View MCQ Question

(Q) CGS পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক

  1. কিলোগ্রাম-মিটার
  2. ডাইন-সেমি
  3. গ্রাম-সেমি সেকেন্ড-1
  4. গ্রাম-সেমি

Ans : গ্রাম-সেমি

(Q) SI পদ্ধতিতে কার্যের পরম একক

  1. জুল
  2. আর্গ
  3. গ্রাম-সেমি
  4. ওয়াট

Ans : জুল

(Q) কার্যের মাত্রীয় সংকেত হল

  1. [MLT-2]
  2. [ML2T-3]
  3. [ML2T-2]
  4. [MLT-3]

Ans : [ML2T-2]

(Q) 1 জুলের মান

  1. 109 আর্গ
  2. 105 আর্গ
  3. 107 আর্গ
  4. 1010 আর্গ

Ans : 107 আর্গ

(Q) বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ হল

  1. সিঁড়ি দিয়ে ওপরে ওঠা
  2. সিঁড়ি দিয়ে নীচে নামা
  3. সমতল ভূমিতে হাঁটা
  4. কোনো বস্তুকে ওপর থেকে নীচে ফেলে দেওয়া

Ans : সিঁড়ি দিয়ে ওপরে ওঠা

(Q) নীচের কোনটি বলের দ্বারা কার্য বোঝায়?

  1. এক ব্যক্তি অনুভূমিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন
  2. বৃষ্টির ফোঁটা উল্লম্বভাবে নীচের দিকে পড়ছে
  3. একটি পাথরকে সুতোয় বেঁধে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে
  4. এক ব্যক্তি সিঁড়ি বেয়ে ওপরে উঠছেন

Ans : বৃষ্টির ফোঁটা উল্লম্বভাবে নীচের দিকে পড়ছে

(Q) 1 কিগ্রা-মিটার = কত জুল?

  1. 9.8
  2. 980
  3. 1000
  4. 105

Ans : 9.8

(Q) কার্য একটি

  1. স্কেলার রাশি
  2. ভেক্টর রাশি
  3. টেন্সর রাশি
  4. কোনোটিই নয়

Ans : স্কেলার রাশি

(Q) সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তনের সময়

  1. কার্য হবে
  2. কার্য হবে না
  3. কার্য হতেও পারে আবার নাও হতে পারে
  4. কোনোটিই নয়

Ans : কার্য হবে না

(Q) কার্যহীন বলের ক্ষেত্রে প্রযুক্ত বল এবং সরণের অন্তর্বর্তী কোণ

  1. 45°
  2. 90°
  3. 180°

Ans : 90°

(Q) অভিকেন্দ্র বল একটি

  1. সংরক্ষী বল
  2. অসংরক্ষী বল
  3. কার্যহীন বল
  4. কোনোটিই নয়

Ans : কার্যহীন বল

(Q) কোনো বস্তুর ওপরে প্রযুক্ত বল F নিউটন এবং প্রযুক্ত বলের অভিমুখে বস্তুটির সরণ শূন্য হলে কার্যের পরিমাণ

  1. শূন্য
  2. F
  3. 2F
  4. কোনোটিই নয়

Ans : শূন্য

(Q) তিনটি মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার রাশি হল

  1. কার্য
  2. ঘনত্ব
  3. আয়তন
  4. দ্রুতি

Ans : কার্য

(Q) বল-সরণ লেখচিত্র এবং অক্ষদ্বয় দ্বারা আবন্ধ ক্ষেত্রটি নির্দেশ করে

  1. ক্ষমতা
  2. কার্য
  3. বল
  4. কোনোটিই নয়

Ans : ক্ষমতা

(Q) মসৃণ অনুভূমিক তলের ওপর 20 kg ভরের একটি বাক্সকে 40 N বল সমদ্রুতিতে 8 m টেনে নিয়ে গেলে কৃতকার্য কত?(টান বলটি অনুভূমিক তলের সঙ্গে 60° কোণে ঊর্ধ্বমুখে ক্রিয়াশীল)

  1. 784J
  2. 277J
  3. 160J
  4. কোনোটিই নয়

Ans : 160J

(Q) নীচের কোন বলটি কার্য করতে সক্ষম?

  1. একটি টেবিলের উপর স্থির অবস্থায় থাকা কোনো বইয়ের ওজনজনিত বল
  2. কোনো ট্রেনের ইঞ্জিনের ট্রেনটির বগিগুলির উপর টান বল (Pull)
  3. কোনো পার্সেলের (Parcel) উপর জড়ানো প্রসারিত রবার ব্যান্ড-এর টান বল
  4. মেঝের উপর দাঁড়ানো কোনো ব্যক্তির পায়ের ঠেলা বল (Push)

Ans : কোনো ট্রেনের ইঞ্জিনের ট্রেনটির বগিগুলির উপর টান বল (Pull)

(Q) বল দ্বারা কার্যের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণের মান θ হলে

  1. π/2< θ < 2π
  2. θ = π
  3. θ = π/2
  4. 0 < θ < π/2

Ans : 0 < θ < π/2

(Q) বলের বিরুদ্ধ কার্যের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণের মান θ হলে

  1. θ = π/2
  2. π/2 < θ < 2π
  3. 0 < θ < π/2
  4. θ = 0

Ans : π/2 < θ < 2π

(Q) kg m2sec-2 এককটি যে রাশির একক, তা হল

  1. কার্য
  2. বল
  3. ভরবেগ
  4. ক্ষমতা

Ans : কার্য

(Q) 1 মেগাজুল = কত জুলের সঙ্গে সমান?

  1. 10-3 জুল
  2. 103 জুল
  3. 10-6 জুল
  4. 106 জুল

Ans : 106 জুল