আগে।
(Q) পেশি সংকোচনে সাহায্যকারী প্রোটিন দুটির নাম লেখো।
Ans : এমন দুটি প্রোটিন হল মায়োসিন ও অ্যাকটিন।
(Q) ইট, সিমেন্ট-এ কোন্ ধাতব মৌলটি বর্তমান থাকে?
Ans : ইট, সিমেন্টে অ্যালুমিনিয়াম ধাতুটি উপস্থিত থাকে।
(Q) হৃদ্পেশির উত্তেজিতা ও ছন্দবদ্ধ সংকোচন-প্রসারণ কোন্ কোন্ আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়?
Ans : Ca2+ ও K+ আয়নের গাঢ়ত্ব দ্বারা হৃদ্পেশির উত্তেজিতা ও ছন্দবদ্ধ সংকোচন-প্রসারণ নিয়ন্ত্রিত হয়।
(Q) মানবদেহে অম্ল-ক্ষারের ভারসাম্য নষ্ট হলে কী কী অসুবিধার সৃষ্টি হয়?
Ans : অস্থিসন্ধির ক্ষয় শুরু হয় (আরথ্রাইটিস) ও হাড়ের ঘনত্ব কমতে শুরু করে (অস্টিওপোরোসিস)।
(Q) কাঁচা লবণ বেশি খাওয়ার একটি কুপ্রভাব লেখো।
Ans : কাঁচা লবণ বেশি খেলে রক্তে জলের পরিমাণ বেড়ে গিয়ে রক্তচাপ বেড়ে যায়।
(Q) একটি ধাতু যা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে।
Ans : এমন একটি ধাতু হল অ্যালুমিনিয়াম।
(Q) দাঁত ও হাড় গঠনের ক্ষেত্রে কোন্ কোন্ মৌলগুলি অংশগ্রহণ করে?
Ans : ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফসফরাস।
(Q) খাদ্যনালীতে শর্করা ও লিপিড জাতীয় খাদ্যের পরিপাক করতে কোন্ কোন্ উৎসেচক ব্যবহৃত হয়?
Ans : অ্যামাইলেজ ও লাইপেজ ব্যবহৃত হয়।
(Q) সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন পারক্সাইডের ভাঙনে কোন্ উৎসেচক অংশগ্রহণ করে?
Ans : ক্যাটালেজ উৎসেচক সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন পারক্সাইডের ভাঙনে অংশগ্রহণ করে।
(Q) এমন দুটি উৎসেচকের নাম লেখো যাদের কার্যকারিতা Fe2+ আয়নের উপস্থিতির ওপর নির্ভরশীল।
Ans : ক্যাটালেজ ও সাইটোক্রোম অক্সিডেজ।
(Q) দেহের মসৃণ-অমসৃণ পেশির সংকোচনে কোন্ ধাতব আয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Ans : Ca2+ আয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
(Q) থাইরক্সিন হরমোনের কাজ উল্লেখ করো।
Ans : থাইরক্সিন হরমোন মানবদেহের কোশে O2 গ্রহণ, তাপ উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলিকে নিয়ন্ত্রণ করে।
(Q) আমাদের দেহে সুপার অক্সাইড অ্যানায়নের মতো বিভিন্ন ক্ষতিকর মূলকগুলির প্রভাব প্রশমিত করতে কোন্ কোন্ মৌলগুলির বিভিন্ন জৈব যৌগ অংশগ্রহণ করে?
Ans : কপার (Cu), সেলেনিয়াম (Se), মাঙ্গানিজ (Mn), জিংক (Zn)।
(Q) মানবদেহের বিভিন্ন কোশ, কলা, অঙ্গাণু গঠনে কোন্ জৈব যৌগগুলি বিশেষ বিশেষ ভূমিকা পালন করে?
Ans : ফসফোলিপিড, নিউক্লিক অ্যাসিড, মেটালোপ্রোটিন, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি।
(Q) নিউক্লিক অ্যাসিড, মেটালোপ্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, ফসফোলিপিড ইত্যাদি জৈব যৌগগুলি গঠনে অংশগ্রহণকারী বিভিন্ন ধাতব ও অধাতব মৌলগুলি উল্লেখ করো।
Ans : অধাতব মৌল : কার্বন (C), হাইড্রোজেন (H), অক্সিজেন (O), নাইট্রোজেন (N), ফসফরাস (P), সালফার (S) ইত্যাদি।
ধাতব মৌল:আয়রন (Fe), কপার (Cu), সেলেনিয়াম (Se), ম্যাঙ্গানিজ (Mn) ইত্যাদি।
(Q) এমন কতকগুলি মৌলের উদাহরণ দাও যেগুলি মানবদেহে ক্রমাগত প্রবেশ করলে ও সঞ্চিত হতে থাকলে জীবনহানির আশঙ্কা হতে পারে।
Ans : লেড, মার্কারি, ক্যাডমিয়াম, নিকেল, অ্যালুমিনিয়াম, ফ্লুওরিন ও আর্সেনিক হল এমন কতকগুলি মৌল যেগুলি মানবদেহে সঞ্চিত হতে থাকলে জীবনহানির সম্ভাবনা থাকে।
(Q) কোন্ কোন্ উৎস থেকে পারদ মানবদেহে প্রবেশ করে?
