View MCQ Question

(Q) মানবদেহের প্রতি 100g ওজনে উপস্থিত অক্সিজেনের পরিমাণ-

  1. 2.57 g
  2. 1.11 g
  3. 22.85 g
  4. 61.42 g

Ans : 61.42 g

(Q) মানবদেহের প্রতি 100g ওজনে উপস্থিত হাইড্রোজেনের পরিমাণ-

  1. 9.99 g
  2. 22.85 g
  3. 1.11 g
  4. 2.57 g

Ans : 9.99 g

(Q) মানবদেহের প্রতি 100g ওজনে উপস্থিত ফসফরাসের পরিমাণ-

  1. 9.99g
  2. 22.85g
  3. 1.11g
  4. 2.57 g

Ans : 1.11g

(Q) মানবদেহে প্রতি 100g ওজনে উপস্থিত ক্যালশিয়ামের পরিমাণ-

  1. 0.14g
  2. 1.11g
  3. 1.43g
  4. 2.57 g

Ans : 1.43g

(Q) কোন্ হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?

  1. থাইরক্সিন
  2. অ্যাড্রিনালিন
  3. ইনসুলিন
  4. কোনোটিই নয়

Ans : ইনসুলিন

(Q) অগ্ন্যাশয়ের কোশে ইনসুলিন হরমোনকে সুস্থিত ও সঞ্চয় করতে কোন্ আয়নটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-

  1. সোডিয়াম আয়ন
  2. ম্যাগনেশিয়াম আয়ন
  3. কোবাল্ট আয়ন
  4. জিংক আয়ন

Ans : জিংক আয়ন

(Q) দাঁত ও হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রধানত-

  1. পটাশিয়াম, সোডিয়াম, ক্যালশিয়াম
  2. ক্যালশিয়াম, ফসফরাস, সোডিয়াম
  3. ক্যালশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম
  4. ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, পটাশিয়াম

Ans : ক্যালশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম

(Q) রক্ততঞ্চনে ব্যবহৃত উপাদানসমূহকে সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-

  1. K+
  2. Fe+3
  3. Ca+2
  4. Na+

Ans : Ca+2

(Q) অ্যান্টাসিড জাতীয় ওষুধে যে ধাতু পাওয়া যায় সেটি হল-

  1. অ্যালুমিনিয়াম
  2. ক্যাডমিয়াম
  3. লেড
  4. পারদ

Ans : অ্যালুমিনিয়াম

(Q) সিগারেটের ধোঁয়াতে উপস্থিত ধাতুটি হল-

  1. ক্যাডমিয়াম
  2. পারদ
  3. নিকেল
  4. সোডিয়াম

Ans : ক্যাডমিয়াম

(Q) মানবদেহের রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে যে ধাতু তা হল-

  1. কপার
  2. আয়রন
  3. কোবাল্ট
  4. লেড

Ans : কোবাল্ট

(Q) যে পদার্থটিতে ফ্লুওরাইড যৌগ থাকে তা হল-

  1. সিমেন্ট
  2. বারুদ
  3. দাঁত মাজার পেস্ট
  4. কলিচুন

Ans : দাঁত মাজার পেস্ট

(Q) ফোটোগ্রাফিক ফিল্মে ব্যবহৃত হয়-

  1. সিলভার
  2. পটাশিয়াম
  3. তামা
  4. অ্যালুমিনিয়াম

Ans : সিলভার

(Q) মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগের জন্য দায়ী কারণটি হল-

  1. ইনসুলিনের অত্যধিক ক্ষরণ
  2. TSH-এর অধিক ক্ষরণ
  3. ইনসুলিনের স্বল্প ক্ষরণ
  4. ADH-এর স্বল্প ক্ষরণ

Ans : ইনসুলিনের স্বল্প ক্ষরণ

(Q) পেশির সংকোচনে কোন্ আয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

  1. Mg+2
  2. Ca+2
  3. Na+
  4. O-2

Ans : Ca+2

(Q) ইনসুলিন মানবদেহে কোন্ অঙ্গ থেকে ক্ষরিত হয়?

  1. বৃক্ক
  2. থাইরয়েড
  3. অগ্ন্যাশয়
  4. পিটুইটারী

Ans : অগ্ন্যাশয়

(Q) কোন্ কোন্ আয়নের গাঢ়ত্বের ওপর হৃদ্পেশির উত্তেজিতা ও ছন্দোবদ্ধ সংকোচন, প্রসারণ নির্ভর করে?

  1. Mg+2 ও Ca+2
  2. Na+ ও K+
  3. Ca+2 ও K+
  4. Na+ ও Mg+2

Ans : Ca+2 ও K+

(Q) অগ্ন্যাশয়ের কোশে ইনসুলিন হরমোনকে সুস্থিত ও সঞ্চয় করতে কোন্ আয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

  1. Mg+2
  2. Ca+2
  3. Zn+2
  4. Na+

Ans : Zn+2

(Q) থাইরক্সিন হরমোন সংশ্লেষণে কোন্ মৌল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

  1. ম্যাগনেশিয়াম
  2. আয়োডিন
  3. সোডিয়াম
  4. ক্লোরিন

Ans : আয়োডিন

(Q) মানবদেহে আরথ্রাইটিস ও অস্টিওপোরোসিস রোগের কারণ হল-

  1. অম্ল-ক্ষারের ভারসাম্য নষ্ট হওয়া
  2. অক্সিজেন সরবরাহ কমে যাওয়া
  3. Na, Mg+2 আয়নের পরিমাণ কমে যাওয়া
  4. হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া

Ans : অম্ল-ক্ষারের ভারসাম্য নষ্ট হওয়া