View VSAQ Question

(Q) কার্য কী ধরনের রাশি?

Ans : স্কেলার রাশি।

(Q) কৃতকার্য নির্ণয়ের গাণিতিক সূত্রটি কী?

Ans : কৃতকার্য = প্রযুক্ত বল × বলের প্রয়োগবিন্দুর সরণ

(Q) প্রযুক্ত বলের অভিমুখ এবং বস্তুর সরণের অভিমুখ পরস্পর লম্বভাবে থাকলে ওই বল দ্বারা কৃতকার্যের পরিমাণ কীরূপ হয়?
অথবা, 60 নিউটন বল বস্তুতে প্রযুক্ত হল এবং বলের অভিমুখের সঙ্গে লম্বদিকে বস্তুর 2.5 মিটার সরণ হল। কৃতকার্য কত?

Ans : শূন্য (0) হয়।

(Q) বলের প্রয়োগবিন্দুর সরণ না ঘটলে কৃতকার্যের মান কত হয়?

Ans : কৃতকার্যের মান শূন্য (0) হয়।

(Q) CGS পদ্ধতিতে কার্যের পরম একক কী?

Ans : CGS পদ্ধতিতে কার্যের পরম একক আর্গ

(Q) SI পদ্ধতিতে কার্যের পরম একক কী?

Ans : SI পদ্ধতিতে কার্যের পরম একক জুল।

(Q) CGS পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক কী?

Ans : CGS পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক গ্রাম-সেমি।

(Q) SI পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক কী?

Ans : SI পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক কিগ্রা-মিটার।

(Q) কার্যের ব্যবহারিক এককের নাম কী?

Ans : কার্যের ব্যবহারিক এককের নাম জুল।

(Q) 1 জুল = কত আর্গ?

Ans : 1 জুল = 107 আর্গ।

(Q) 1 গ্রাম-সেমি = কত আর্গ?

Ans : 1 গ্রাম-সেমি = 981 আর্গ।

(Q) 1 কিগ্রা-মিটার = কত জুল?

Ans : 1 কিগ্রা-মিটার = 9.81 জুল।

(Q) কার্য ও বলের সম্পর্কটি লেখো।

Ans : কার্য = বল x সরণ।

(Q) কার্যের মাত্রীয় সংকেত লেখো।

Ans : কার্যের মাত্রীয় সংকেত [ML2T-2]।

(Q) একটি পরমাণুর মধ্যে একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করছে। কৃতকার্য কত?

Ans : কৃতকার্য শূন্য।

(Q) বল এবং সরণের মধ্যে কোণ কত হলে কৃতকার্য সর্বোচ্চ হয়?

Ans : বল এবং সরণের মধ্যে কোণ 0° হলে কৃতকার্য সর্বোচ্চ হয়।

(Q) অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত?

Ans : অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য শূন্য।

(Q) একটি স্প্রিংকে প্রসারিত করলে প্রসারক বল দ্বারা কৃতকার্য ধনাত্মক না ঋণাত্মক?

Ans : একটি স্প্রিংকে প্রসারিত করলে প্রসারক বল দ্বারা কৃতকার্য ধনাত্মক।

(Q) প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হলে কোনো কার্য হয় না?

Ans : প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90° হলে কোনো কার্য হয় না।

(Q) একটি বস্তুকে কত দ্রুততার সঙ্গে ওপরে তোলা হচ্ছে তার ওপর কৃতকার্য নির্ভর করবে কি?

Ans : না।

(Q) কোন্ শর্তে কৃতকার্যের মান সর্বোচ্চ হয়?

Ans : বল ও সরণের মধ্যে কোণ শূন্য হলে কৃতকার্যের মান সর্বোচ্চ হয়।