Ans : ব্যাটারি তৈরির কারখানা, মার্কারি ভেপার ল্যাম্প কারখানা, কাগজ শিল্প, প্লাস্টিক শিল্প, থার্মোমিটার, থার্মাল পাওয়ার স্টেশনের ফ্লাইঅ্যাশ ও ছাই ইত্যাদি থেকে পারদ মানবদেহে প্রবেশ করতে পারে।
(Q) দাঁত মাজার পেস্টে কোন্ কোন্ মৌল যৌগরূপে থাকে?
Ans : কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, অ্যালুমিনিয়াম, ক্যালশিয়াম ইত্যাদি মৌল যৌগরূপে থাকে।
(Q) একটি ধাতু ও একটি অধাতুর চিহ্ন লেখো যাদের যৌগ মানবদেহে বিষক্রিয়া সৃষ্টি করে?
Ans : লেড (Pb), ফ্লুরিন (F) হল যথাক্রমে দুটি ধাতু ও অধাতুর উদাহরণ যা থেকে উৎপন্ন Pbs, HF, SiF4 প্রভৃতি যৌগ মানবদেহে বিষক্রিয়ার সৃষ্টি হয়।
(Q) স্নায়ুকোশে আবেগ পরিবহণ নিয়ন্ত্রণ করে কোন্ আয়ন?
অথবা, আমাদের স্নায়ুস্পন্দন পরিবহণে কোন্ আয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Ans : স্নায়ুস্পন্দন বা স্নায়ুকোশে আবেগ পরিবহণ নিয়ন্ত্রণ করে ক্যালশিয়াম আয়ন (Ca2+)।
(Q) রক্ত জমাট বাঁধতে কোন্ ধাতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Ans : রক্ত জমাট বাঁধতে ক্যালশিয়াম ধাতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
(Q) কোশমধ্যস্থ মাইটোকনড্রিয়াতে শক্তি উৎপন্ন করতে কোন্ উৎসেচক প্রয়োজন হয়?
Ans : কোশমধ্যস্থ মাইটোকনড্রিয়াতে শক্তি উৎপন্ন করতে সাইটোক্রোম অক্সিডেজ উৎসেচকের প্রয়োজন হয়।
(Q) থার্মাল পাওয়ারের ছাই থেকে পাওয়া যায় এমন একটি ধাতুকল্প ও ধাতুর নাম লেখো।
Ans : থার্মাল পাওয়ারের ছাই থেকে পাওয়া যায় এমন একটি ধাতুকল্প হল আর্সেনিক ও ধাতু হল পারদ।
(Q) পেশির সংকোচনে কোন্ প্রোটিন দুটি গুরুত্বপূর্ণ?
Ans : অ্যাকটিন ও মায়োসিন প্রোটিন দুটি গুরুত্বপূর্ণ।
(Q) দেহের বহিঃকোশীয় ও অন্তঃকোশীয় তরলের প্রধান ক্যাটায়ন কী কী?
Ans : দেহের বহিঃকোশীয় ও অন্তঃকোশীয় তরলের প্রধান ক্যাটায়নগুলি হল যথাক্রমে সোডিয়াম ও পটাশিয়াম।
(Q) খাদ্যে K+ আয়ন কম থাকলে কী হয়?
Ans : খাদ্যে K+ আয়ন কম থাকলে কোশে অম্লত্ব বাড়ে।
(Q) গভীর নলকূপের জলের মধ্যে ও অগভীর নলকূপের জলের মধ্যে উপস্থিত দুটি বিষাক্ত মৌলের নাম লেখো যাদের যৌগ মানবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Ans : গভীর ও অগভীর নলকূপের জলের মধ্যে যথাক্রমে আর্সেনিক ও ফ্লুওরিন মৌলযুগল থাকে যাদের যৌগ মানবদেহে প্রবেশ করে ক্ষতিসাধন করে।