View SAQ Question

(Q) অক্ষাংশ কাকে বলে?

Ans : নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে। অর্থাৎ নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি কোনো কাল্পনিক রেখা টানা যায়, তাহলে ওই রেখা নিরক্ষীয় তলের সঙ্গে যে-কোণ উৎপন্ন করে তাকে অক্ষাংশ বলে।